টুকরো খবর
অর্থ ফেরত দিল দীপকের সংস্থা
সময়ে লোধা-শিশু রক্ষণাগার তৈরি করতে না-পারায় সরকারি নির্দেশ মেনে বরাদ্দ অর্থ ফেরত দিল সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের নিয়ন্ত্রণাধীন স্বেচ্ছাসেবী সংস্থা। তবে সুদ-সহ অর্থ ফেরত দেওয়া হয়নি। বছর খানেক আগে সংস্থা যে অর্থ পেয়েছিল, সেই পরিমাণই ফিরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার অন্যতম সদস নন্দদুলাল ভট্টাচার্য বলেন, “কাজ এগোতে কিছু সমস্যা হচ্ছিল। তাই অর্থ ফেরত দেওয়া হয়েছে।” অর্থ ফেরত এসেছে জানিয়ে অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের জেলা আধিকারিক শান্তনু দাস বলেন, “ওই সংস্থার কাছ থেকে অর্থ ফেরত পেয়েছি। এ বার সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শুরু হবে। অন্য সংস্থাকে দিয়ে কাজ করানো হবে।” লোধা-শিশুদের থাকার জন্য পশ্চিম মেদিনীপুরে এক সময়ে ৭৮টি শিশু-রক্ষণাগার তৈরির সিদ্ধান্ত হয়েছিল। ৬টি সংস্থাকে এই রক্ষণাগার তৈরির বরাত দেওয়া হয়েছিল। এক-একটি কেন্দ্র তৈরির জন্য বরাদ্দ হয় ১ লক্ষ টাকা। মেদিনীপুরের ‘সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অব হায়ার এডুকেশন’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ১১টি রক্ষণাগার তৈরির বরাত পায়। ওই সংস্থার চেয়ারম্যান সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। সংস্থাটি মেদিনীপুর শহর লাগোয়া রাঙামাটিতে বেসরকারি হাসপাতাল ও প্যারামেডিক্যাল কলেজও পরিচালনা করে। সম্প্রতি পরিকাঠামোগত প্রশ্নে স্বাস্থ্য দফতরের এক নির্দেশে ওই বেসরকারি হাসপাতালের আইসিইউ ও ডায়ালিসিস ইউনিটও বন্ধ হয়েছে। দীপকবাবুর সংস্থা যে ১১টি শিশু-রক্ষণাগার তৈরির বরাত পেয়েছিল, তার মধ্যে মাত্র একটি তৈরি হয়েছে। বাকি ১০টির কাজ শুরুই হয়নি। অথচ গত বছর জুলাই মাসেই ওই সংস্থাকে অগ্রিম হিসেবে ৩ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। সেই অর্থ এত দিন পড়েই ছিল। যদিও অর্থ-বরাদ্দের ৯০ দিনের মধ্যেই কাজ শেষ করার কথা। এ ক্ষেত্রে তা হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখে সংস্থার কাছ থেকে অর্থ ফেরত চায় অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর। ফেরতের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে সুদ-সহ অর্থ ফেরৎ দিতে হবে। প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। তবে নির্দেশ অমান্য করেনি সংস্থা। নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্থ ফেরত দেওয়া হয়েছে।

ডিজির নির্দেশে তোলা হয় তেখালির ফাঁড়ি
রাজ্য পুলিশের তৎকালীন ডিজি এবং ডিআইজি-র নির্দেশেই ২০০৭ সালের ৬ নভেম্বর পূর্ব মেদিনীপুরের তেখালির মোড় থেকে পুলিশ ফাঁড়ি তুলে নেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টে সিআইডি-র পেশ করা নথিপত্রেই এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রাম পুনর্দখল তদন্তের কেস ডায়েরি জমা দেয়। তারা জানায়, ডিজি এবং ডিআইজি ফাঁড়ি তোলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন পুলিশ সুপার এস এস পণ্ডাকে। এসপি সেই নির্দেশ রূপায়ণ করতে বলেন। সেই সময় ওই জেলায় কর্মরত ছিলেন, এমন কিছু পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সেই সব অফিসার জিজ্ঞাসাবাদের জবাবে কী বলেছিলেন, তা জানতে চেয়েছিলেন বিচারপতি অসীম রায়। তাঁর ডিভিশন বেঞ্চে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের আগাম জামিনের আবেদনের শুনানি চলছে। লক্ষ্মণবাবুর বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালের ৪ নভেম্বর নন্দীগ্রাম পুনর্দখলের ছক কষা হয় কলাগাছিয়া সিপিএম পার্টি অফিসে এবং সেই ছক কষেন তিনিই। পরিকল্পনা করেই ৬ নভেম্বর তেখালির মোড় থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়া হয়। সরকার পক্ষও এই মর্মে অভিযোগ জানিয়েছিল। ডিভিশন বেঞ্চ তার পরেই এই ব্যাপারে বিভিন্ন পুলিশ অফিসারের বক্তব্য জানতে চান সিআইডি-র কাছে। এ দিন সিআইডি-র জমা দেওয়া তথা পরীক্ষা করেন বিচারপতি রায়। আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আগেই বলেছেন, লক্ষ্মণবাবুুর বিরুদ্ধে সবই সাজানো হয়েছে। তিনি ৪ নভেম্বর কলাগাছিয়ায় যাননি। সরকার বদলের পরে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ-সব করা হচ্ছে। রাজ্য সরকারের পিপি দেবাশিস রায়ের বক্তব্য, নন্দীগ্রাম পুনর্দখলের মূল হোতা লক্ষ্মণবাবুই। তিনি এই ষড়যন্ত্রের খলনায়ক। ডিভিশন বেঞ্চ এ দিনই লক্ষ্মণবাবুর জামিনের আবেদনের শুনানি শেষ করে দেয়। রায় স্থগিত রাখা হয়েছে।

স্কুলে ছুটির নির্দেশ নিয়ে বিভ্রান্তি
প্রচণ্ড গরম থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে স্কুলগুলিকে গত মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি ঘোষণা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু স্কুল খোলা থাকায় বিতর্ক তৈরি হয়েছে। ইউনিট টেস্ট-সহ বিভিন্ন কারণ দেখিয়ে খোলা রয়েছে কোলাঘাটের ভোগপুর কেনারাম হাইস্কুল, এগরার পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুল। আবার সরকারি নির্দেশিকা দেরিতে পৌঁছনোয় জেলার অধিকাংশ প্রাথমিক স্কুলেই ছুটি ঘোষণা হয়েছে বৃহস্পতিবার থেকে। জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর রায় বলেন, “পরীক্ষার জন্য বা অন্য কোনও কারণে এই ছুটি না নিলে অসুবিধা নেই। তবে, যে সব স্কুল ছুটি নেয়নি, তাদের ক্ষেত্রেও এই পাঁচ দিন ছুটি হিসাবে গণ্য করা হবে।” এ দিকে, স্কুলের জন্য নিদিষ্ট মোট ছুটির দিনের মধ্যেই এই ছুটি ধরা হবে কি না তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বিভ্রান্তি কাটিয়ে দীপঙ্করবাবু জানান, অতিরিক্ত নয়, মোট ছুটির মধ্যেই অগ্রিম হিসাবে এই পাঁচ দিন ধরা হবে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি গোপাল সাহু বলেন, “সরকারি নির্দেশিকা মেনেই জেলার অধিকাংশ স্কুল ছুটি দিয়েছে। তবে, নির্দেশিকা পৌঁছতে দেরি হওয়ায় কোথাও বুধবার বা বৃহস্পতিবার থেকে ছুটি পড়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হল মোটর সাইকেল আরোহী এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে মারিশদা থানা খড়িপকুরিয়াতে কাঁথিগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে ওই মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মারা যান মোটর সাইকেল আরোহী প্রবীর মান্না (৩০)। তাঁর বাড়ি নন্দিগ্রাম থানার রুক্মিণীপুর গ্রামে। আহত হয়েছেন প্রবীরের ভাই পিন্টু মান্না (২৭)। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতাল ও পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুই ভাই এ দিন কাঁথি থেকে নন্দীগ্রাম ফিরছিলেন। খড়িপুকুরিয়াতে বিপরীত দিক থেকে পিক-আপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সঘর্ষ হয়। পিক-আপ ভ্যানটি আটক করেছে পুলিশ। তবে চালক বেপাত্তা।

লিচু খেতে গিয়ে শিশুর মৃত্যু
বাবার আনা লিচু খেতে গিয়ে শ্বাসনালিতে লিচুর বিচি আটকে মারা গেল দু’বছরের এক শিশু। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাঁথি পুরসভার ৯নং ওয়ার্ডের সেরপুরে। পেশায় রাজমিস্ত্রি দিব্যেন্দু গিরি কাজ সেরে বাড়ি ফেরার পথে পরিবারের জন্য লিচু কিনে আনেন। পরে বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে দু’বছরের সৌম্যদীপকেও লিচু খেতে দেওয়া হয়। আচমকা লিচুর বিচি সৌম্যদীপের শ্বাসনালিতে আটকে যায়। ছটফট করতে করতে অচৈতন্য হয়ে পড়ে শিশুটি। সৌম্যদীপকে দ্রুত কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।

পতাকা পোড়ানোয় অভিযুক্ত তৃণমূল
কংগ্রেসের পর এ বার সিপিআই প্রার্থীর প্রচারের সমর্থনে লাগানো পতাকা ও ফ্লেক্স পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার হলদিয়া থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়। এ দিন সকালে ১৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথচকে বেশ কিছু সিপিআই-এর দলীয় পতাকা ফ্লেক্স পোড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। কিছু পতাকা পড়েছিল এলাকার ১৫০ নম্বর বুথের খালে। সিপিআইয়ের অভিযোগ, তাঁদের প্রার্থী শুকদেব দলুইয়ের প্রচারের সমর্থনে লাগানো ওই পতাকা ও ফ্লেক্সে আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। তৃণমূল অভিযোগ মানেননি। আর পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু
বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মনোজ মিদ্যা (৪৫)। বাড়ি ঘাটাল থানার লছিপুরে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মনোজবাবু বাড়ির বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। মেন সুইচ বন্ধ না করে কাজ করার সময়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি।

ট্রেনে কাটা, মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার রাতে রাজগোদা-তমলুক স্টেশনের মাঝে দেহটি পড়েছিল। সেটি উদ্ধার করে হলদিয়ার রেলপুলিশ। মৃতের নাম হেমন্ত বেরা (৭৫)। বাড়ি স্থানীয় পুদমপুরে। রেল পুলিশ সূত্রে জানা যায়, লাইন পেরনোর সময় রাত ১০টা নাগাদ হাওড়া-হলদিয়া লোকাল ট্রেনের ধাক্কায় মারা যান ওই বৃদ্ধ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.