কাল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
কথার যুদ্ধ শুরু বায়ার্ন ও চেলসির
পাঁচ বছর বায়ার্ন মিউনিখে খেলেছেন। পাঁচ বছর চেলসিতে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সেই মাইকেল বালাকের ভবিষ্যদ্বাণী, বায়ার্ন ঘরের মাঠের জন্য ফেভারিট।
আরিগো সাক্কি এবং দিনো জফকে আদর্শ করে বড় হওয়া রবের্তো দি’মাতিওর কিন্তু অন্য অঙ্ক। শনিবার এই দু’জনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে চেলসির ইতালিয়ান কোচের। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিততে পারলে। “বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে খেলবে বলে ওরাই চাপে থাকবে। এটাই আমাদের সুবিধে।” ফাইনালের দু’দিন আগে দি’মাতিও-র ঘোষণা।
সোয়াইনস্টাইগার-রবেন-রিবেরির কোচ জাপ হেইকেন্স অবশ্য মনে করছেন, ফাইনালে তাঁরা সামান্য এগিয়ে। ৬৭ বছরের হেইকেন্স যখন বায়ার্নে প্রথম কোচিং দিতে শুরু করেছেন, তখন দি মাতিও পেশাদার ফুটবল শুরুই করেননি। বায়ার্নের কোচের কথায়, “চেলসি ভয়ঙ্কর। বিভিন্ন সিস্টেমে খেলতে পারে।”
মিউনিখের অলিম্পিক পার্কে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিয়ে
বায়ার্নের দুই কিংবদন্তি এলবের ও পল ব্রাইটনার। ছবি: এ পি
ইউরোপিয়ান কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পরে এই প্রথম ঘরের মাঠে কোনও দলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। বায়ার্ন তা কাজে লাগাতে পারবে? শেষ সাতটি ম্যাচ ঘরের মাঠে তারা জিতেছে। কিন্তু ২০০৪-০৫ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে চেলসির কাছে হেরে গিয়েছিল তারা। মিউনিখের হোটেলে এখন জায়গা পাওয়াই কঠিন। প্রচুর ইংরেজ চেলসির সাফল্য দেখতে হাজির। মিউনিখের অলিম্পিয়া পার্কে চার দিন ধরে চলছে উয়েফা উৎসব। বেকেনবাউয়ার থেকে ম্যাথাউস, রুমেনিগে থেকে কানসবাই তাতাতে শুরু করে দিয়েছেন বায়ার্ন ফুটবলারদের। জার্মান কোচ জোয়াকিম লো বলেছেন, বায়ার্ন হারলে ইউরো কাপে জার্মান দলের উপর প্রভাব পড়বে। বায়ার্নের সাম্মানিক প্রেসিডেন্ট বেকেনবাউয়ারের দুশ্চিন্তা, সোয়াইনস্টাইগারের চোট নিয়ে। বলছেন, “বায়ার্ন আক্রমণাত্মক। কিন্তু কখন কী করবে, বোঝা কঠিন।”
চেলসিকে তাতাবেন কে? পের চেক। রবিবারই চেলসির গোলকিপার পের চেকের জন্মদিন। তার আগের দিন ফাইনাল জিতে জন্মদিনের উপহার পেতে চান চেক। “জন্মদিনের উপহার নিয়ে ভাবিনি এখনও। তবে কাপ জিততে পারলে সেটাই হবে বড় উপহার,” চেকের উপলদ্ধি। তাঁর দুই সতীর্থ গ্যারি কাহিল ও ডেভিড লুই চোটের জন্য অনিশ্চিত ছিলেন। কিন্তু তাঁরা ফিট হয়ে আসছেন। মালুদা অবশ্য এখনও হ্যামস্ট্রিংয়ের ধাক্কায় কাহিল। সেটাই বড় চিন্তা চেলসি কোচের। কার্ড সমস্যার জন্য টেরি, ইভানোভিচ, র্যামিরেজ ও মেইরেলেস খেলতে পারবেন না। দি’মাতিওকে নতুন করে সাজাতে হবে রক্ষণ ও মাঝমাঠ। রবেন, রিবেরি, গোমেজ ও মুলারের আক্রমণ সামলানোর জন্য। রবেন বলে রেখেছেন, “এটাই আমার জীবনের ম্যাচ”।
মিউনিখের এই স্টেডিয়ামেই শনিবার ইউরোপ সেরার লড়াই। ছবি: এএফপি
শনিবার পুরো দল নামিয়ে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-৫ হেরে গিয়েছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন কোচ পাচ্ছেন না তিন জনকে। স্টপার ব্যাডস্টাবার, সাইডব্যাক আলাবা ও মিডফিল্ডার গুস্তাফোকে। এই ধাক্কা কী ভাবে সামলান, তার উপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে।
ফাইনালের পতুর্গিজ রেফারি প্রয়েনসাকে সামলাতে হবে এক ঝাঁক কড়া ট্যাকলার ও লাখ খানেক জার্মান-ইংরেজদের আবেগ। বছর খানেক আগে এক সমর্থকের মাথার ঢুঁসো সামলেছিলেন তিনি। এ বার কেমন সামলান, সেটাই দেখার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.