টুকরো খবর
এমএএমসি নিয়ে ফের আশ্বাস পার্থের
সিটিসেন্টারে প্রচারসভা। নিজস্ব চিত্র।
এমএএমসি খোলার ব্যাপারে আগের সরকার কাজের কাজ কিছুই করেনি। তাঁরা ক্ষমতায় এসে এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন। দুর্গাপুরে পুরভোটের প্রচারে এসে এমনই দাবি করলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার দুর্গাপুরে সিটিসেন্টারে পার্থবাবু বলেন, “এমএএমসি খোলার ব্যাপারে আগের সরকার কাজের কাজ কিছুই করতে পারেনি। আমরা তিন সংস্থার সঙ্গে আলোচনা করে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এ ব্যাপারে বেশ কয়েকটা বৈঠক হয়েছে।” তিনি আরও বলেন, “বিমাননগরী গড়ার ব্যবস্থা করে দিয়ে টাকা কামিয়েছেন সিপিএমের লোকজন। চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যেহেতু এর মধ্যে চাঙ্গি জড়িয়ে রয়েছে, তাই আমরা তাদের ডেকেছিলাম। বলেছি, রাম-শ্যাম-যদি-মধু কেউ করলে হবে না। তোমাদেরকেই কাজ করতে হবে। সেই কাজই চলছে।” রাজ্যে জিন্দলদের আনার কথা বামেরা বললেও ওই সংস্থার জন্যও জমির ব্যবস্থা তাঁরা করেছেন বলে দাবি করেন পার্থবাবু। সভায় উপস্থিত মানুষজনকে তিনি বলেন, “পুরসভাটা আমাদের দিন। যদি কাজ করতে না পারি, আপনারা না হয় আবার পরিবর্তন করে দেবেন।”

বোমা ছোড়ার নালিশ তৃণমূলের বিরুদ্ধে
পড়ে রয়েছে বোমার সুতো। নিজস্ব চিত্র।
এক সিপিএম সমর্থকের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় কেউ হতাহত হননি। সিপিএমের অভিযোগ, পুরভোটের আগে সন্ত্রাস তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেনাচিতির নতুনপল্লিতে সিপিএম কর্মী স্বপনকুমার চৌধুরীর বাড়ির উঠোনে একটি বোমা পড়ে। আওয়াজ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। স্বপনবাবু পুলিশে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। স্বপনবাবুর অভিযোগ, “এলাকায় আমাদের দলের লোকজনকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। এখন আমার বাড়িতে বোমা ছুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূলের দুষ্কৃতীরা।” অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা বিপ্লব বিশ্বাসের দাবি, “এই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়। নির্বাচনে হার নিশ্চিত জেনে পিঠ বাঁচাতে নিজেরাই নিজেদের বাড়িতে বোমা ছুড়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।”

বধূকে ‘ধর্ষণ’ জামুড়িয়ায়
এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার চিচুড়িয়া বালিগাদার কাছে। জামুড়িয়া কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগে ওই বধূ জানান, এ দিন সকাল ৮টা নাগাদ রবীন্দ্রনাথ কলোনিতে একটি বাড়িতে পরিচারিকার কাজ করতে যাচ্ছিলেন। বালিগাদার কাছে ওই গ্রামের বাউরিপাড়ার এক যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। আসানসোলের এসিপি (সেন্ট্রাল) সুনীল যাদব জানান, ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ওই মহিলাকে আসানসোল মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

জল নেই, ক্ষোভ
নিজস্ব চিত্র।
চার দিন ধরে বিকল ট্রান্সফর্মার। তার জেরে পরাশকোল (পশ্চিম) কোলিয়ারির মুন্ডাপাড়া, মাঝিপাড়া ও ওড়িয়াপাড়ার বিদ্যুৎ এবং জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। প্রতিকারের দাবিতে পরাশকোল (পশ্চিম) কোলিয়ারির ম্যানেজার, সুরক্ষা অধিকর্তা এবং ওই কোলিয়ারির পিট ওয়ানের ম্যানেজারকে ঘণ্টাখানেক খনির সামনে দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখালেন ওই এলাকার বাসিন্দা তথা খনিকর্মীরা। কোলিয়ারির ম্যানেজার সুদীপ্ত চট্টোপাধ্যায় জানান, দু’দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

লরি উদ্ধার
দুর্গাপুর থেকে ছিনতাই হয়ে যাওয়া লোহার আকরিক বোঝাই একটি লরি উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে কুলটির শীতলপুর এলাকা থেকে সেটি উদ্ধার হয়। তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতরের এসিপি চন্দ্রশেখর বর্ধন জানান, গত ২৫ মে লরিটি দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা থেকে ছিনতাই হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.