ইন্দাসের ‘অপহৃত’ এক কিশোরীকে হরিয়ানা থেকে উদ্ধার করে আনল পুলিশ। তাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জিত ধাড়ার বাড়ি ইন্দাসের কুশমুড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ইন্দাস থানা এলাকার ওই কিশোরী। পরে ওই কিশোরীর পরিবারের তরফে সঞ্জিত ধাড়ার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। ফোনের সূত্র ধরে ইন্দাস থানার পুলিশ হরিয়ানার সাপলা থানা এলাকা থেকে গত শনিবার প্রথমে সঞ্জিতকে ধরে। পরে ওই কিশোরীকে উদ্ধার করে। পরের দিন রোহতক আদালতে তাদেরকে হাজির করিয়ে সেখান থেকে ট্রানজিট রিমান্ডে ইন্দাস নিয়ে আসা হয়। বাঁকুড়া জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে সঞ্জিত ধাড়া নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার কিশোরী এবং ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হবে।” যদিও ধৃতের বাবা অধীর ধাড়ার দাবি, “আমি ঘটনাটি প্রথমে জানতাম না। পরে শুনেছি, আমার ছেলের সঙ্গে ওই মেয়েটি স্বেচ্ছায় পালিয়ে গিয়েছে। অপহরণের অভিযোগ পুরোপুরি মিথ্যা।”
|
তৃণমূল, সিপিএম ও বিজেপি প্রার্থীর সঙ্গে বাঁকুড়া বিধানসভার উপনির্বাচনে লড়বেন আরও তিন নির্দল প্রার্থী। সোমবার একটি সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বাঁকুড়া সদর মহকুমাশাসক অরিন্দম রায়। তিনি বলেন, “তৃণমূল প্রার্থী মিনতি মিশ্র, সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত ও বিজেপি প্রার্থী মনীষা দে-সহ তিন নির্দল প্রার্থী— গৌরচন্দ্র হেমব্রম, চুনারাম কিস্কু ও রাজীব ধর এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
|
রবিবার থেকে বান্দোয়ান এলাকায় বিএসএনএলের ল্যান্ড ও মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে। বান্দোয়ানের ওসি দীপঙ্কর সরকার বলেন, “ল্যান্ডফোন অচল থাকায় ব্রডব্যান্ড পরিষেবা মিলছে না। ঝাড়খণ্ডের টাওয়ার ধরে মোবাইলের সংযোগ মাঝে মধ্যে মিললেও অনেক বেশি টাকা কেটে নিচ্ছে।” মানবাজারের জুনিয়ার টেলিকম অফিসার বিনোদ কুমার বলেন, “বান্দোয়ান-মানবাজার রাস্তায় পাইপ লাইন বসানোর জন্য রাস্তার পাশে মাটি কাটতে গিয়ে ফোনের তার কেটে গিয়েছে। মেরামতির কাজ চলছে।”
|
স্থগিত হয়ে গেল পুরুলিয়া মানভূম ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা। সংস্থা সূত্রে জানানো হয়েছে, গত শনিবার ও রবিবার পুরুলিয়া নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহে এই সভা হওয়ার কথা ছিল। কিন্তু নানা বাধায় তা করা যায়নি। আপাতত ওই সভা স্থগিত রাখা হয়েছে।
চোলাই বিক্রি, ধৃত। চোলাই বিক্রির অভিযোগে পুলিশ রবিবার সন্ধ্যায় এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম কিঙ্কর মুর্মু। বাড়ি পুঞ্চা থানার বনকাটি গ্রামে।
|
উচ্চ মাধ্যমিকে উন্নীত হল বান্দোয়ানের গঙ্গামান্না হাইস্কুল। সম্প্রতি এই উপলক্ষে স্কুলে এক অনুষ্ঠান হয়। ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেন, “ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের এলাকায় শিক্ষা বিস্তারে ভূমিকা রয়েছে।”
|
বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের মোলচাঁড়র হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ফের জয়ী হল তৃণমূল। রবিবার ওই স্কুলের অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনেই তারা জয়ী হয়। |