টুকরো খবর
ফের কয়লাচোরের হাতে প্রহৃত খনির নিরাপত্তাকর্মী
একদল কয়লাচোরের হাতে ইসিএলের বনজেমাহারি কেলিয়ারিতে কর্মরত বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মী প্রহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ সালানপুরের বনজেমাহারি-দেন্দুয়া রাস্তার ঘটনা। এ দিন ওই দুই কর্মী কাজ সেরে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। বুধবার এ নিয়ে নিরপত্তাকর্মীদের তরফে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। অন্য দিকে ওই ঘটনার প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বুধবার কোলিয়ারির কার্য্যালয়ের সামনে কর্মবিরতি পালন শুরু করেন ওই নিরাপত্তা সংস্থার কর্মীরা। আইএনটিটিইউসি প্রভাবিত বেসরকারি নিরাপত্তা কর্মী সংগঠনের নেতা পাপ্পু উপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, দিন সাতেক আগে ওই এলাকাতেই কয়লাচোরদের হাতে প্রহৃত হয়ে নিরাপত্তাকর্মীরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু কোলিয়ারি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। এ দিকে কর্মবিরতির খবর পেয়েই ঘটনাস্থলে যান ইসিএলের সালানপুর এরিয়ার জিএম হরিসাধন মুখোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে সালানপুর থানার পুলিশও ঘটনাস্থলে আসে। উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে কর্মবিরতি তোলা হয়।

পুলিশের উপরে হামলায় গ্রেফতার ২১ কুলটিতে
অবৈধ কয়লা ধরতে যাওয়া পুলিশকর্মীদের উপরে হামলায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দু’টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুলটি থানার সবনপুর এলাকায় অবৈধ কয়লার ঠেকে অভিযানে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার কয়লা মাফিয়া কানাই দাসের বাড়ির কাছে বেশ কিছু দুষ্কৃতী পুলিশের উপরে চড়াও হয়। রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় পাঁচ পুলিশকর্মীকে। দু’জনের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হয়। খবর পেয়ে আরও পুলিশ গিয়ে জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, এর আগে বহু বার একাধিক কয়লা মাফিয়ার বাড়িতে বা ঠেকে অভিযান চালানো হয়েছে। কিন্তু এ ভাবে হামলা বা আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা আগে কখনও ঘটেনি। ধৃতদের বিরুদ্ধে অবৈধ কয়লার কারবার, পুলিশের কাজে বাধা দেওয়া, মারধর, খুনের চেষ্টা ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতেরা এখন জেল হাজতে রয়েছে। এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, এই ঘটনায় মূল অভিযুক্ত কানাই দাস এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

খনিশ্রমিকের মৃত্যু
ডোজার থেকে পড়ে মৃত্যু হল এক খনিশ্রমিকের। মঙ্গলবার শোনপুর বাজারি বি প্রজেক্টের ঘটনা। মৃতের নাম সুখজীবন সিংহ (২১)। তিনি ওই প্রজেক্টে ডোজার অপারেটরের কাজ করতেন। মৃত্যুর প্রায় ১৪ ঘন্টা পরে বুধবার বিকেলে ওই প্রজেক্টের কর্মীরা মাটি-পাথরের তলা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন। ঘটনার জেরে আইএনটিটিইউসির নেতৃত্বে প্রজেক্টের শ্রমিকেরা মৃতের পরিবারের একজনের চাকরি ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নিলে বিক্ষোভ ওঠে। ওই প্রজেক্টের শ্রমিকেরা জানান, মঙ্গলবার রাতের শিফ্টে কাজ করতে গিয়েছিলেন সুখজীবন। রাত ৩টে থেকে তাঁকে দেখা যায়নি। বুধবার থেকে তাঁর সঙ্গীরা তাঁর খোঁজ শুরু করেন।

এরিয়া অফিসের কাছে ধস
অন্ডালের বাঁকোলায় তোলা নিজস্ব চিত্র।
বাঁকোলা এরিয়া কার্যালয়ের অদূরে উপর ধাওড়ার কাছে হঠাৎ ধস নামে বুধবার। ইসিএল সূত্রে জানা গিয়েছে, ধসের ফলে দশ ফুট চওড়া বারো ফুট লম্বা এবং প্রায় ১৫ ফুট গভীর একটি গোলাকৃতি গর্ত হয়েছে। এরিয়া কর্তৃপক্ষ জানান, কয়লা শিল্প জাতীয়করণের আগেই বেসরকারি মালিকানাধীন কোলিয়ারির কাজ বন্ধ হয়ে গিয়েছে। তার জেরেই এমনটা ঘটেছে বলে তাঁদের অনুমান।

কোথায় কী
কাটোয়া
ভাগবত সপ্তাহ উদযাপন। কাছারি রোড। বিকাল ৪ টা। উদ্যোগ: জানকী দাস সেবক সঙ্ঘ, নতুনগ্রাম শাখা।

পূর্বস্থলী

উপেন্দ্রনাথ বহ্মচারীর জন্মদিন পালন। সরডাঙ্গা। সকাল ১০ টা। উদ্যোগ: উদযাপন কমিটি।

আসানসোল

কঠোপনিষৎ পাঠ ও আলোচনা: স্বামী বলভদ্রানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.