মাদক মিশ্রিত খাবার খাইয়ে ট্রেনের সংরক্ষিত কামরায় এক মহিলা-সহ ৫ যাত্রীর সর্বস্ব লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার ভোরে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেলে ২ নম্বর সংরক্ষিত কামরায় ঘটনাটি ঘটেছে। কামরা থেকে অজ্ঞান অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) জওয়ানেরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই পাঁচজনের মধ্যে তিন জন ব্যবসায়ী, এক জন অসমে কর্মরত সেনা বাহিনীর জওয়ান। মহিলা যাত্রীর জ্ঞান ফিরলেও বাকি ৪ জনের জ্ঞান ফেরেনি। আরপিএফ জানিয়েছে, ওই পাঁচ যাত্রীর নাম রাজকুমার গুপ্ত, রফিকুল আহমেদ, রবীন্দ্রর সিংহ, এস কে ঝা এবং সোনিয়া পারভিন। রাজকুমারবাবুর সঙ্গে স্ত্রী থাকায় তাঁর পরিচয়, ঠিকানা জানা গিয়েছে। বাকিদের শুধু নাম জানা গিয়েছে। শিলংয়ের কাপড় ব্যবসায়ী রাজকুমারবাবুর স্ত্রী গীতাদেবী জানান, মেয়ের মানতের পুজো দিতে বিহারের সুলতানগঞ্জে যাচ্ছিলাম। রবিবার দুপুরে গুয়াহাটি থেকে ট্রেন ছাড়ার পর কামরায় ৩-৪ জন যুবক ওঠে। ওই যুবকরা অনেক খাবার নিয়ে উঠেছিল। সকলের সঙ্গে তারা গল্প করে ভাব জমিয়ে তোলে। কয়েক জন যুবকদের আনা খাবার খান। মাঝরাতে এক মহিলার বমি করার শব্দে ঘুম ভাঙে। উঠে দেখি নীচে স্বামী পড়ে রয়েছে। ওঁর টাকা, হার ও ঘড়ি নেই। যুবকেরা অজ্ঞান হওয়া যাত্রীদের লুঠ করছে। চিৎকার করায় তারা পাশের কামরায় পালায়।
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
সহবাসের পরে গ্রাম ছেড়ে পলাতক যুবক শেষ পর্যন্ত প্রতিবেশী তরুণীকে বিয়ে করলেন। রবিবার বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরে ওই যুবক বিয়ে করতে বাধ্য হন। প্রায় বারো বছর আগে ওই যুবক গ্রাম ছেড়ে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিলেন। সহবাসের জেরে গর্ভবতী হয়ে পড়া ওই তরুণী একটি পুত্রসন্তানের জন্ম দেন। সম্প্রতি মা মারা যাওয়ায় তিনি গ্রামে ফেরেন। রবিবার পরিবারের লোকেরাই যুবককে পুলিশের হাতে তুলে দেন। পরে গ্রামের লোকেদের হস্তক্ষেপে দু’পক্ষ আলোচনায় বসলে যুবকটি বিয়ে করতে রাজি হন। ওই যুবকের দাদা কৃষ্ণ সিংহ বলেন, “ভাইকে পুলিশের হাতে তুলে দিই। সকলের সঙ্গে বসে এ সিদ্ধান্ত নিই।”
|
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর বকরাডাঙি এলাকার ঘটনা। সোমবার ওই তরুণী যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও তার মাসির বিরুদ্ধে ঘটনায় মদত দেওয়ার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করে। ১৮ বছরের ওই তরুণী তার মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে থাকেন। গত ৫ মে রাতে প্রতিবেশী এক যুবক তাকে ধর্ষণ করে ঘটনাটি কাউকে বলতে বারণ করে। বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয়। এর পর রোজই এই যুবক জোর করে তার সঙ্গে সহবাস করতে শুরু করে বলে ওই তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন।
|
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল সমর্থিতরা সব আসনে জয়ী। তুফানগঞ্জ শহরের ইলা দেবী গার্লস হাই স্কুলে রবিবার ৬ আসনে ভোট হয়। রাতে ফলাফল ঘোষণার পরে সবকয়টি আসনেই তৃণমূল সমর্থিতদের জয়ী ঘোষণা করা হয়। ওই নির্বাচনে সিপিএম সমর্থিতরা ৪ টি আসনে প্রার্থী দিলেও কোনও আসন পায়নি। বামেদের দখলে থাকা ওই স্কুল পরিচালন সমিতি দখলে আসায় রাতেই তৃণমূল নেতা কর্মীরা শহরে মিছিল বের করেন। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মানুষ উৎসবের মেজাজে ভোট দিতে পেরেছেন বলে এবার আমরা জয়ী হয়েছি।” সিপিএমের জেলা সম্পাদকমন্ডলী সদস্য তমসের আলি বলেন, “ছাপ্পা ও সন্ত্রাসকে হাতিয়ার করে ওরা আমাদের হারিয়েছে।”
|
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক যুবকের। উত্তর-পূর্ব সীমান্ত রেলের সামসির অদূরে কাণ্ডারণ এলাকায় সোমবার রেল লাইনের ধার থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে রেল পুলিশ। রেল পুলিশ জানায়, বয়স আনুমানিক ২৫ বছর। ১০টা নাগাদ গুয়াহাটিগামী চেন্নাই এক্সপ্রেস থেকে ওই যুবক পড়ে যান বলে এক প্রত্যক্ষদর্শী রেল পুলিশে খবর দেয়। ট্রেন থেকে পড়ে যুবকের দেহ চার টুকরো হয়ে যায়।
|
বিকল ট্রান্সফর্মার মেরামতের দাবিতে ৩ ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদহের রতুয়ার রুকুন্দিপুরে বাসিন্দারা। রুকুন্দিপুরে স্টেডিয়ামের সামনে রতুয়া-ভালুকা বাজার রাজ্য সড়কে সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই অবরোধ চলে। তিন দিন ধরে বিদ্যুতহীন হয়ে আছে গোটা এলাকা।
|
বাড়ির বাথরুম থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালদহের চাঁচলের কনুয়া থেকে সোমবার ভোর নাগাদ ওই বধূর দেহ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতার নাম আকলিমা বিবি (৪০)। ২০ বছর আগে তাঁর বিয়ে হয় জাহেদুল হক নামে এক ব্যক্তির সঙ্গে।
|
এক ব্যক্তির ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করে। সোমবার সকালে ইসলামপুর থানার শান্তিনগরে। মৃত ব্যক্তির নাম গণেশ সিংহ (৪৫)। পেশায় সবজি ব্যবসায়ী ওই ব্যক্তি শান্তিনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। |