শিকাগো ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক সানা বেলগ্রেড |
• সোমবার শিকাগোয় নেটো-র শীর্ষ বৈঠকে আফগানিস্তানে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’-এ বিভিন্ন দেশের সহযোগিতাকে স্বীকৃতি জানালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সামনেই বসে, কিন্তু ওবামা তাঁর দেশের নামও উচ্চারণ করলেন না। গত নভেম্বরে পাকিস্তান সে দেশের মধ্য দিয়ে আফগানিস্তানে নেটো-র সেনা ও সরঞ্জাম পথ বন্ধ করে দিয়েছিল, ওবামার এই ‘নীরব তিরস্কার’ তারই পরিণাম। একই বৈঠকে নেটো-র কর্ণধার ‘আশা’ প্রকাশ করেছেন যে, পাকিস্তান এ বার পথ খুলে দেবে। প্রচ্ছন্ন হুমকি?
• আমেরিকায় পৌঁছোলেন চেন গুয়াংচেং। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়বেন তিনি। এ দিকে, শেনডং প্রদেশের গ্রাম থেকে পালালেন চেন-এর ভাই চেন গুয়াংজু-ও। তাঁর ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে সরকার। সেই মামলায় লড়ার জন্যই পলায়ন, জানিয়েছেন গুয়াংজু।
• ইয়েমেনের রাজধানী সানা-য় সোমবার জাতীয় দিবসের সামরিক কুচকাওয়াজে আত্মঘাতী হামলা চালাল এক জঙ্গি। মৃত শতাধিক সৈনিক। আল কায়দার সহযোগী গোষ্ঠী আনসার আল-শারিয়া হামলার দায় স্বীকার করেছে।
• সার্বিয়ায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট বরিস টাডিককে হারালেন জাতীয়তাবাদী নেতা টোমিস্লাভ নিকোলিক। তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতি কূটনৈতিক ঘনিষ্ঠতার রাস্তা থেকে সরবে না তাঁর সরকার।
|
• মার্ক জুকেরবার্গ-এর ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্টেটাস এখন ‘ম্যারেড’। বিয়ে করলেন দীর্ঘ দিনের বান্ধবী প্রিসিলা চান-কে। গত এক সপ্তাহ মারাত্মক ব্যস্ততায় কাটল তাঁর। ফেসবুক-এর শেয়ার বাজারে ছাড়া হল। প্রাথমিক ভাবে শেয়ারের যা স্থির করেছিলেন তিনি, তার চেয়ে কম দাম পাওয়া গেল। শেয়ার বিক্রির সময় তথ্য গোপন করার অভিযোগে মামলাও হল তাঁর বিরুদ্ধে।
|
|
পাঁচ হাজার বছরে প্রথম ভোট? বুধবার অনুষ্ঠিত মিশরের প্রেসিডেন্ট নির্বাচন এক অর্থে তা-ই। সে দেশের মানুষ এই প্রথম গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রনায়ককে বেছে নেওয়ার অধিকার পেয়েছেন। হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার সওয়া এক বছর পরে এই ভোট হল। দেশের নতুন সংবিধান এখনও অ-প্রস্তুত। কিন্তু আপাতত ভোটদাতারা প্রবল উৎসাহে ভোট দিয়েছেন। ইসলামপন্থী এবং ধর্মনিরপেক্ষ, সামরিক এবং অসামরিক সব শিবিরের প্রতিনিধিরাই ভোটে দাঁড়িয়েছেন। চার প্রধান প্রার্থীর কেউই মোট ভোটের অর্ধেকের বেশি পেলেন না। এগিয়ে আছেন মুসলিম ব্রাদারহুড-এর প্রার্থী মহম্মদ মুর্সি ও প্রাক্তন প্রধানমন্ত্রী আহমেদ শাফিক। এই দু’জনের মধ্যে ফের ভোটের লড়াই জুন মাসের ১৬-১৭ তারিখে।
|
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান ক্রিশ্চিন লাগার্ড বলেই ফেললেন, গ্রিসের মানুষকে আরও অনেক কষ্ট করতে হবে। অর্থাৎ, ইউরোপীয় ইউনিয়নে থাকতে হলে গ্রিসকে কঠোর আর্থিক নীতিই মেনে চলতে হবে। ঘোর বিপদে দেশের রাজনীতিকরা। এই মাসের ভোটে তাঁরা বুঝেছেন, কঠোর নীতির কথা বললে জুনের ১৭ তারিখ ফের যে ভোট হবে, তাতে জেতার আশা নেই। এ দিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলে রেখেছেন, কঠোর নীতি না মানলে গ্রিসকে ইউরো অঞ্চল ছাড়তে হবে। একমাত্র ভরসা, গ্রিস ইউরোপীয় ইউনিয়ন ছাড়লে বাকি দেশগুলোর ওপর তার প্রবল অভিঘাত হবে। সেই ধাক্কা থেকে বাঁচতে অন্য দেশগুলোই গ্রিসের পাশে দাঁড়াতে পারে।
|
কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা |
মার্কিন মহাকাশ গবেষণাসংস্থা নাসা-র ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযাত্রা করল ড্রাগন নামে একটি মহাকাশযান। যানটি তৈরি করেছে স্পেস-এক্স নামে এক বেসরকারি সংস্থা। এই প্রথম কোনও বেসরকারি সংস্থার মহাকাশযান উৎক্ষিপ্ত হল। ঐতিহাসিক মুহূর্ত, বলছেন নাসার অধিকর্তা চার্লস বোল্ডেন। যানটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছে। তাতে ৫০০ কিলোগ্রাম খাবার, জল এবং যন্ত্রপাতি ছিল। স্পেস স্টেশনের ১০ মিটারের মধ্যে পৌঁছল ড্রাগন, আর স্পেস স্টেশনের মহাকাশযাত্রীরা রোবটিক হাত দিয়ে খাবারদাবার বের করে নিলেন।
|
মাইনে বাড়াতে হবে এই দাবিতে বৃহস্পতিবার ধর্মঘট পালন করলেন নরওয়ের সরকারি কর্মীরা। তো? তো এই যে, সে দেশে শেষ বার এমন ধর্মঘট হয়েছিল ১৯৮৪ সালে। পেট্রোলিয়ম-সমৃদ্ধ নরওয়ে ইউরোপের ভয়াবহ আর্থিক সঙ্কটে আক্রান্ত নয়। ধর্মঘটী কর্মীদের অভিযোগ, বেসরকারি উদ্যোগের তুলনায় তাঁদের বেতনবৃদ্ধির হার অনেক কম। তাঁরা সমতা চান। দুঃখ কীসে হয়, কীসেই বা যায়?
|
খেলে ৬ পাউন্ড, ফেললে ২০। ব্রিটেনের এক চিনা রেস্তোরাঁয় সস্তায় বুফে খানা দেওয়া হচ্ছে, কিন্তু প্লেটে একটুও খাবার নষ্ট করলে চড়া জরিমানা। খরিদ্দার-লক্ষ্মীরা অনেকেই রেগে আগুন, কিন্তু রেস্তোরাঁ-কর্তাদের সাফ কথা এটাই তাঁদের নীতি। এ নীতিতে কেবল খাদ্যের অপচয় কমে না, ব্যবসার খরচও কমে। আর ফেলে ছড়িয়ে খাওয়ার ‘মার্কিন স্বভাব’-এর একটা সমুচিত জবাবও দেওয়া গেল। তবে হ্যাঁ, পাতায় পাতায় চলা লোকও আছে। এক খরিদ্দার নিজের প্লেটের বাড়তি খাবার সন্তর্পণে ন্যাপকিনে মুড়ে টুক করে হাতব্যাগে চালান করে মুখ মুছতে মুছতে বেরিয়ে পড়েছেন। নজরদার ছিল না? ছিল, কিন্তু সে তো ডালে ডালে ঘুরছিল! |