|
|
|
|
রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। জঙ্গিদের ডাকা ২৪ ঘন্টার ভারত বন্ধের শেষ লগ্নে, গত রাতে বিহার-ঝাড়খণ্ড সীমাবর্তী কোডারমা-গয়া শাখার গুড়পা স্টেশনের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদী জঙ্গিরা। এর ফলে পূর্ব রেলের এই শাখার আপ-লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, সময়ের হেরফেরে বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে নীলাচল এক্সপ্রেস। তবে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের ফলে রাত সাড়ে বারোটা থেকে আজ সকাল পৌনে সাতটা পর্যন্ত ওই শাখার আপ লাইনে রেল চলাচল বন্ধ ছিল। কোডরমায় থামিয়ে দেওয়া হয় নীলাচল এক্সপ্রেসকে। ধানবাদ থেকে কোডরমা পর্যন্ত আপ-লাইনে থাকা অন্য ট্রেনগুলিকেও দাঁড় করিয়ে রাখা হয়। প্রায় সওয়া ছ’ঘণ্টা ধরে থমকে থাকা ট্রেনের মধ্যে আতঙ্কের প্রহর গুণতে হয়েছে যাত্রীদের।
পূর্ব রেলের ধানবাদ ডিভিশনের ডিআরএম সুধীর কুমার জানিয়েছেন, গত কাল রাত সাড়ে ১২টা নাগাদ এক দল জঙ্গি কোডরমা-গয়া শাখার গুরপা স্টেশনের কাছে আপ রেল লাইনের উপরে হামলা চালায়। জঙ্গিদের বোমায় রেল লাইনের একাংশ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল বিহার-ঝাড়খন্ডের সীমানা লাগোয়া। ফলে গয়া ছুঁয়ে যাওয়া ওই লাইনের সমস্ত ট্রেনের চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। লাইন মেরামতির কাজ শেষ করে আজ সকাল সাতটা নাগাদ ওই লাইনে ফের ট্রেন চালু করা হয়েছে।
রেল সূত্রের খবর, এর আগে কোডরমা-গয়া শাখায় মাওবাদী জঙ্গিদের বড় ধরনের হামলা হয়েছিল ২০০২-০৩ সালে। জঙ্গিদের তাণ্ডব চলেছিল গজণ্ডি স্টেশনের কাছে। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় রেল লাইনের একাংশ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় রেলের কেবিন-সহ স্টেশন চত্বরের রেলের আরও অনেক সরঞ্জাম। |
|
|
|
|
|