অনূর্ধ্ব ১৬ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
চিত্তরঞ্জন নবীন সঙ্ঘ আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল দেশবন্ধু ক্লাব। তারা নবীনসঙ্ঘ মাঠে আশুতোষ অজান্তিকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। ফাইনালে সেরা বিজয়ী দলের রোহন মল্লিক। প্রতিযোগিতার সেরা বিজিত দলের বিকাশ বাউরি। খেলাটি পরিচালনা করেন আশিষ বিশ্বাস এবং টিকে দাস।
|
নকআউট ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
রামবাঁধ ইয়ং মেনস অ্যাসোসিয়েশন আয়োজিত দেবব্রত চট্টোপাধ্যায় ও শঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি টি-টোয়েন্টি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় বিজয়ী হল দুর্গাপুর ক্রিকেট ক্লাব। তারা বিসিসি মাঠে হরিপুর সিসিএকে ৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে দুর্গাপুর ৮ উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে হরিপুর ৯২ রানে শেষ হয়ে যায়। এ দিনের খেলার সেরা বিজয়ী দলের মোহিত রায়।
|
নৈশ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কেকেএসসি আয়োজিত এক নৈশ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কুলস্তরিয়া হিন্দি উচ্চ বিদ্যালয়। তারা নর্থ সিহারশোল জলট্যাঙ্কি মাঠে আরটিএস রানিসায়েরকে ৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে কুলস্তরিয়া ৩ উইকেটে ৪৫ রান করে। জবাবে আরটিএস ৩৯ রানে শেষ হয়ে যায়। আয়োজকদের পক্ষে লাল্টু মাজি জানান, এই প্রতিযোগিতায় ৩২টি দল যোগ দিয়েছিল। |