টিটি’র সামার ক্যাম্প
আজ শুরু প্রশিক্ষণ শিবির
টেবল টেনিসের ‘সামার ক্যাম্প’-এ বছর কচিকাঁচাদের প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাঁদের উদ্যোগে আজ, মঙ্গলবার থেকে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ওই শিবির শুরু হচ্ছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ‘হোপ’ থেকে ‘সিনিয়র’ বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ ছেলেমেয়ে যোগ দেবেন। উদ্যোক্তারা জানান, তার মধ্যে ২০০ জনই অনূর্ধ্ব ১০ তথা ‘নার্সারি’ বিভাগের। তার মধ্যে ৫/৬ বছরের ছেলেমেয়েরাও রয়েছে। তারা ‘হোপ’ বিভাগে খেলে। কচিকাঁচাদের থেকে প্রতিভা তুলে আনতেই হোপ এবং নার্সারি বিভাগের অনুশীলনের উপর জোর দেওয়া হচ্ছে। অন্তত ২০ জন কোচ ৭দিন ধরে তাদের অনুশীলন করাবেন। ম্যাচ থেকে ‘মাল্টিবল’ অনুশীলন সবই থাকছে এই শিবিরে।
নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা মান্তু ঘোষ বলেন, “বাচ্চারা যারা নতুন খেলা শুরু করছে তাদের মধ্য থেকে ভবিষ্যতের টেবল টেনিস খেলোয়াড় তুলে আনাটাই মূল লক্ষ্য। সে কারণে নার্সারি বিভাগের ছেলেমেয়েদের খেলার দিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। শিবির থেকে ৩০ জনকে বেছে নেওয়া হবে। পরবর্তীতে তাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির হবে।” সম্রাট চক্রবর্তী, সায়ন্তন বর্ধন, ঋষিতা নন্দীর মতো ৮/৯ বছরের টেবল টেনিস খেলোয়াড়রা এই শিবিরকে ঘিরে উৎসাহী। এমনকী ৫/৬ বছরের রৌনক তেওয়ারি, সৌমি ঘোষদের মতো জনা ২০ কচিকাঁচাও শিবিরে যোগ দিচ্ছে। শহরে বাসিন্দাদের অনেকেই ছেলেমেয়েদের টেবল টেনিস খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে উৎসাহী। সে ক্ষেত্রে ছেলেমেয়েদের টেবল টেনিস প্রশিক্ষণ দিতে তাঁদের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে মান্তু ঘোষের প্রশিক্ষণ শিবির। টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার অন্যতম কর্মকর্তা মান্তু বিভিন্ন সময় জাতীয় দলের কোচও ছিলেন। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে কেরিয়ার গড়ার সুযোগের জন্য কলকাতা থেকেও এই শহরে এসে বসবাস শুরু করেছেন কেউ কেউ।
নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের অধীনে থাকা বিভিন্ন ক্লাবগুলিতে তাদের অনুশীলনের জন্য ভর্তি করানো হচ্ছে। এই মূহূর্তে শিলিগুড়ি শহরের অন্তত ১৫ টি ক্লাবে টেবল টেনিসের অনুশীলন হচ্ছে। তার মধ্যে ১২টি নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের অধীনে। প্রশিক্ষণের জন্য অনেকে যাচ্ছেন শহরের বাসিন্দা অর্জুন শুভজিৎ সাহার কোচ অমিত দামের কাছেও। নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের অধীনে তার অ্যাকাডেমিতেও অনুশীলন হচ্ছে। মান্তু এবং তাঁর স্বামী সুব্রত ওয়াইএমএ এবং দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নে অনুশীলন করান। তা ছাড়া পুরসভা রিক্রিয়েশন ক্লাবেও টেবল টেনিসের অনুশীলন হয়। সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সদ্য চালু টেবল টেনিস অনুশীলন কেন্দ্রে প্রশিক্ষণের দায়িত্ব মান্তুর কোচ ভারতী ঘোষকে দেওয়া হয়েছে।
শহরের ওই সমস্ত ক্লাবগুলিতে নিয়মিত টেবল টেনিসের অনুশীলনের ব্যবস্থা রয়েছে। তা ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও টেবল টেনিস জনপ্রিয় করতে উদ্যোগী নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন। তাদের অধীনে জেলার উৎসাহী ক্লাবগুলিতেও টেবল টেনিস অনুশীলন চালু হয়েছে। সে সমস্ত ক্লাবের থেকে বাছাই করা ছেলেমেয়েদের নিয়ে প্রতি বছর সামার ক্যাম্প হয়। শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামেই গত কয়েক বছর ধরে শিবিরের আয়োজন করা হচ্ছে। শিবিরে হোপ বিভাগ থেকে অনূর্ধ্ব ১৮ বিভাগের ছেলেমেয়েরা অংশ নিতে পারবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.