গরমের অস্বস্তি সূচক সহ্যসীমার বহু ঊধের্ব। সূচকটি তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার মিলমিশে তৈরি হইলেও, ওই দুইটি পরিমাপ যাহা প্রকাশ করিতে পারে না, অস্বস্তি সূচক তাহা বুঝাইয়া দেয়। অর্থাৎ, এই সূচকটির মধ্যে একটি জরুরি অতিক্রিয়া রহিয়াছে। আবহাওয়ার অস্বস্তি সূচককে সামাজিক স্তরে নামাইয়া আনা গেলে একটি বিপ্লব সম্ভব। রাগ, বিরক্তি, অপছন্দ এবং নানাবিধ অনুভূতির মিশেলে এই সূচক নির্মিত হইতে পারে। প্রতি দুই জন ব্যক্তির মধ্যে অস্বস্তির সূচক নির্ধারিত হইবে, এবং উভয় অভিমুখেই হইবে। পরিস্থিতিবিশেষে ক এবং খ-এর মধ্যের অস্বস্তি সূচক বদলাইবে বইকি। যেমন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকিলে বামপন্থী ও মানবাধিকার কর্মীদের মধ্যে অস্বস্তি সূচক যত, বামপন্থীরা ক্ষমতায় থাকিলে স্বভাবতই তাহার বহু গুণ হইবে। পেট্রোলের দাম বাড়িলে তৃণমূল কংগ্রেসের প্রতি বামপন্থীদের অস্বস্তি সূচক বৃদ্ধি পাইবে, কারণ প্রথম দলটি দ্বিতীয় পক্ষের রাজনৈতিক অস্ত্রটি সম্পূর্ণ ছিনতাই করিয়া লইবে। প্রেমিকযুগলের মধ্যে অস্বস্তি সূচক যত, বিবাহোত্তর জীবনে তাহার অপেক্ষা অনেক বেশি। একই কথা নির্বাচনের পূর্বে ও পরে জোটশরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে, কিছু কিছু অস্বস্তির কখনও পরিবর্তন হয় না। আলিমুদ্দিনের প্রতি কালীঘাটের অস্বস্তি সূচক যেমন। |