কংগ্রেস কর্মী বাপি ঘোষ খুনে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে আসলাম শেখ নামে আরও এক জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বহরমপুরের সিজেএম আদালতে তোলা হলে বিচারক অলি বিশ্বাস তাকে দু’দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত সোমবার রাতে নিখোঁজ হন বাপি ঘোষ। বুধবার সকালে রেজিনগরের তারানগরে ভাগীরথী থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ওই দিনই পুলিশ দু’জনকে গ্রেফতার করে। বহরমপুর থানার আইসি মেহায়মেনুল হক বলেন, “ওই খুনের ঘটনায় ৬ জন জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান। তার মধ্যে তিন জন গ্রেফতার হয়েছে। বাকি তিন জন পলাতক। তল্লাশি চলছে।”
|
বন্ধুর গুলিতে জখম হয়েছেন সরিফ শেখ নামে এক যুবক। বৃহস্পতিবার রাতে বড়ঞার ভবানীনগরে ঘটনাটি ঘটে। পুলিশ একটি পাইপগান-সহ অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আবদুল রব নামে এক যুবককে গ্রেফতার করেছে। সরিফ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতে আবদুলের বাড়িতে ঢিল ছুড়েছিলেন সরিফ। আবদুল তাকে গুলি করেন। পুলিশ জানায়, সে জেরায় অপরাধ স্বীকার করেছেন। তিনি বলেন, “ও আমি ভয় দেখাতে গিয়েছিলাম। আচমকা গুলি বেরিয়ে যায়।”
|
কুপিয়ে খুনে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ অঞ্জলি সিংহ। চাপড়ার হৃদয়পুর ও ব্রক্ষ্মনগরের বাসিন্দা জুব্বার শেখ, দলিল শেখ, তোফারজেল শেখ, সুরাব শেখ, কুদু শেখ, আনারুল শেখ, শম্ভু দাস ও সনাতন দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।
|
ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে নবকুমার হালদার (৩৬) নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের দেউলি কলোনিতে। পুলিশ জানায়, দিল্লির বাসিন্দা নবকুমারবাবু এক আত্মীয়ের বিয়েতে এসেছিলেন। রাতে ছাদে ঘুমিয়েছিলেন। অন্ধকারে উঠতে গিয়ে তিনি ছাদ থেকে পড়ে যান। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। |