প্রসাদ খেয়ে অসুস্থ ৮০ জন |
প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২০ জন শিশু-সহ ৮০ জন গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার রাজনগর পঞ্চায়েতের সাহেবঘাটে। অসুস্থদের মধ্যে ২৩ জন ঘাটাল মহকুমা হাসপাতাল ও ১২ জন দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের গ্রামেই চিকিৎসা চলছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র বলেন, “অনুমান খাদ্যে বিষক্রিয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে। গ্রামেও চিকিৎসকদের একটি দল গিয়েছে। সাহেবঘাটের হরি মন্দিরে মঙ্গলবার নাম সংকীর্তন চলছিল। এই উপলক্ষে চিঁড়ে প্রসাদের আয়োজন করেন গ্রামবাসীরাই। প্রতি মাসের প্রথম দিনে গ্রামে এই সংকীর্তন হয়। অন্য বারের মতো এ দিনও সাহেবঘাট, দুবরাজকুণ্ডু, মান্দারপুর, সীতাকুণ্ডু, রাজনগর-সহ পাশাপাশি ১০-১২টি গ্রামের মানুষ উপস্থিত ছিলেন। দুপুরে প্রসাদ খাওয়ার পরই অনেকের বমি শুরু হয়। কেউ কেউ বুকে ব্যথা অনুভব করেন। ধীরে ধীরে অনেকের মধ্যেই একই উপসর্গ দেখা যায়। অসুস্থ হয়ে পড়া শিশু সহ গ্রামবাসীদের বিকালে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এলাকার গ্রামীণ চিকিৎসকেরাও চিকিৎসা শুরু করেন।
|
আগুন লেগে আতঙ্ক ছড়াল একটি নার্সিংহোমে। মঙ্গলবার সন্ধ্যায় রাজবল্লভপাড়ার কাছে ওই নার্সিংহোমের একটি ছাউনিতে আগুন লাগে। দমকল জানায়, ওই ছাউনিতে আবর্জনা জমে ছিল। তাতেই আগুন লাগে। পুলিশ জানায়, এর পরেই ধোঁয়ায় ভরে যায় কয়েকটি ওয়ার্ড। আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। দমকল আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। |