শান্তিনিকেতনে বৃদ্ধা খুন, বিচার শুরু আজ |
মহেন্দ্র জেনা • বোলপুর |
প্রাক্তন স্কুল শিক্ষিকা রেণু সরকার হত্যা-মামলার বিচার শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। গত ১৪ মে বীরভূমের জেলা জজ এই মামলার বিচার বোলপুরের ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু করার নির্দেশ দেন। ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনের বাগানপাড়ায় নিজের বাড়িতে খুন হন কলকাতার মহাদেবী বিড়লা গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেণুদেবী (৭৮)। ওই ঘটনায় পুলিশ তাঁর বাড়ির কেয়ারটেকার-সহ তিন জনকে গ্রেফতার করেছে। সম্প্রতি আদালতে চার্জশিটও জমা দিয়েছে পুলিশ। তবে পুলিশের তদন্ত নিয়ে কিছু ধোঁয়াশা এখনও কাটেনি। |
|
আজ শুরু রেণু সরকার
হত্যার বিচার |
|
• ১৩ জানুয়ারি: গভীর রাতে শান্তিনিকেতনের বাগানপাড়ার বাড়িতে খুন মহাদেবী বিড়লা গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেণু সরকার (৭৮)।
• ১৪ জানুয়ারি: রেণুদেবীর দেহ উদ্ধার। সন্দেহ শ্বাসরোধে খুন। খোয়া গিয়েছে কয়েকশো টাকা ও মোবাইল ফোন। আটক কেয়ারটেকার
উজ্জ্বল তপাদার।
• ১৬ জানুয়ারি: উজ্জ্বল গ্রেফতার। এসপি’র দাবি, জেরায় সে খুনের কথা স্বীকার করেছে।
• ১৭ জানুয়ারি: রক্তমাখা বালিশ, বিছানা, চাদরের ছবি ও নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা।
• ১৮ জানুয়ারি: গ্রেফতার মঙ্গল সাহানি। পুলিশের দাবি, চুরিতে বাধা পেয়ে রেণুদেবীর মাথায় রডের বাড়ি মারে মঙ্গল।
• ২০ জানুয়ারি: খুনে ব্যবহৃত রডটি উদ্ধার। সে দিনের ঘটনা পুলিশকে অভিনয় করে দেখায় মঙ্গল।
• ২৩ জানুয়ারি: পিন্টু দাস গ্রেফতার। ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায়, রেণুদেবীর নাকের হাড় ভাঙা ও মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ছিল। দু’চোখেও কালশিটের দাগ ছিল।
• ১১ এপ্রিল: আদালতে চার্জশিট পেশ পুলিসের। দাবি, চুরিতে বাধা দেওয়ায় এই খুন। ফরেন্সিক রিপোর্টে জানা যায়, ঘরে পাওয়া হাতের ছাপ মঙ্গল ও পিন্টুর। খুনের আগে-পরে মঙ্গল ও উজ্জ্বলের মধ্যে কথা হয়েছিল।
• ৩০ এপ্রিল: বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ জানান, মামলাটি সিউড়ি না বোলপুর আদালতে চলবে, সিদ্ধান্ত নেবে সিউড়ি আদালত।
• ১৪ মে: জেলা বিচারক মলয়মরুৎ বন্দ্যোপাধ্যায় ১৮ মে থেকে বোলপুর ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার বিচার শুরুর নির্দেশ দেন। |
এই ঘরে খুন হন রেণুদেবী। |
খুনের ঘটনায় কেয়ারটেকার-সহ ধৃত তিন জন। |
|
ধোঁয়াশা যেখানে |
• চুরি যায়, শুধু কয়েকশো টাকা আর একটা মোবাইল। বৃদ্ধার সোনার নোয়া ও দুল নিয়ে যায়নি দুষ্কৃতীরা। পুলিশের চুরির তত্ত্ব নিয়ে তাই প্রশ্ন রয়েছে।
• একই খুনের কথা দু’জন কবুল করে কী ভাবে?
কে আসল খুনি? প্রোমোটিংয়ের ‘তত্ত্ব’ থেকে পুলিশ কেন হঠাৎ খুনের কারণ হিসাবে চুরিতে বাধা দেওয়ার কথা বলল?
• চুরি-ছিনতাই ছেড়ে বছর খানেক ধরে তারাপীঠে সব্জি বিক্রি করত মঙ্গল। হঠাৎ সে কেন ফের চুরি করতে গেল? |
|