মুখে কালো কাপড় বেঁধে পুরুলিয়া শহরে বৃহস্পতিবার মৌনী মিছিল করলেন আইনজীবীরা। জেলা বিচারকের বিরুদ্ধে অসম্মান মূলক মন্তব্য করার অভিযোগ তুলে তাঁর এজলাস পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন ‘বয়কট’ করেছেন ১৩ দিন। মঙ্গলবার থেকে জেলা আদালতের বাকি ১৪টি এজলাসও আইনজীবীরা বয়কট শুরু করেছেন। পুরুলিয়া বার অ্যাসোসিয়েসনের সম্পাদক তাপস মাহাতো বলেন, মাননীয় জেলা বিচারক আমাদের সদস্যদের প্রতি যে অসম্মানজনক মন্তব্য করেছেন মিছিল করে তার প্রতিবাদ জানিয়েছি।” তিনি জানান, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরেও আনা হবে।
|
পড়শিকে খুন করায় ও পিস্তল রাখার অপরাধে যাবজ্জীবন হল এক ব্যক্তির। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (২য়) শুভেন্দু ভট্টাচার্য বড়জোড়ার মনোজ বলকে এই সাজা দেন। সরকার পক্ষের আইনজীবী লক্ষ্মীনারায়ণ গোস্বামী জানান, ২০০২ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় বড়জোড়ার পল্লিশ্রী কলোনির একটি মন্দিরে বীরেন রায় নামের এক ব্যক্তিকে মনোজ ও তাঁর গুণ্ডাবাহিনী গুলি করে খুন করে। বাসিন্দারা তাকে আটকে পুলিশের হাতে তুলে দেন। সাক্ষ্য প্রমাণের অভাবে বাকি ১২ জন অভিযুক্ত ছাড়া পেয়ে যান।
|
মাস্টাররোল নিয়ে গোলমালের জেরে পুকুর সংস্কারের কাজ বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার বাঁকুড়ার জয়পুরের শ্যামনগরের ঘটনা। ওই কাজ বন্ধ করার জন্য তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক রবিউল মিদ্যার লোকেদের বিরুদ্ধে বিডিও-র কাছে অভিযোগ করলেন তৃণমূলেরই ব্লক কার্যকরী সভাপতি দিলীপ খা। তাঁর অভিযোগ, “মাস্টাররোল তৈরি করা নিয়ে গণ্ডগোল পাকিয়ে রবিউলের লোকেরা কাজ বন্ধ করে দিয়েছে।” রবিউলের পাল্টা দাবি, “আমার নাম জড়িয়ে মিথ্যা অভিযোগ করা হয়েছে।” বিডিও চিত্রদীপ সেন বলেন, “অভিযোগ পেয়েই তদন্তে এক অফিসারকে পাঠিয়েছি।”
|
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় জখম হলেন প্রায় ৪৫ জন। বুধবার পুঞ্চার দেলাং গ্রামের কাছে কনেযাত্রী বোঝাই একটি লরি উল্টে জখম হন ৪০ জন। তাঁদের পুঞ্চা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। ৫ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে কাশীপুর থানার সিদপুরের কাছে একটি গাড়ি উল্টে জখম হন ৫ জন। কাশীপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা করানো হয়। অভিযোগ, বেশি যাত্রী তোলায় এই বিপত্তি। পুরুলিয়ার আঞ্চলিক পরিবহণ আধিকারিক আশিসকুমার সাহা বলেন “কিছু অভিযোগ পেয়েছি। অভিযান চালান হবে।”
|
মাওবাদী হামলায় ঝালদা ও বাঘমুণ্ডি থানা এলাকার ছয় নিহতের পরিবারকে বুধবার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হল। কেন্দ্রীয় সরকারের তিন লক্ষ টাকার ক্ষতিপূরণের ‘চেক’ তুলে দেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ।
|
দুর্গাপুরের মহিস্কাপুর রোডের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার শান্তনু কোনার (২৪) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। |