পুরভোটে নজরবন্দি পাঁশকুড়া |
ওয়ার্ড ১২ |
বাহারগ্রাম ও সুরানানকারের কিছু এলাকা নিয়ে ৯ নম্বর ওয়ার্ড। এ বার মোট
ভোটার সংখ্যা ১৭৬৩। বুথ ২টি। |
রাস্তা কেমন |
প্রতাপপুর ভীমতলা, পোদ্দারপাড়ায় ২টি পিচ রাস্তা। অধিকাংশ রাস্তা ঢালাই। কিছু মোরাম ও ইটের। |
জলের হাল |
৯টি সাব-মার্সিবল পাম্প থাকলেও জলের গতি কম। অধিকাংশ এলাকাতেই জল-সঙ্কট রয়েছে। |
পথবাতি |
প্রতাপপুরে পথবাতি রয়েছে। বাকি এলাকায় পর্যাপ্ত পথবাতির অভাব। |
নিকাশি |
এলাকার নিকাশি ব্যবস্থা দুর্বল। অধিকাংশ নিকাশি নালাই কাঁচা। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
পানীয় জল ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন। |
নাগরিকের চোখে |
পাঁচ বছরে কিছু কাজ হয়েছে। তবে কাজে স্বজনপোষণও হয়েছে।
হরিপদ বর, সংবাদপত্র বিক্রেতা। |
কাউন্সিলর বলেন |
রাস্তা, পানীয় জলের ব্যবস্থা-সহ প্রচুর উন্নয়নের কাজ হয়েছে।
মায়া দাস, তৃণমূল। |
বিরোধী মত |
উন্নয়নের কাজ কিছু হয়েছে। তবে কাউন্সিলর অস্বচ্ছ ভাবে কাজ করেছেন।
শঙ্কর পাহাড়ি, সিপিআই। |
|
ওয়ার্ড ১৩ |
রানিহাটি, মহিষডোল আংশিক, ইন্দুলিয়া এলাকার আংশিক নিয়ে এই ওয়ার্ড। ভোটার ১৬০৮। বুথ ২টি। মহিলা সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
অধিকাংশ রাস্তাই ঢালাইয়ের। তবে বেশ কিছু অংশ মোরাম ও ইটের। |
জলের হাল |
১১টি সাব-মার্সিবল পাম্প, পাইপলাইন-সহ ট্যাপকল থাকলেও পানীয় জলের সমস্যা আছে। |
পথবাতি |
ওয়ার্ডের কোনও কোথাও পথবাতি নেই। সন্ধে নামলেই রাস্তাঘাট অন্ধকারে ডোবে। |
নিকাশি |
বেহাল নিকাশি। ওয়ার্ড এলাকার প্রধান নিকাশি নালা সবই কাঁচা। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের ব্যবস্থা নেই। যত্রতত্র জঞ্জাল ফেলা হয়। |
বিশেষ চাহিদা |
নিকাশির হাল ফেরানোর পাশাপাশি পথবাতির ব্যবস্থা। |
নাগরিকের চোখে |
বাম বোর্ডের থেকে ৫ বছরে বেশি কাজ হয়েছে। কাউন্সিলর উদ্যোগী।
আশিস চন্দ, ব্যবসায়ী। |
কাউন্সিলর বলেন |
পাকা রাস্তা, জলের ব্যবস্থা হয়েছে। পথবাতি ও নিকাশির কাজ চলছে।
আব্দুল হাকিম খান, তৃণমূল। |
বিরোধী মত |
বস্তি উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থায় পক্ষপাতিত্ব হয়েছে। কাউন্সিলর জনবিচ্ছিন্ন।
টুম্পা মালাকার, সিপিএম। |
|