দুর্ঘটনায় মৃত্যু দেবী চক্রবর্তীর |
গত ২০ মে থেকে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার নেতাজি ক্লাবের মাঠে শুরু হয়েছে ‘মানিকপাড়া ফুটবল-লিগ’। উদ্যোক্তা, ‘মানিকপাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন’। ঠাকুরথান, কুসুমঘাটি, গোবিন্দপুর, আখড়াশোল, ডিহি-বাদিনা, আমডিহা, চিঙ্গুড়কষার মতো প্রত্যন্ত এলাকার ১৪টি দল খেলছে। কাল, বুধবার লিগ-পর্যায়ের খেলা শেষ হবে। জুন মাস জুড়ে চলবে সুপার-লিগের খেলা। ফাইনাল হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। মানিকপাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস মাহাতোর বক্তব্য, “গত তিন বছর অশান্তির জন্য গ্রামাঞ্চলে খেলাধুলো বন্ধ হতে বসেছিল। গ্রামীণ ক্রীড়া প্রতিভার উন্মেষের লক্ষ্যে এ বার প্রথম এই আয়োজন। এ ক্ষেত্রে সরকারি সাহায্যও চাই।”
|
কাঁথি ৩ ব্লকের কালীনগর বাজার উন্নয়নের দাবিতে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারীকে স্মারকলিপি দিল ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের অভিযোগ, গত তিন দশকে এই গুরুত্বপূর্ণ বাজারের কোনও উন্নয়ন হয়নি। রসুলপুর নদীর ধারে এই বাজারে চাতালের উপর শেড বানিয়ে ব্যবসায়ীরা কেনাবেচা করেন। কিন্তু জোয়ারের সময় নদীর জলে চাতাল ডুবে গেলে প্রভূত সমস্যা হয়। ব্যবসায়ীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে নদীবাঁধ ও কালভার্ট তৈরি, জেটিঘাটের সুব্যবস্থা, বাজারের রাস্তাঘাট ও নিকাশির উন্নয়ন ও কোল্ড স্টোর নির্মাণ। শিশিরবাবুর নির্দেশে জেলা পরিষদ ওই বাজারের সার্বিক উন্নয়ন করবে বলে সহ-সভাধিপতি মামুদ হোসেন জানিয়েছেন।
|
বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১১৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার কাঁথি উত্তাপ সাহিত্য পরিষদ আয়োজন করল আলোচনা, সঙ্গীত আর কবিতা পাঠের আসর। ‘প্রসঙ্গ নজরুল’ শীর্ষক আলোচনায় যোগ দেন অধ্যাপক সুব্রত রায়চৌধুরী ও সৌরভ দাস। নজরুলগীতি পরিবেশন করেন নটেন্দ্রনাথ দাস ও সুনীতা রায় প্রধান। কবিতা পাঠ করেন দীপক রক্ষিত, বেলা খাতুন, দেবাশিস মিশ্র, দীপক হোতা প্রমুখ। সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক সত্যরঞ্জন জানা। পরিচালনা করেন পত্রিকার সম্পাদক এস মহিউদ্দিন।
|
কাঁথি দেশপ্রাণ ব্লকের তেঠাইপাদা গ্রামের বধূ লক্ষ্মী ভুঁইয়াকে খুন ও খুনের প্রমাণ লোপের অভিযোগে শ্বশুর শশাঙ্ক শেখর ভুঁইয়াকে রবিবার গ্রেফতার করল পুলিশ। গত ৮ মে লক্ষ্মীকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলে ও মৃতদেহ পুড়িয়ে দেয় বলে অভিযোগ। লক্ষ্মীর স্বামী দীপক-সহ তিন জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এ বার অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করা হল। ধৃতের সংখ্যা বেড়ে হল ৪ জন। |