গাছের ডাল ভেঙে ঘটছে দুর্ঘটনা, তাই যশোহর রোডের দু’পাশের গাছগুলির মরা ডাল কাটা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গড়া হয়েছে। কিন্তু ওই কাজ করতে কোনও গাছ যাতে কাটা না হয় বা গাছের ক্ষতি না হয় সে জন্য বৃহস্পতিবার বারাসতের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিলেন এলাকার মানুষ। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ দিন বনগাঁর মহকুমাশাসকের কাছেও এই মর্মে জানানো স্মারকলিপি দেওয়া হয়েছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত থেকে হাবরা পর্যন্ত গাছের ডাল ভেঙে পর পর ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি চোরেরা গাছ কাটার সময়ে ডাল ভেঙে মৃত্যু হয় চার জনের। এই ঘটনার পরে প্রাচীন গাছগুলির দেখভাল কারা করবে তা নিয়ে বিভিন্ন দফতরের মধ্যে চাপানউতোর শুরু হয়। এরপরেই জেলাশাসক পূর্ত এবং বনবিভাগকে নিয়ে একটি কমিটি গড়ে গাছগুলির মরা ডাল কাটা ও অন্যান্য মরা গাছগুলির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। কিন্তু এর ফলে বেশ কিছু গাছের ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কায় এ দিন বিভিন্ন পেশার মানুষ প্রশাসনের দ্বারস্থ হন। ওই সংগঠনের পক্ষে মৌসুমী রায়চৌধুরী বলেন, “এই গাছগুলি শুধু যে চড়া রোদ থেকে রক্ষাই করে তা নয়, এই গাছের উপরে অনেক পরজীবী ও প্রাণি নির্ভরশীল। তাই গাছ বা ডাল যাতে এমন ভাবে কাটা না হয় যাতে গাছগুলির ক্ষতি হয়। সে জন্যই স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি গাছে পেরেক, প্ল্যাকার্ড লাগিয়ে যে ভাবে ক্ষতি করা হচ্ছে সেগুলি দেখার জন্যও জানানো হয়েছে।” এ ব্যাপারে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গাছগুলির যাতে কোনও ক্ষতি না হয় সে ব্যাপারে নজর দেওয়া হবে। |