সুপার স্পেশালিটি হাসপাতাল |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে ‘সুপার স্পেশালিটি’ হাসপাতাল তৈরির কাজে গতি আনতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি উদ্যোগী হলেন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যও। শিলিগুড়ির বিধায়ক তথা এসজেডিএ-র চেয়ারম্যানের উদ্যোগে ওই হাসপাতাল তৈরির বাধা দূর হতে চলেছে। এতদিন হাসপাতাল তৈরির কাজে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল শিলিগুড়ির এক ব্যবসায়ী অজিত অগ্রবালের হাইকোর্টে দায়ের করা একটি মামলা। এসজেডিএ চেয়ারম্যানের হস্তক্ষেপে ওই ব্যবসায়ী হাইকোর্টে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার ওই ব্যবসায়ী নিজেই শিলিগুড়ির তৃণমূল বিধায়ক তথা এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যকে জানিয়েছেন। এসজেডিএ-র চেয়ারম্যান বলেন, “মামলা হওয়ায় বেসরকারি সংস্থার সঙ্গে হাসপাতাল তৈরির কাজ আটকে গিয়েছিল। আজ অজিতবাবু নিজেই ফোন করে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। শুক্রবারই তিনি হাইকোর্টে আবেদন পেশ করবেন বলে জানিয়েছেন। এ বার কাজ দ্রুত এগোবে বলে আশা করছি।” সম্প্রতি কংগ্রেস-তৃণমূল জোট পুরবোর্ড সেবক রোডের নিজস্ব জমিতে হাসপাতাল তৈরির কাজে উদ্যোগী হন। দরপত্র ডাকা হয়। এই ব্যাপারে অজিতবাবুর সংস্থা-সহ একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ আগ্রহ প্রকাশ করে পুরসভায় প্রস্তাব জমা দেয়। পুর কর্তৃপক্ষ বিভিন্ন শর্ত যাচাইয়ের পরে দুর্গাপুরের মিশন হাসপাতালের সঙ্গে সমঝোতা পত্রে সই করেন। এর পরেই অজিতবাবু মামলা দায়ের করলে কাজ থমকে যায়। সম্প্রতি অজিতবাবুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, এসজেডিএ চেয়ারম্যান, শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত শিলিগুড়ির উন্নয়নে ওই ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানান। এমনকী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অনুষ্ঠান মঞ্চেই বলেছেন, “আমি হাত জোড় করে অজিতবাবুকে মামলা প্রত্যাহারের জন্য অনুরোধ করছি।” এর পরেই ওই ব্যবসায়ী এসজেডিএ চেয়ারম্যানকে ফোন করেন। রুদ্রনাথবাবু জানান, হাসপাতাল তৈরি হলে শহরের বাসিন্দারা সস্তায় অস্ত্রোপচার, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুবিধে পাবেন। |