স্বামীর স্মরণসভায় এসে সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বর্ধমানে নিহত সিপিএম নেতা প্রদীপ তা-র স্ত্রী চিত্রলেখাদেবী। তাঁর মতে, “ওই দিনের ঘটনা সম্পর্কে মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে।” গত ২২ ফেব্রুয়ারি বর্ধমান শহরের কাছে দেওয়ানদিঘিতে পিটিয়ে মারা হয় সিপিএমের প্রাক্তন বিধায়ক প্রদীপবাবু এবং সত্তর্রোধ্ব নেতা কমল গায়েনকে। সিপিএম ২২ জন তৃণমূল নেতা-কর্মীর নামে অভিযোগ দায়ের করলেও চার্জশিটে তিন জনকে অব্যাহতি দিয়েছে সিআইডি। তাদের মতে, ওই দিন সিপিএমের মিছিলে এক সাইকেল আরোহী প্রৌঢ় ঢুকে পড়লে প্রদীপবাবু তাঁকে চড় মারেন। তিনি মাটিতে পড়ে যান। তাতেই খেপে উঠে তৃণমূলের লোকজন তাঁর উপরে চড়াও হন। চিত্রলেখাদেবীর দাবি, “এ রকম কোনও ঘটনাই ঘটেনি। পরিকল্পনা মাফিক আমার স্বামীকে খুন করা হয়েছে।” তবে এখনই সিআইডি-র প্রতি অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্ত দাবি করছেন না বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তাঁর কথায়, “দলের উপরে আমার ভরসা রয়েছে। যদি সিবিআই তদন্ত চেয়ে চিঠি লিখতে হয়, দলই তা ঠিক করে দেবে।”
|
ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের ঘটনায় তিন জনের নামে হুলিয়া জারি করল কাটোয়া আদালত। গত ২৫ ফেব্রুয়ারি বর্ধমানের কাটোয়া-আমোদপুর লাইনে এক মহিলাকে ধর্ষণের ঘটনায় প্রথমে চার জনকে ধরা হয়। পরে অভিযোগকারিণীর বর্ণনায় আঁকা ছবি দেখে মুর্শিদাবাদের বড়ঞার রেজাউল মির্জা, বীরভূমের নানুরের কালাম শেখকে চিহ্নিত করে পুলিশ। তাদের খোঁজে গিয়ে কেতুগ্রামের কায়েশ শেখের নাম উঠে আসে। সোমবার তাদের নামে হুলিয়া জারি হয়।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচি পরিবর্তিত হল। পরীক্ষা নিয়ামকের দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএ, বিএসসি পার্ট ১-এর দর্শন, রসায়ন ও সমাজতত্ত্ব প্রথম পত্রের পরীক্ষা ৩১ মে-র পরিবর্তে ৯ জুন হবে। এলএলবি (অনার্স) পার্ট ৪ ও পার্ট ২-এর যে সব পরীক্ষা ৩১ মে -র পরিবর্তে ৫ জুন ও ৯ জুন হবে। কম্পালসরি ইলেক্টিভের সব পরীক্ষা হবে ১৩ জুন।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসূচি পরিবর্তিত হল। পরীক্ষা নিয়ামকের দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএ, বিএসসি পার্ট ১-এর দর্শন, রসায়ন ও সমাজতত্ত্ব প্রথম পত্রের পরীক্ষা ৩১ মে-র পরিবর্তে ৯ জুন হবে। এলএলবি (অনার্স) পার্ট ৪ ও পার্ট ২-এর যে সব পরীক্ষা ৩১ মে ছিল, তা পিছিয়ে যথাক্রমে ৫ জুন ও ৯ জুন হবে বলে জানানো হয়েছে। বাঁকুড়ার বিধানসভা উপ-নির্বাচনের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএড পাঠ্যক্রমের ‘কমপালসারি ইলেকটিভ’-এর সব পরীক্ষা এক দিন পিছিয়ে ১৩ জুন করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ামক রামবিলাস মহাপাত্র। |