অর্পিতা দত্ত ঘরে ঘরে নল বসলেও পানীয় জল সরবরাহ করা হয়নি। রাস্তার অবস্থা ভাল নয়। কিছু জায়গায় নিকাশি না থাকায় বর্ষায় বাড়িতে জল ঢুকে পড়ে। দরিদ্রের ঘরের ব্যবস্থা হয়নি।
বিনোদ মণ্ডল পরিস্রুত জলের ব্যবস্থা হয়নি। পুরসভা কর আদায় করলেও নালা তৈরি না হওয়ায় দুর্ভোগের অন্ত নেই। বেশ কয়েকটি জায়গায় বিদ্যুতের খুঁটি পোঁতা হলেও তার টানা হয়নি।
বাদল সরকার, কাউন্সিলর ৫ বছরে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পৌঁছেছে। কয়েকটি রাস্তা পাকা করা হয়েছে। সর্বত্র কল
বসানো হলেও রেল দফতরের অসহযোগিতায় লাইনের নীচ দিয়ে পাইপ নিয়ে যাওয়া যায়নি।
ধূপগুড়ি পুরসভার ২ নম্বর থেকে ৮ নম্বর ওয়ার্ডে যেতে বামনি নদীর উপর ভরসা এই বাঁশের সাঁকো।
বাসিন্দাদের পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। ছবিটি তুলেছেন রাজকুমার মোদক।
ওয়ার্ড ১০ (সিপিএম জয়ী ১৫২ ভোটে)
মিনা কাঞ্জিলাল জঞ্জাল ফেলার ব্যবস্থা হয়নি। বহু নালা পরিষ্কার হয় না। তাতে দূষণের পাশাপাশি মশা মাছির উপদ্রব বাড়ছে। গলির একটি মাত্র নলের জলের উপর বহু পরিবার নির্ভরশীল।
পার্থসারথি রায় বিডিও অফিস যাতায়াতের পথ সংস্কারের অভাবে বেহাল। অনেক জায়গায় নিকাশি নালা তৈরি হয়নি। বর্ষায় দুর্ভোগে পড়তে হয়। পরিষ্কারের ব্যবস্থা না থাকায় রাস্তায় নোংরা পড়ে থাকে।
সত্যরঞ্জন ঘোষ,কাউন্সিলর ৭০ শতাংশ অংশে বিদ্যুৎ ছিল। এখন ১০০ শতাংশ এলাকায় পৌঁছেছে। সর্বত্র পানীয় জল
পৌঁছনো গিয়েছে। থানা রোডের ধারে হাইড্রেন করা হয়েছে। ম্যারেজ হল তৈরি করা হয়েছে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.