গুরুতর পেটের রোগে আক্রান্ত হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে রোজিনা খাতুন নামে বিশ্ববিদ্যালয়ের গার্গী হস্টেলের এক ছাত্রীকে। অসুস্থ আরও অন্তত ১৫ জন। বাকিদের হস্টেলেই চিকিৎসা চলছে। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের উৎস পরিষ্কার না হওয়াতেই এই সংক্রমণ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায়ের বক্তব্য, “প্রচণ্ড গরমের কারণেই পেটের রোগ ছড়িয়েছে। তবে পানীয় জলের মান পরীক্ষা করে দেখা হবে।”
|
নার্সিং ট্রেনিং স্কুল চালু কল্যাণীতে |
কেন্দ্রের টাকায় কল্যাণীতে চালু হল এএনএম (অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ) কোর্সের নার্সিং ট্রেনিং স্কুল। বৃহস্পতিবার কল্যাণীর গাঁধী মেমোরিয়াল হাসপাতাল চত্বরে ওই স্কুলের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এমন স্কুল রাজ্যে প্রথম বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, “প্রতিকূলতা থাকলেও নার্সদের ভাল ব্যবহার করতে হবে। চিকিৎসক, নার্সদের ব্যবহারেই হাসপাতালের পরিষেবার মান নির্ভর করে অনেকটা। চিকিৎসা-কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে।’’
|
শিশুমৃত্যু বেড়ে চলায় বিক্ষোভ সামাল দিতে আজ সরানো হল শ্রীনগরের জি বি পন্থ হাসপাতালের সুপার জাভেদ চৌধুরীকে। সরকারি সূত্রের মতে, গত দু’সপ্তাহে প্রায় ৪৪টি সদ্যোজাতের মৃত্যু হয়েছে ওই হাসপাতালে। |