টুকরো খবর
জয়েন্টে অষ্টম বসিরহাট হাইস্কুলের অর্ণব
বাড়ির বাইরে খুব একটা বের হত না লাজুক ছেলেটা। বাড়িতেই সব। ঘড়ি দেখে নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা। আর ফাঁক পেলে টিভিতে কার্টুন দেখা নয় গল্পের বই। জয়েন্টে অষ্টম স্থান পাওয়া উত্তর ২৪ পরগনার বসিরহাটের দীননাথ দে লেনের অর্ণব দত্ত’র দিনলিপি এটাই। মা মানবী দত্তর কথায়, “সব মিলিয়ে দিনে ৯-১০ ঘণ্টা পড়ত। কিন্তু রাত জেগে পড়াশোনা করত না। এত ভাল ফল করবে ভাবতে পারিনি।” ছোটবেলা থেকেই অর্ণব পড়াশোনায় ভাল। অর্ণব অবশ্য ভাল ফলের ব্যাপারে আশাবাদী ছিল। শুক্রবার দুপুরে মেধা তালিকা প্রকাশের পর খবরের চ্যানেল দেখে জানতে পারে সে জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে রাজ্যে অষ্টম স্থান পেয়েছে। মেডিক্যালে পেয়েছে ৪৩৫তম স্থান। মুখচোরা অর্ণবের প্রিয় লেখক শিবরাম চক্রবর্তী। বসিরহাট হাইস্কুলের ছাত্র অর্ণব মাধ্যমিকে ৮টি বিষয়ে লেটার নিয়ে ৭১৬ নম্বর পেয়েছিল। ওই স্কুল থেকেই এ বার উচ্চমাধ্যমিক দিয়েছে। প্রিয় বিষয় অঙ্ক। অর্ণবের ইচ্ছা যাদবপুরে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্স নিয়ে পড়ার। ছেলের ভাল ফলে গর্বিত বাবা দীপকবাবু বলেন, “ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ সায়েন্সে পড়তে যাওয়ার চিঠি পেয়েছে ও! আমরা খুব খুশি” ছাত্রের সাফল্যে খুশি বসিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন রায়ও। বললেন, “বরাবর পড়াশোনায় ভাল। ওর সাফল্যে আমরা গর্বিত।”

ভাইকে খুনে অভিযুক্ত দাদা
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বকচরা এলাকায়। পুলিশ জানায় নিহতের নাম দেবু ঘোষ (৪৫)। অভিযোগের ভিত্তিতে পুলিশ দাদা হরিনারায়ণকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঠের থিল উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাটানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তির অংশ দেবুবাবু বেশি পাওয়ায় ক্ষোভ ছিল হরিনারায়ণবাবুর। এ নিয়ে তাঁদের মধ্যে বিবাদ ছিল। এ দিন দুপুর বাড়িতে খেতে বসেছিলেন পেশায় চাষি দেবুবাবু। ওই সময় হরিনারায়ণবাবু একটি খিল নিয়ে এসে সজোরে তাঁর মাথায়-মুখে আঘাত করেন। আঘাতের চোটে দেবুবাবু মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর কয়েকটি দাঁত ভেঙে যায়। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ভয়ে হরিনারায়ণবাবু পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা ও পুলিশ তাঁকে ধরে ফেলে।

ডায়মন্ড হারবার আদালতে কর্মবিরতি
জমি সংক্রান্ত একটি মামলার শুনানির সময় মহকুমাশাসকের সঙ্গে এক আইনজীবীর বিবাদকে কেন্দ্র করে গত ১৫ মে থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের আইনজীবীরা। অভিযোগ, ওই দিন শুনানি চলাকালীন মহকুমাশাসক আদালত থেকে বেরিয়ে গিয়ে সমস্ত নথিপত্র ছিঁড়ে ফেলে দেন। এমনকী আগামী ১৬ মে পর্যন্ত আদালতের কাজকর্ম বনন্ধ রাখার জন্য নোটিস দেন। এর প্রতিবাদে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতি পালনের ডাক দেয় বার অ্যাসোসিয়েশন। এর ফলে বন্ধ হয়ে গিয়েছে আদালতের কাজকর্ম। সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন, “মহকুমাশাসক যে ধরনের আচরণ করেছেন তা মেনে নেওয়া যায় না। বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।” এ দিকে যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই মহকুমাশাসক কৌশিক ভট্টচার্য বলেন, “বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে।”

৩৭টি গরু উদ্ধার
বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৩৭টি গরু উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে বনগাঁর সুভাষপল্লি থেকে গরুগুলি উদ্ধার করা হয়। তবে পাচারকারীদের ধরা যায়নি। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বৃদ্ধার অপমৃত্যু
আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ফলতার বুদা গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম মেনকা মণ্ডল (৬০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে ওই বৃদ্ধা মানসিক অবসাদে ভুগছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.