টুকরো খবর |
ইঞ্জিনিয়ারের অস্বাভাবিক মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
|
দেহ ঘিরে জটলা বাসিন্দাদের। ছবি: দয়াল সেনগুপ্ত। |
রাজনগরের তাঁতিপাড়ায় একটি বেসরকারি মুরগি খামারের চত্বর থেকে ওই খামারে কর্মরত এক ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার করল পুলিশ। সৌরভ দত্ত (২৪) নামে ওই ইঞ্জিনিয়ারের বাড়ি হুগলির গোঘাট থানা এলাকার কুমারগঞ্জে। তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “আপাতত খুনের ঘটনা বলে মনে হলেও ময়না-তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্ত চলছে।” তবে আট ফুট উচ্চতার লোহার জাল দিয়ে ঘেরা সীমানা প্রাচীর ও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্বেও কী ভাবে খামারের চত্বরে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ ও মুরগি খামার সূত্রে জানা গিয়েছে, মুরগির বাচ্চা ফোটানোর কাজে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্র দেখভালের দায়িত্বে গত ২ মে থেকে খামারের তাঁতিপাড়াকেন্দ্রে ট্রেনি (ইলেকট্রিক্যাল) ইঞ্জিনিয়ার পদে যোগ দেন ওই যুবক। ফার্ম ইনচার্জ সোমনাথ ঘোষ বলেন, “বুধবার দিনের শিফটে ডিউটি করেছেন সৌরভ। বৃহস্পতিবার ভোর ৫টায় খবর পাই ওর দেহ হ্যাচ বিল্ডিংয়ের পাশে পড়ে আছে।” পুলিশ জানায়, মৃতের ডান চোখে ক্ষত চিহ্ন ও নাকের নীচে রক্ত জমাট বেঁধে রয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে।
|
লালপুল পরিদর্শন |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
লালপুল পরিদর্শন করে সম্প্রসারণের আশ্বাস দিলেন রেল আধিকারিকেরা। বৃহস্পতিবার বোলপুর শহরের লালপুল পরিদর্শন করেন পূর্ব রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার দীপঙ্কর দাসগুপ্ত-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। সাহেবগঞ্জ লুপ লাইনের উপর এই রেলওভার ব্রিজ সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। দীপঙ্করবাবু বলেন, “লালপুল সম্প্রসারণ নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে আলোচনা হয়েছে। শীঘ্রই সম্প্রসারণের কাজ শুরু হবে।” সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে নয়াদিল্লিতে দেখা করে এ নিয়ে চিঠিও দেন। বোলপুরের তৃণমূলের পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, “রেলমন্ত্রক ও রাজ্য সরকার যৌথভাবে এই কাজ করবে।”
|
‘দুর্নীতি’, ঘেরাও বিডিওর গাড়ি |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
পঞ্চায়েতে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের একাংশ বিডিওর গাড়ি ঘেরাও করলেন। যে পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাচক্রে সেই পঞ্চায়েত এ বার ১০০ দিনের কাজ দেওয়ার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ পঞ্চায়েতের শিরোপা পেয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির হাঁসন ১ পঞ্চায়েতের নিংহা সংসদে। তদন্তে এলে বিডিও গাড়ি ঘেরাও করে প্রতিবাদ দেখালেন ওই গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ২০১১-১২ আর্থিক বছরে গ্রামের দু’টি ঢালাই রাস্তা নির্মাণে ও খেলার মাঠ সংস্কারে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। তাঁদের দাবি, ওই কাজগুলির একটিও সম্পূর্ণ হয়নি। কোনও কাজ না করেই সমস্ত টাকা আত্মসাৎ করা হয়েছে। তাঁদের একই অভিযোগ গ্রামের দু’টি পুকুর সংস্কার নিয়েও। এ ক্ষেত্রেও তাঁদের দাবি, খুব অল্প পরিমাণ কাজ হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে জেলা প্রকল্প আধিকারিক সুপ্রিয় অধিকারী রামপুরহাট ২ ব্লকের বিডিও সোমা সাউকে তদন্ত করতে নির্দেশ দেন। এ দিন বিডিও তদন্তের কাজে ওই গ্রামে গেলে ঝামেলার সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ, বিডিও মূল অভিযোগের তদন্ত না করে অন্য কাজের পরিমাপ করছিলেন। এ কারণেই প্রতিবাদে তাঁরা বিডিওর গাড়ি ঘেরাও করেছেন। যদিও বিডিও বলেন, “তদন্ত কী ভাবে করব সেটা আমার ব্যাপার। তদন্ত করতে গিয়ে বাধা পেয়েছি। পুরো বিষয়টি জেলা প্রকল্প আধিকারিককে জানিয়েছি।” অভিযুক্ত পঞ্চায়েতের প্রধান, কংগ্রেসের বিনোদ মেটে অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।
|
আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
বিশ্বভারতী চত্বরে অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ। এ নিয়ে বুধবার বিশ্বভারতীর কর্মসচিব মণিমুকুট মিত্র-সহ তিন প্রতিনিধি রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার বিশ্বভারতীর মুখপাত্র অমৃত সেন বলেন, “আশ্রমের আইন-শৃঙ্খলার সমস্যা, বিশ্বভারতীর জমি দখলদার মুক্ত করা-সহ আশপাশে বহুতল ও ‘মার্কেট কমপ্লেক্স’ তৈরির চেষ্টা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে আর্জি জানানো হয়েছে। মুখ্যসচিব আশ্বাস দিয়েছেন।”
|
শিশুকন্যাকে আছড়ে মারায় অভিযুক্ত বাবা |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
স্বামীর বিরুদ্ধে ৮ মাসের শিশুকন্যাকে আছড়ে মারার অভিযোগ করলেন স্ত্রী। সোমবার বিকেলে মহম্মদবাজারের কুবিলপুর গ্রামের ঘটনা। মৃত শিশুর নাম গুটনি সোরেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা লালু সোরেন পলাতক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও ওই শিশুটি সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যায়। গুটনির মা কালমুনি সোরেন জানান, তাঁর স্বামী প্রায়দিনই মদ খেয়ে সংসারে অশান্তি করতেন। মাসখানেক আগে তাই শিশুকন্যাকে নিয়ে একই গ্রামে স্থিত বাপের বাড়িতে চলে আসেন কালমুনিদেবী। তাঁর অভিযোগ, “সোমবার বিকেলে স্বামী মদ খেয়ে আমার বাপের বাড়ি যায়। আমাকে ফিরে চলার জন্য বলে। আমি সেই কথায় রাজি হইনি। তাতেই খেপে গিয়ে আমার কাছ থেকে গুটনিকে কেড়ে নিয়ে আছড়ে দেয়।” ওই ঘটনায় অচৈতন্য হয়ে পড়া গুটনিকে নিয়ে মহম্মদবাজারের প্যাটেল নগর স্বাস্থ্যকেন্দ্রে, পরে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার মারা যায় গুটনি। বুধবার রাতে থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন কালমুনিদেবী। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “খবর জানার সঙ্গে সঙ্গে মহম্মদবাজারের ওসিকে দেখে ব্যবস্থা নিতে বলি।”
|
জাল শংসাপত্র, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
জাল প্রতিবন্ধী শংসাপত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সিউড়ি সদর হাসপাতালের ঘটনা। ধৃত অশোক অগ্রবালের বাড়ি সাঁইথিয়ায়। বৃহস্পতিবার দুপুরে সিউড়ি হাসপাতালের সুপারের কাছে তাঁর নামে তৈরি একটি প্রতিবন্ধী শংসাপত্র দেখিয়ে রেলের টিকটে ছাড় পাওয়ার আবেদন করেন। কিন্তু সুপারের ওই শংসাপত্র দেখে সন্দেহ হয়। |
|