টুকরো খবর
প্রয়াত রে ব্র্যাডবেরি
প্রতিদিনই নতুন নতুন কল্পবিজ্ঞানের গল্প জন্ম নিত যাঁর মাথায়, সেই রে ব্র্যাডবেরি আজ মারা গেলেন। আর সেই সঙ্গে দাঁড়ি পড়ল তাঁর গল্পের বিশাল সম্ভারে। ৯১ বছরের জীবনে প্রায় ছ’শোটি ছোট গল্প এবং ৩০টি বই লিখেছেন রে। ৩৬টি ভাষায় যার ৮০ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে। সাহিত্যের সঙ্গে বিজ্ঞানকে অদ্ভুত দক্ষতার সঙ্গে মিশিয়েছিলেন তিনি। বিশ্বের প্রথম পাঁচ জনপ্রিয় কল্পবিজ্ঞান-লেখকের মধ্যে চিরদিন লেখা থাকবে তাঁর নাম। ব্র্যাডবেরির লেখা গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য মার্টিয়ান ক্রনিকল’, ‘দ্য ইলাসট্রেটেড ম্যান’ এবং ‘দ্য গোল্ডেন অ্যাপলস অফ দ্য সান’ এবং অবশ্যই উপন্যাস ‘ফারেনহাইট ৪৫১’।

কৃষ্ণ-কেকিয়াং বৈঠক বেজিংয়ে
তিন দিনের সফরে বেজিং পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। চিন সমর্থিত ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’-এর ১২ তম সম্মেলনে যোগ দিতেই মূলত কৃষ্ণের সফর। এ দিনই চিনের উপপ্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও বৈঠকে বসেছিলেন কৃষ্ণ। চিনের পরবর্তী প্রজন্মের নেতাদের মধ্যে প্রথম সারিতে থাকা কেকিয়াংকে ওয়েন জিয়াবাওয়ের পরে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করেছে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি। গত মাসেই রাশিয়া, হাঙ্গেরি, বেলজিয়াম ও ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর সফরে গিয়েছিলেন কেকিয়াং। তবে ভারতীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে এটিই তাঁর প্রথম বৈঠক।
ছবি: পিটিআই
কেকিয়াং ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং হলেন বর্তমান পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির দুই নেতা, পরবর্তী জুলাইয়ে নেতৃত্ব বদলের পরেও যাদের কমিটিতে থাকা নিশ্চিত। অন্য দিকে, এই বৈঠককে ভারত গুরুত্ব দিয়ে দেখছে কারণ উপপ্রধানমন্ত্রী লি-কে আর কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর পদে দেখা যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে চিনে। দুই ভারতীয় ব্যবসায়ী শ্যামসুন্দর অগ্রবাল এবং দীপক রাহেজাকে নিয়ে চিন-ভারতের যে টানাপোড়েন শুরু হয়েছিল, তাঁদের সঙ্গেও দেখা করেছেন কৃষ্ণ। এরই মধ্যে গত সপ্তাহে দানিশ কুরেশি নামে এক ভারতীয়কে স্থানীয় ব্যবসায়ীদের হাত থেকে উদ্ধার করে ভারতে ফেরত পাঠিয়েছে চিনা পুলিশ।

আফগানিস্তানে নিহত ৪০ জন
জোড়া আত্মঘাতী বিস্ফোরণ ও ন্যাটোর বিমান হানায় ৪০ জনেরও বেশি আফগান নাগরিক নিহত হয়েছেন। আহত ৫০। বুধবার ন্যাটোর রসদ সরবরাহের জন্য গাড়ি ভাড়া দেওয়া হয় এমন একটি গাড়ি পার্কিং এলাকায় এক মোটরসাইকেল আরোহী জোরে এসে একটি ট্রাকে ধাক্কা মারলে প্রথম বিস্ফোরণ হয়। ২৩ জন নিহত হন। উদ্ধারকাজের সময় আর এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। পুলিশের অনুমান, ওই ব্যক্তির দেহে বোমা বাঁধা ছিল। কন্দহরের পুলিশ প্রধান আব্দুল রজিক জানান, নিহত ও আহত সবাই সাধারণ নাগরিক। এর কিছু ক্ষণ আগেই কাবুলে ন্যাটোর বিমানহানায় অন্তত ১৮ জন নিহত হন। স্থানীয় পুলিশ অফিসার জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কিছু মহিলা ও শিশুও রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.