শাহরুখ: ...তুমি আমাকে অ্যারেস্ট করতে চাও? তা হলে করো। এখনই করো।
অন্য দিক থেকে: মুখ সামলে কথা বলুন।
শাহরুখ: তুমি মুখ সামলে কথা বলো।
অন্য দিক থেকে: আচ্ছা!
শাহরুখ: হ্যা। ভদ্র ভাবে কথা বলো।
কেউ শাহরুখের নাম ধরে চেঁচাচ্ছেন। বলিউড তারকাকে মাথা ঠান্ডা রাখতে বলছেন।
অদৃশ্য কণ্ঠস্বর ১: এই নিয়ে চল একে (চিৎকার করে)।
অদৃশ্য কণ্ঠস্বর ২: পুলিশ ডাকো, পুলিশ।
শাহরুখ: এই কে রে ওটা? কে আবার বলল...কৌন থা ও জো দুবারা... হ্যায় ***** কা ****।
কেউ চিৎকার করছে: হাটো, হাটো। সবাই বেরোও .....বেরিয়ে যাও বলছি।
অন্য দিকে থেকে: আরে ইনি তো ভদ্র ভাবে কথা বলতেই জানেন না।
শাহরুখ: কে আমাকে নিয়ে যাবে বলছে....কে? আমি এখানেই থাকব।
কেউ ফিসফিস করে শাহরুখকে কিছু বললেন। |
শাহরুখ: কোন অফিসার?
শাহরুখ: তোমার কর্তাকে বলো, সে যেখানকারই কেউকেটা হোক... বোর্ড ওকে চুপ করতে বলুক। টেল হিম টু শাট দ্য **** আপ, আমার সঙ্গে এ ভাবে কথা বলবেন না...আপনি যেখানকার বড়কর্তাই হোন না কেন, স্যর। ওই ****** কে বলুন আমার সঙ্গে যেন এ ভাবে কথা না বলে... দেখুন দোষটা কিন্তু ওর... কেউ কথা বলবে না (চিৎকার করে)।
অদৃশ্য কণ্ঠস্বর ৩: এই, কেউ কথা বলবে না। আরে সবাই শান্ত হও।
আরও চেঁচামেচি।
শাহরুখ: (প্রচণ্ড উত্তেজিত) কী বললে? আমার গায়ে হাত তুলবে?
অন্য দিক থেকে: হাত তোলার পরে বলব?
অন্য দিক থেকে: এই বেশি কথা বলিস না।
শাহরুখ: আরে তুই মাঝখান থেকে সরে যা। দূর থেকে কথা নিজের বাড়িতে বসে বলিস, এখানে যা বলার সামনে এসে বল।
অন্য দিক থেকে: এই মাতাল!
শাহরুখ: ...তুই পেছন থেকে কী বলছিস... এই হলুদ শার্ট, যা বলার সামনে এসে বল **** তোকে এখানেই পুঁতে ফেলব ****। |