|
|
|
|
পাঁশকুড়ায় কংগ্রেস আর বিজেপিকে তোপ শুভেন্দুর |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পাঁশকুড়া-সহ রাজ্যের যে ৬টি পুরসভায় ভোট আগামী ৩ জুনতার কোনওটিতেই রাজ্যে সরকারের দুই শরিকদল তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট বা আসন সমঝোতা হয়নি। আর সে জন্য কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকেই ফের দায়ী করলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা দলের রাজ্য যুব-সংগঠনের সভাপতি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশনবাজারে এক নির্বাচনী জনসভায় শুভেন্দু বলেন, “স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা জোট চাইলেও তাঁদের উপরমহলের নেতারা চাননি। রাজ্যকে ক্ষতবিক্ষত, দেউলিয়া করে যাওয়া সিপিএমকে ফের সাহায্য করতেই জোট চাননি ওই নেতারা।” তার পরেও অবশ্য পাঁশকুড়া, হলদিয়া-সহ আসন্ন পুরভোটে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, “২০০৮-এর পঞ্চায়েত বা ২০১০-এর পুরসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়নি। সে বারও আমরা জিতেছি। এ বারও জিতব।” এই সভায় বিজেপি-র বিরুদ্ধেও সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তোলেন শুভেন্দু। কংগ্রেস এবং বিজেপিদু’দলই পাঁশকুড়ার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টি করে ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। তৃণমূল আর বামফ্রন্ট লড়ছে ১৭টি করে আসনেই। বাম-বিরোধী ভোট ভাগাভাগিতে বামেদের লাভ রুখতেই শুভেন্দু এ দিনের সভায় কংগ্রেস এবং বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যা প্রকারান্তরে পুরভোট নিয়ে প্রধান শাসকদলের ঈষৎ উদ্বেগও প্রকাশ করছে বলে ব্যাখ্যা ওই মহলের। সেই সূত্রেই দলেরই কয়েক জন বিক্ষুব্ধের নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে পড়ার প্রসঙ্গ টেনে শুভেন্দু তাঁদেরও পরাস্ত করার ডাক দেন। এ দিন পাঁশকুড়ার নারায়ণদিঘিতেও সভা করেন তৃণমূল সাংসদ। তাঁর সঙ্গে ছিলেন তমলুক, ভগবানপুর ও ডেবরার দলীয় তিন বিধায়ক সৌমেন মহাপাত্র, অর্ধেন্দু মাইতি এবং রাধাকান্ত মাইতি। |
|
|
|
|
|