টুকরো খবর
জাতীয় যুব দলের ডাচ কোচ শহর ঘুরে গেলেন
বৃহস্পতিবার শহরের রেমন্ড লিব্রেগটস। -নিজস্ব চিত্র
তাঁর বাবা থিজ লিব্রেগটস রাইনাস মিশেলসের পরেই নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হয়েছিলেন। বোন প্যাট্রিসিয়া দেশের অন্যতম সেরা ওয়াটারপোলো খেলোয়াড়। বার্সেলোনার বিখ্যাত তারকা ফিলিপ কোকুকে পি এস ভি আইন্দোভেন যুব দলের দায়িত্ব দিয়ে তিনি ভারতে। জাতীয় অনূর্ধ্ব ২২ দলের কোচিং করাতে। ডাচ কোচ রেমন্ড লিব্রেগটস এক দিনের জন্য ঘুরে গেলেন কলকাতা। জাতীয় যুব দলের পাশাপাশি পৈলান অ্যারোজের কোচিং করানোর কথা। বৃহস্পতিবার কলকাতায় পৈলানের পরিকাঠামো দেখার পাশাপাশি রেমন্ড আলোচনা করলেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তের সঙ্গে। বয়স ভাঁড়ানোর ব্যাপারে তাঁকে কড়া হতে পরামর্শ দেন ফেডারেশন কর্তা। রেমন্ড তাঁর থাকার জায়গা দেখে গেছেন। শুক্রবারই তাঁর আমস্টারডাম ফেরার কথা। তার পরে ফিরে আসবেন।

মোহনবাগানে খেলতে পারেন দীপেন্দু
শেষ সফল বাঙালি স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাসকে বিশেষ সম্মান দেওয়ার কথা ভাবছে মোহনবাগান। নতুন মরসুমে সবুজ মেরুনে সই করিয়ে তাঁর আনুষ্ঠানিক অবসর ঘোষণা করানোর পরিকল্পনা রয়েছে ক্লাব কর্তাদের। ভারতীয় ফুটবলে ভাইচুংয়ের প্রতিদ্বন্দ্বী ধরা হত দীপেন্দুকে। মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে তাঁর ১০ গোল। পাঁচ বছরে মোহনবাগানে একশোর ওপরে গোল রয়েছে। সেই কথা মাথায় রেখেই মোহনবাগান কর্তারা এই স্বীকৃতি দিতে চান তাঁকে। অর্থ সচিব দেবাশিস দত্ত বললেন, “ওর সঙ্গে কথা চলছে। ও মোহনবাগানেই অবসর নিতে চায়।” মোহনবাগানে শেষ খেলেন ২০০৬ সালে। পরে যান ইস্টবেঙ্গলে। এখন স্থানীয় ফুটবলারদের যা ফর্ম, তাতে তিনি কলকাতা লিগে স্বচ্ছন্দে খেলে দিতে পারেন।

ব্রডদের বিরুদ্ধে একা লড়াই চন্দ্রপলের
এক দিকে ভারতে যখন আইপিএলে দুরন্ত সেঞ্চুরি করছেন ক্রিস গেইল তখন লর্ডসে তাঁর দেশ ব্যাটিং বিপর্যয়ের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪৩-৯। টেস্টের এক নম্বর দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা চালাচ্ছেন টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপল। দিনের শেষে ৮৭ করে অপরাজিত তিনি। আর ক্যারিবিয়ান ইনিংসে ধ্বস নামানোর কাজটা করেছেন স্টুয়ার্ট ব্রড। ৭২ রান দিয়ে তাঁর সংগ্রহ ছ’উইকেট। চন্দ্রপল ছাড়া উল্লেখযোগ্য রান করেছেন আদ্রিয়ান বারাথ (৪২), মার্লন স্যামুয়েলস (৩১) এবং ড্যারেন ব্র্যাভো (২৯)। ইংল্যান্ডের হয়ে দু’টো উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। ব্র্যাভো রান আউট হন। নবম উইকেট পড়ার পরই আম্পায়ার এ দিনের খেলা শেষ ঘোষণা করেন। শুক্রবার চন্দ্রপলের সঙ্গে শুরু করবেন শ্যানন গ্যাব্রিয়েল।

আওয়েনকে ছেড়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগ না জেতার প্রথম বলি হলেন মাইকেল আওয়েন। ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন জানিয়ে দিলেন, আওয়েনকে তাঁর আর দরকার নেই। প্রাক্তন ইংল্যান্ড তারকা অবশ্য জানাচ্ছেন, এখনই খেলা ছাড়তে চান না। ২০০৯ থেকে এ পর্যন্ত ম্যান ইউয়ের হয়ে মাত্র ৩১টি ম্যাচ খেলেছিলেন আওয়েন। গোল করেছিলেন পাঁচটি।

চিডি লাল-হলুদেই
চিডি এডের মান ভাঙিয়ে তাঁকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল। চিডি গোয়া থেকে কলকাতায় এসে পৌঁছেছেন। তাঁর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “শুক্রবারই সই করাব ওকে। মর্গ্যান ওঁকে চান।” মর্গ্যানের অন্য পছন্দ সন্দীপ নন্দীর সঙ্গে কথা বলেনি ইস্টবেঙ্গল। তাঁকে বড় প্রস্তাব দিয়েছে মুম্বইয়ের এক নতুন দল, যাঁদের কোচ বিমল ঘোষ।

ভাল জায়গায় স্পোর্টিং
সিএবি লিগের সেমিফাইনালে বিএনআরের বিরুদ্ধে ভাল জায়গায় স্পোর্টিং ইউনিয়ন। এ দিন প্রথমে ব্যাট করে স্পোর্টিং ইউনিয়ন তুলেছে ৪৮৩ রান। স্পোটিঁয়ের সোহম ঘোষ করেন ৭৭। বিএনআরের বাঁ-হাতি স্পিনার অনির্বান গুপ্ত ১৩২ রানে ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বিএনআর ৯০-৪। অরিত্র চট্টোপাধ্যায় পেয়েছেন ৩ উইকেট।

আমিরশাহির কোচ হতে পারেন মারাদোনা
সব ঠিকঠাক এগোলে সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় কোচ হচ্ছেন দিয়েগো মারাদোনা। আমিরশাহি ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট ইউসুফ আল সেরকাল বুধবার এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন, “কোচ হওয়ার লড়াইয়ে একেবারে প্রথম সারিতে রয়েছে মারাদোনার নাম।” মারাদোনা নিজেও এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। কিংবদন্তি ফুটবলারের কথায়, “জাতীয় কোচ হওয়ার জন্য আমার নাম ওঠাটা খুবই আনন্দ আর গর্বের ব্যাপার।” তবে স্বভাববিরুদ্ধ সতর্কতাও শোনা গিয়েছে তাঁর গলায়। বলেছেন, “দিনের শেষে আমিরশাহির ফুটবল কর্তারা যাকেই বেছে নিন, আমি নিশ্চিত সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত হবে।” মারাদোনার পাশে অন্য যে নামটা শোনা যাচ্ছে, সেটা আমিরশাহির আলিম্পিক দলের কোচ মাহদি আলির। মারাদোনা আপাতত দুবাইয়ের আল ওয়াসল ক্লাবের কোচ। আমিরশাহি ফুটবলের সঙ্গে মারাদোনার এই যোগাযোগের কথা মনে করিয়ে সেরকাল বুধবার বলেছেন, “মারাদোনা এখন আমিরশাহি ফুটবল পরিবারের এক জন। তাই জাতীয় কোচ নির্বাচনের সময় এত বড় একটা নামকে আমরা কখনওই উপেক্ষা করতে পারি না।” গত বছর ২০১৪ বিশ্বকাপের যোগ্যতা পর্বে পর পর হারের ধাক্কায় তৎকালীন কোচ স্রেকো কাটানেককে ছাঁটাই করেছিল আমিরশাহি। তার পর থেকেই তাদের জাতীয় দল কোচ বিহীন হয়ে আছে।

মিল্লার বিরুদ্ধে বিদ্রোহ
ক্যামেরুন ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ছিলেন রজার মিল্লা। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে তাঁকে সরিয়ে দিলেন ফেডারেশনের অন্য কর্তারা। মিল্লা সেই কর্তাদের সমালোচনা করেছিলেন বলে ষড়যন্ত্রের সামনে পড়েন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.