ছাত্র সংসদে ছাত্রীকে মার, অভিযোগ রাজ কলেজে |
ছাত্র সংসদের ঘরে ঢুকিয়ে এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বর্ধমান রাজ কলেজের দুই তৃণমূল ছাত্র পরিষদ নেত্রীর বিরুদ্ধে। যদিও টিএমসিপি তা মানতে চায়নি। বৃহস্পতিবার প্রিয়ঙ্কা ঘোষ নামে সাম্মানিক সংস্কৃতে প্রথম বর্ষের এক ছাত্রী কলেজ অধ্যক্ষ সুভাষচন্দ্র নন্দীর কাছে লিখিত ভাবে অভিযোগ জানান। তাতে বলা হয়েছে, কয়েক জন নেতানেত্রীর নানা দুষ্কর্মের প্রতিবাদ করায় দুপুরে ছাত্র সংসদ ঘরে আটকে তাঁকে মারধর করা হয়। এষা আদিত্য নামে এক বন্ধু বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে। এষা বর্ধমান থানায় লিখিত ভাবে ছাত্র সংসদের ছ’জনের নাম জানিয়েছেন। এষার অভিযোগ, “বুধবার আমরা গল্পগুজব করছিলাম। সেই সময়ে এক ছাত্র এসে প্রিয়ঙ্কাকে গালিগালাজ করে। এ দিন প্রিয়ঙ্কা ছাত্র সংসদের ঘরে প্রতিবাদ জানাতে গেলে কমনরুম সম্পাদক মঞ্জরী শীল ও সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা ঘোষ তাকে মারধর করে। বাঁচাতে গিয়ে আমিও ওদের গালিগালাজ ও মারের মুখে পড়ি।” মঞ্জরী, স্নিগ্ধা এবং কলেজের টিএমসিপি নেতা আবোরকিশোর লাহিড়ি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, প্রিয়ঙ্কা ছাত্র সংসদ ও টিএমসিপি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় তাঁরা প্রতিবাদ জানিয়েছিলেন। তাতে কিছুটা বচসা হয়। কাউকেই মারধর করা হয়নি। অধ্যক্ষ বলেন, “কলেজে পার্ট-১ পরীক্ষা চলছে। ছাত্র সংসদ বন্ধ থাকার কথা। কী করে সেই নির্দেশ অমান্য করা হল, তা খতিয়ে দেখা হবে। মারধরের অভিযোগেরও তদন্ত হবে। ছাত্র সংসদের ঘর বন্ধ করতেও নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে।”
|
সাঁইবাড়ি তদন্ত শুরু না-করার আর্জি |
বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের তদন্তে প্রাক্তন বিচারপতি অরুণাভ বসুর নেতৃত্বে গড়া নতুন কমিশন যাতে আগামী ৫ জুন পর্যন্ত কাজ শুরু না-করে, সেই অনুরোধ জানাল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে এই তদন্ত কমিশন সংক্রান্ত মামলার শুনানি হয়। রাজ্যে সরকার বদলের পরে সাঁইবাড়ি-কাণ্ড নিয়ে নতুন তদন্ত চালানোর জন্য ওই কমিশন গড়া হয়েছে। দু’জন আবেদনকারী ওই কমিশন গঠনের বিষয়টিকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন। আগেই ওই বিষয়ে বিচার বিভাগীয় কমিশন গড়া হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী সমরাদিত্য পাল আদালতে জানান, একই বিষয়ের উপরে দু’বার তদন্ত কমিশন গঠন করা যায় না। সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রায়ের উল্লেখ করে যুক্তি দেন, একই বিষয়ে একাধিক বার তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে আইনগত বাধা নেই। বিচারপতি দীপঙ্কর দত্ত জানান, ৫ জুন ফের শুনানি হবে।
|
এক যুবককে অপহরণের অভিযোগে বুধবার রাতে পূর্বস্থলীর মানিকনগর এলাকা থেকে এক জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, শনিবার গোয়ালপাড়া গ্রামের বধূ মায়া হালদার পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগে জানান, মানিকনগরের বাসিন্দা সুবল মাহাতোর কাছ থেকে তাঁর ছেলে ঝন্টু হালদার কুড়ি হাজার টাকা নিয়েছিল। এই টাকা ফেরত দেওয়ার জন্য সম্প্রতি চাপ দিচ্ছিলেন সুবল। মায়াদেবীর অভিযোগ, গত বৃহস্পতিবার গ্রামেরই শঙ্কর সরকার ও রূপক বসাকের সহযোগিতায় তাঁর ছেলেকে সুবল অপহরণ করেন। পুলিশ রবিবার শঙ্কর ও রূপককে গ্রেফতার করে। বুধবার রাতে ধরা হয় সুবলকে। পুলিশের দাবি, জেরায় সুবল জানিয়েছে, ঘটনার দিন ঘণ্টা দুয়েকের মধ্যেই সুবলকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার কালনা আদালতে তোলা হলে ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, ঝন্টুর খোঁজ পেতে ধৃতকে আরও জেরা করা হচ্ছে।
|
ব্লক প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার কালনা ১ পঞ্চায়েত সমিতির অফিসে উন্নত গো-সম্পদ তৈরির ব্যাপারে আলোচনাসভা আয়োজিত হল। হাজির ছিলেন ব্লক প্রাণিসম্পদ দফতরের আধিকারিক সমীর শীল, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল প্রমুখ। |