নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের ভালুকা পঞ্চায়েতের সিজাইপুর গ্রামের পাগলার বাঁধ ২০০২ সালের বন্যায় ভেঙে যায়। এর পরে সিপিএমের দখলে থাকা তৎকালীন পঞ্চায়েতের তরফে ২০০৩ সালে ২৩টি হিউম পাইপ কেনা হয় ওই বাঁধ সংস্কারের জন্য। পরে তৃণমূল ওই পঞ্চায়েত দখল করে। এর পরে পঞ্চায়েতের পক্ষ থেকে মাটি ফেলে বাঁধ সংস্কার করা হয়। এর ফলে বাঁধ সংস্কারের জন্য লক্ষাধিক টাকার ওই পাইপ খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে নষ্ট হচ্ছে। এই অবস্থায় অবিলম্বে ওই পাইপগুলি উদ্ধার করে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা, নয়তো বাঁধ সংস্কারে তা কাজে লাগোনা উচিত। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রাজকুমার ব্যাধ, ভালুকা
|
কান্দিতে প্রতি দিন কয়েক হাজার মোটরবাইক দাপিয়ে বেড়াচ্ছে। অধিকাংশই নিয়মের তোয়াক্কা করে না। প্রয়োজনীয় কাগজপত্র তো দূরের কথা, মাথায় হেলমেট পর্যন্ত থাকে না। বিশেষ করে মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি। অন্য দিকে বেপরোয়া ভাবে মোটরবাইক চালানোর ফলে রোজ কান্দি পুর-এলাকায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। আহত হচ্ছেন পথচলতি মানুষ। বেআইনি ভাবে মোটরবাইক চালানোর দায়ে কান্দি থানার পুলিশ যদি ধরপাকড় শুরু করে তাহলে এদের দাপট কিছুটা কমবে। কিন্তু অজ্ঞাত কারণে মোটরবাইক ‘চেকিং’-এ রাস্তায় কোনও পুলিশ কর্মীর দেখা মেলে না। তাই বেপরোয়া মোটরবাইক চালকের সংখ্যাও প্রতি দিন বেড়েই চলেছে। এদের হাত থেকে মুক্তির কি কোনও উপায় নেই?
অময় চক্রবর্তী, কান্দি |