প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির ৪ ছাত্র নিঁখোজ হওয়ার ঘটনায় মালদহের গাজলে চাঞ্চল্য দেখা দিয়েছে। চারজনই গাজলের হাতিমারি হাইস্কুলের ছাত্র। গত শনিবার দুপুর থেকে ওই চার বন্ধু নিঁখোজ হয়েছে বলে তাদের পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপহরণের কোনও প্রমাণ এখনই মেলেনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে চারজন স্বেচ্ছায় কোথায় গিয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, ওই চার ছাত্রের নাম কৌস্তভ ঘোষ, রূপম মন্ডল, অশোক সরকার ও মৃন্ময় ঘোষ। তাদের বাড়ি হাতিমারি, ফতেপুর বারকোনা গ্রামে। চারবন্ধু একসঙ্গে সপ্তাহে তিনদিন গাজলের সরকার পাড়ায় সামসূল হক নামে এক শিক্ষকের কাছে অঙ্ক করতে যেত। তারা বাড়ি থেকে সাইকেল আলমপুর এসে সেখানে থেকে বাসে গাজলে আসত। ওই দিন প্রাইভেট টিউশন পড়ার পর আলমপুর ফেরে। প্রথমে অটো রিকশা চার পরে একটি ছোট গাড়িতে করে বাড়ি ফিরছিল। রুপমের বাবা ফুলচাঁদ মন্ডল ঠিকাদার, অশোক সরকারের বাবা নবানু সরকার ও মৃন্ময় মৃন্ময় ঘোষের বাবা তরুণকান্তি ঘোষ চাষবাস করেন। আর কৌস্তভ ঘোষের বাবা অনন্তবাবু গাজল-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান। কৌস্তভের কাকা জয়ন্ত ঘোষ গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। জয়ন্তবাবু বলেন, “আমার ভাইপো-সহ ৪ জনের মধ্যে একজন রূপম ভোরবেলা তার বাবা’র মোবাইলে মিসড্ কল করেছিল। তার পরে আর ওই নম্বরে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। হয় কেউ তাদের কিছু বলে কোথাও নিয়ে গিয়েছে, না হলে নিজেরাই কোথাও গিয়ে থাকতে পারে। এখন হয়ত ভয়ে বাড়িতে ফিরতে পারছে না।” মৃন্ময়ের বাবা তরুণবাবু বলেন, “ওইদিন দুপুরে একটি গাড়িতে চার বন্ধুকে দেখা গিয়েছে। ওই গাড়িটি ছাড়াও চার বন্ধুর কোনও হদিশ নেই।” |