|
|
|
|
রাষ্ট্রপতি ভোট |
সাংমাকে নিয়ে উৎসাহী নন শরদই |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাষ্ট্রপতি নির্বাচনে পি এ সাংমাকে সমর্থনের কথা বলে বিতর্ক উস্কে দিলেন নবীন পট্টনায়ক ও জয়ললিতা।
শরদ পওয়ারের দলের নেতা সাংমা অনেক দিন ধরে তাঁর মতো কোনও আদিবাসী ও খ্রিস্টান নেতাকে রাষ্ট্রপতি পদে দেখতে আগ্রহী। কিন্তু এই বিষয়ে তাঁর দলের নেতা শরদ পওয়ারেরই তেমন উৎসাহ নেই। অথচ সপারিষদ সাংমা অরুণ জেটলি, সুষমা স্বরাজ, নবীন পট্টনায়ক, জয়ললিতা, মুলায়ম সিংহ যাদব, রামবিলাস পাসোয়ানের মতো নেতাদের সঙ্গে
বৈঠক করে নিজের জন্য দরবার করছেন। আজ নবীন ও জয়ললিতা তাঁকে সমর্থনের কথা জানানোর পিছনে বিজেপিরও প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, এই দুই নেতা কয়েক মাস ধরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে আসছেন।
কিন্তু বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন বলেন, “এই দুই দল বিজেপি-র সহযোগী নয়। মুম্বইয়ে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর এনডিএ-তে এই বিষয়ে আলোচনা হবে।” তবে এনডিএ-র আহ্বায়ক শরদ যাদবের মতে, “যখন শরদ পওয়ারই সাংমার ব্যাপারে আগ্রহী নন, তখন তাঁর একার চেষ্টায় কী হবে?” কংগ্রেসের মুখপাত্র রশিদ অলভিও বলেন, “নবীন পট্টনায়ক ও জয়ললিতার ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন না। তার উপরে ইউপিএ-র শরিক শরদ পওয়ার কী বলছেন, তা-ও দেখতে হবে।” তাঁর বক্তব্য,“ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি হলে কংগ্রেস এই বিষয়ে মত জানাবে। তার আগে রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ পদ নিয়ে কোনও মন্তব্য সমীচীন নয়।”
বিজেপি সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সুষমা স্বরাজের মন্তব্যের পর দলের গোটা কৌশলটিই ভেস্তে গিয়েছে। সংখ্যার হিসাবে এখন বল কংগ্রেসের কোর্টে। তাই বিজেপি-র পক্ষে এখন সতর্ক পদক্ষেপই করা উচিত। কংগ্রেস হাতের তাস না দেখানো পর্যন্ত বিজেপি আগ বাড়িয়ে কোনও মন্তব্যও করবে না। কিন্তু নবীন বা জয়ললিতার মতো বিজেপি-র ‘বন্ধু’রা প্রকাশ্যে ইউপিএ-র এক শরিক দলের নেতাকে সমর্থন করলে তা দিয়ে কিছুটা হলেও পরিস্থিতি অনুমান করা যাবে। জল কোন দিকে গড়ায়, তা দেখে বিজেপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। |
|
|
|
|
|