|
|
|
|
সরকারি বাস ডিপো থেকে ব্যাটারি চুরি মেদিনীপুরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাতে নৈশ্যপ্রহরী থাকেন। থাকে সশস্ত্র রক্ষীও। নজরদারি চলে। কিন্তু, তারই মধ্যে সরকারি বাসের মধ্যে থেকে চুরি গেল ৩টি ব্যাটারি! এ ঘটনা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মেদিনীপুর ডিপো-র। ডিপো-র মধ্যে ঢুকে কে বা কারা ব্যাটারি চুরি করে নিয়ে পালাল, তা নিয়ে অন্ধকারে কর্তৃপক্ষ।
এ ক্ষেত্রে ‘সর্ষের মধ্যেই ভূত থাকতে’ পারে বলে মনে করছেন কেউ কেউ। তাঁদের বক্তব্য, রাতে এখানে নজরদারি থাকে। চারপাশে সীমানা প্রাচীর রয়েছে। এই পরিস্থিতিতে ডিপো-র ভিতরে থাকা বাসের মধ্যে থেকে দুষ্কৃৃতীরা ব্যাটারি চুরি করে পালাল, অথচ রক্ষীদের কেউ জানতে পারলেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। রক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছেই। কর্তৃপক্ষ অবশ্য এ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। মেদিনীপুরের ডিপো-ইনচার্জ দেবাংশু গিরি বলেন, “কী হয়েছে সে ব্যাপারে আমি কিছু বলব না। যা শুনেছেন তাই লিখুন!” ডিপো-ইনচার্জের এই বক্তব্য থেকেই স্পষ্ট, ঘটনার জেরে কর্তৃপক্ষও বেশ বিড়ম্বনায়।
মেদিনীপুর শহর-সংলগ্ন আবাসে রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো। বিভিন্ন রুটের সরকারি বাস রাতে এখানেই থাকে। এলাকাটি সব সময়ে নজরদারির মধ্যেই থাকে। ডিপো-র ঠিক উল্টো দিকে মেদিনীপুর (সদর) বিডিও অফিস। ডিপো এলাকাটি সীমানা-প্রাচীর দিয়েও ঘেরা। নজরদারির জন্য ২ জন নৈশ্যপ্রহরী ও এক জন সশস্ত্র রক্ষীও থাকেন। বুধবার রাতেও তাই ছিল। কিন্তু, তার মধ্যেই চুরির ঘটনা ঘটে। কে বা কারা ডিপো-র ভিতরে থাকা বাসের মধ্যে থেকে ৩টি ব্যাটারি চুরি করে পালিয়েছে। ২টি সরকারি বাস থেকে এই ৩টি ব্যাটারি চুরি গিয়েছে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে বাস ডিপো-য় গিয়ে অবশ্য দেখা গেল, রক্ষীরা বেজায় ‘তৎপর’। ডিপো-র মধ্যে কে ঢুকছেন, কে বেরোচ্ছেন, সে দিকে নজর নিয়মিত রাখছেন। আগে এখানে সিটু-র একাধিপত্য ছিল। এখন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র প্রভাব বেড়েছে। সংগঠনের জেলা নেতা স্বাধীন দাস বলেন, “শুনেছি সরকারি বাসের মধ্যে থেকে ব্যাটারি চুরি হয়েছে। কী ভাবে হল, তা খতিয়ে দেখা উচিত।” জেলা পরিবহণ আধিকারিক বিপুল বিশ্বাস অবশ্য বলেন, “বিষয়টি জানি না। আমাকে জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখছি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাস-কর্মী ও রক্ষীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। |
|
|
|
|
|