টুকরো খবর
অভিযোগ ভুল বলল হাইকোর্ট
সাড়ে চার মাস ধরে একই ব্যক্তির দুটি হাইস্কুলে চাকরির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি ওই রায় জানায় উচ্চ আদালত। পাশাপাশি অভিযোগকারীর ১০ হাজার টাকা জরিমানাও ঘোষণা করেছে আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম নিতাইলাল ভট্টাচার্য। তিনি শিলিগুড়ির হায়দরপাড়ার বুদ্ধভারতী হাইস্কুলের শিক্ষক ছিলেন। বর্তমানে অবসর নিয়েছেন। তিনি সাড়ে চার মাস ধরে বুদ্ধভারতী হাইস্কুল এবং তরাই তারাপদ স্কুলে একসঙ্গে চাকরি করেছেন বলে অভিযোগ তোলেন মহেশ অগ্রবাল নামে এক ব্যক্তি। নিতাইবাবু জানান, ১৯৮৩ সালের ১ ডিসেম্বর থেকে ১৯৮৪ সালের ১৫ মে পর্যন্ত তিনি পরিচালন সমিতির অনুমতি নিয়ে বিনা বেতনে বুদ্ধভারতী স্কুল থেকে ছুটিতে ছিলেন। ওই সময় তিনি ডেপুটেশনে তরাই তারাপদ স্কুলে শিক্ষকতার কাজ করেন। পরে ফের বুদ্ধভারতী স্কুলে যোগ দেন। তিনি বলেন, “আদালতে সত্যি কথা প্রমাণিত হয়েছে। আমার পেনশন সংক্রান্ত ফাইল আটকানো এবং আমার সুনাম নষ্ট করতেই ওই চক্রান্ত করা হয়েছিল।” তাঁর আইনজীবী ছিলেন সুনীল পাল।

স্মারকলিপির সিদ্ধান্ত
তরাই ও ডুয়ার্সের কোনও মৌজা জিটিএতে অন্তর্ভুক্ত করা যাবে না দাবি করে ১৪ জুন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গণস্মারকলিপি দেবে জয়েন্ট অ্যাকশন কমিটি। সোমবার শিলিগুড়িতে জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। স্মারকলিপি দেওয়ার সময়ে সংগঠনের পক্ষ থেকে তরাই ও ডুয়ার্সের বিভিন্ন পরিকাঠামো তৈরির দাবিও পেশ করা হবে। অ্যাকশন কমিটির সদস্য তথা আইএনটিইউসি’র জেলা সভাপতি অলক চক্রবর্তী বলেন, “স্মারকলিপি দেওয়া হবে শান্তিপূর্ণ ভাবে। তবে দাবি থেকে আমরা যে পিছু হটব না সে কথাও মন্ত্রীকে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হবে।” বৈঠকে জলপাইগুড়ি জেলা ভাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়।

শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি
জলপাইগুড়ি শহরে নতুন একটি কলেজের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি পাঠিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। স্মারকলিপিতে জেলার উচ্চ শিক্ষার পরিকাঠামো উন্নতি করতে জলপাইগুড়ি শহরে নতুন কলেজ তৈরি করা-সহ শহরের উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে আসন বৃদ্ধি করা এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়েছে। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে জমা দেওয়া হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ির জেলার যুগ্ম আহ্বায়ক সৌরভ ঘো জানান, জলপাইগুড়ির সাধারণ মানুষের শিক্ষা সংক্রান্ত দীর্ঘদিনের দাবিগুলি শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে। আমাদের আশা দ্রুত এই দাবি পূরণ করা হবে।

নিয়োগের দাবি
বিভিন্ন সরকারি দফতরে ভূমিহারাদের নিয়োগের দাবি জানিয়ে সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রতিকী অনশন করলেন জেলা ল্যান্ডলুজার কমিটির সদস্যরা। এদিন দুপুর ১২টা থেকে থেকে চার ঘন্টার প্রতিকী অনশন করে কমিটির তরফে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে. সরকারি প্রকল্পে জমি দিয়েও যাঁরা সরকারি চাকরি পায়নি তাদের দ্রুত নিয়োগপত্র দিতে হবে। এই দাবিতে আন্দোলন চলবে। সংগঠনের সভাপতি গৌরাঙ্গ সরকার জানান, প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। দাবি মানা না হলে ফের অনশন করা হবে।

প্রশিক্ষণ শিবির
শ্রম দফতরের উদ্যোগে শ্রমিকদের পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির শুরু হল শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে ওই প্রশিক্ষণ শিবির শুরু হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। পরে বিকালে দীনবন্ধু মঞ্চে শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে মে দিবসের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনও উপস্থিত ছিলেন।

উৎসব
রবিবার রাজগঞ্জ ব্লক ছাত্র-যুব উৎসব হল স্থানীয় শ্রীসঙ্ঘ ক্লাব মাঠে। ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যেন্দ্রনাথ মণ্ডল, শিল্পী আয়েষা সরকার, মনিরুল ইসলাম প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.