|
|
|
|
|
জলের দাবিতে পথ অবরোধ, ছুটলেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভোট বড় বালাই। ট্রান্সফর্মার বিকল হয়ে বিদ্যুৎ ও পানীয় জলহীন হয়ে পড়েছিল গোটা এলাকা। বাসিন্দারা প্রতিবাদে পথ অবরোধ করেন। ক্ষোভ সামলাতে সেখানে হাজির হলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তবে মন্ত্রীর আশ্বাসে নয়, তাঁর নির্দেশে জেনারেটর চালিয়ে জল সরবরাহ চালু হওয়ার পরই অবরোধে দাঁড়ি পড়ল। আগামী রবিবার পাঁশকুড়ায় পুরভোট। তার আগে এলাকার প্রতাপপুরে সোমবার সকালে এই ঘটনা ঘটে। বিদ্যুৎ না থাকায় পানীয় জল মিলছে না, এই অভিযোগে ১০ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর বাংলো মোড়ে এ দিন সকালে তমলুক-পাঁশকুড়া সড়ক অবরোধ করেন ৯, ১০, ১১ ও ১৬ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা। মন্ত্রী সৌমেনবাবুও ১০ নম্বর বাসিন্দা। খবর পেয়েই তিনি অবরোধস্থলে পৌঁছে যান। রাজনৈতিক মহলের মতে, পুরভোটের মুখে বাসিন্দাদের ক্ষোভ সামলাতেই তড়িঘড়ি যান সৌমেনবাবু। কারণ, আসন্ন পুরনির্বাচনে ১০ নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূলের প্রার্থী সৌমেনবাবুর স্ত্রী সুমনাদেবী। মন্ত্রী অবশ্য বলেন, “গরমে সবাই নাজেহাল। তার উপর জল না পেয়ে বাসিন্দারা চরম সঙ্কটে পড়েছিলেন। বিদ্যুৎ দফতর বিকল ট্রান্সফর্মার সারানোর জন্য ৬ ঘণ্টা সময় চায়। এ কথা জেনে বাসিন্দাদের স্বার্থে জেনারেটরের বন্দোবস্ত করি। তবে মন্ত্রী হিসেবে নয়, যা করার সাধারণ নাগরিক হিসেবেই করেছি।
|
সিপিএমের পতাকা পোড়ানোর নালিশ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পুরভোটের মুখে সিপিএমের পতাকা পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দুপুরে হলদিয়ার ৩ নম্বর ওয়ার্ডের ভাগ্যবন্তপুরে সিপিএমের শ’খানেক পতাকা ও ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিকেলে দুর্গাচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম। দলের লোকাল কমিটির সম্পাদক তথা প্রার্থী অভিমন্যু মণ্ডলের অভিযোগ, “আমার সমর্থনে লাগানো পতাকা ও ফেস্টুন পুড়িয়ে দিয়েছে তৃণমূল। শেখ রফিক নামে এক জনকে চিহ্নিত কররেছি। তৃণমূল প্রার্থী স্বপন নস্করের লোকেরাই এটা করছে।” স্বপনবাবু অবশ্য অভিযোগ মানেননি। |
|
|
|
|
|