নিখোঁজ ছাত্রীর সন্ধান, ধৃত যুবক |
চন্দ্রকোনা থানার ঝাঁকরার নবম শ্রেণির নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। দিন কয়েক আগেই ‘অপহরণে’ জড়িত সন্দেহে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে ওই ছাত্রীর সন্ধান পায় পুলিশ। চন্দ্রকোনার পলাশার যুবক জগন্নাথ শী ছাত্রীটিকে উত্তরপ্রদেশ নিয়ে গিয়েছিল। চন্দ্রকোনা থানার পুলিশের একটি দল উত্তরপ্রদেশে যায়। কিন্তু সেখানে না পেয়ে পুলিশের ওই দল যায় দিল্লিতে। সেখানেও সন্ধান মেলেনি। পুলিশের দাবি, তল্লাশির খবর পেয়ে জগন্নাথ ছাত্রীটিকে নিয়ে ট্রেনে ওঠে। রবিবার বিকেলে বিশেষ সূত্রে খবর পেয়ে মেদিনীপুর স্টেশন থেকে জগন্নাথ-কে গ্রেফতার করে পুলিশ, ছাত্রীটিকেও উদ্ধার করে। সোমবার ধৃতকে ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল-হেফাজতের নির্দেশ দেন। ছাত্রীটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ৯ মে টিউশনে গিয়ে নিখোঁজ হয়েছিল ওই ছাত্রী।
|
মেডিক্যাল পরীক্ষা হল সেই বালিকার |
রামজীবনপুর সংলগ্ন বনপুরে ধর্ষিত বালিকার মেডিক্যাল পরীক্ষা হল সোমবার। ঘাটাল হাসপাতালেই। রবিবারই তার মেডিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ফিরিয়ে দেন বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ ঘাটালের এসিজেএম হাসপাতাল কর্তৃপক্ষকে মঙ্গলবার জবাবদিহি করার নির্দেশ দেন। ২২ মে-র ওই ঘটনায় অভিযুক্ত যুবক ভোলানাথ ঘোষকে রবিবার ধরেছিল পুলিশ। সোমবার ঘাটালের এসিজেএম তাঁকে ১৪ দিন জেল-হেফাজতের নির্দেশ দেন। |