বৃহস্পতিবার আরামবাগের বাস-ডিপোয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার হাল-হকিকত দেখলেন বিধানসভার পরিবহণ বিষয়ক স্থায়ী কমিটির ৫ সদস্য। কমিটির সভাপতি খড়্গপুরের তৃণমূল বিধায়ক নাজমুল হক বাস-ডিপোর কর্মীদের সঙ্গে কথা বলেন। যাত্রীরা বাসের অপ্রতুলতা, নির্দিষ্ট সময়ে বাস না-ছাড়া সংক্রান্ত অভিযোগ জানান। ওই কমিটির সদস্যদের কাছে আরামবাগ থেকে শিলিগুড়ি পর্যন্ত বাস চালানোর দাবিও জানানো হয়।
|
বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে আরামবাগের মুথাডাঙা থেকে প্রায় আড়াই হাজার লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। মহকুমার বিভিন্ন জায়গা থেকে সাইকেল বা বাসে করে ওই মদ এনে মুথাডাঙা এবং সংলগ্ন এলাকায় ব্যবসা চালানো হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ দিন পুড়শুড়ার দিক থেকে আসা ওই মদ বাসে করে আনছিলেন কয়েক জন। বাস থেকে নামার সময়ে এক জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা মালপত্র ফেলে পালায় বলে পুলিশ জানিয়েছে।
|
আট বছরের এক বালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির গুপ্তিপাড়ায় বুধবার রাতে। পুলিশ জানায়, ধৃতের নাম স্বপন দেবনাথ। মেয়েটির বাবা জীবনবিমা নিগমের এজেন্ট। বুধবার রাত ৯টা নাগাদ স্বপন প্রিমিয়াম জমা দিতে তাঁর বাড়িতে যান। সেই সময় ওই এজেন্ট ঘুমোচ্ছিলেন। মেয়েটি পাশের ঘরে ছিল। বাড়িতে আর কেউ ছিল না। সেই সুযোগে যুবকটি মেয়েটির শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মেয়েটি কোনওক্রমে ওই যুবকের হাত ছাড়িয়ে পালায়। তার চিৎকারে সকলে ছুটে আসেন। বেগতিক বুঝে ওই যুবক পালায়। বৃহস্পতিবার সকালে বলাগড় থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। এর পরেই স্বপনকে গ্রেফতার করে পুলিশ। |