প্রশংসাই প্রাপ্য নয়া সরকারের: রাজ্যপাল
গে বিভিন্ন ঘটনায় রাজ্যের নতুন সরকারের সমালোচনা করেছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। সেই সরকারেরই এক বছর পূর্তির দোরগোড়ায় তাদের প্রশংসা করলেন তিনি।
আগামী ২০ মে এক বছর পূর্ণ করবে নতুন সরকার। তার আগে, মঙ্গলবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, “এই সরকার অনেক কাজ করেছে। তার জন্য সরকারের প্রশংসাই প্রাপ্য।”
এর আগে রাজ্য সরকারের শুধু সমালোচনাই নয়, তাদের ব্যাপারে মাঝেমধ্যে তির্যক মন্তব্যও করেছেন রাজ্যপাল। পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনার পরে রাজ্যপাল বলেছিলেন, “এই রাজ্য আগে দেশের অন্যতম নিরাপদ স্থান ছিল। কিন্তু এখন যে-সব ধর্ষণের ঘটনা ঘটছে, সেগুলি করছেন এখানকারই বাসিন্দারা। মহিলাদের নিরাপত্তার জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে।”
শিক্ষা ক্ষেত্রে হিংসা নিয়েও সরব হয়েছিলেন নারায়ণন। রায়গঞ্জ, মাজদিয়া, রামপুরহাট কলেজে একের পর এক অধ্যক্ষের উপরে হামলা চালানো হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ওঠে প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র বিরুদ্ধে। রাজ্যপাল সেই সব হামলার ঘটনার নিন্দা করেছিলেন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশ এক পুলিশকর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। রাজ্যের প্রথম সারির কয়েক জন মন্ত্রী সেটাকে ‘ছোট ঘটনা’ বলে ঝেড়ে ফেলতে চেয়েছিলেন। নারায়ণন কিন্তু সেই সময়েও আকাশের আচরণের নিন্দাই করেছিলেন।
বছর পূর্ণ করার মুখে সরকার প্রশংসা পেল সেই রাজ্যপালেরই। আগামী ১৯ থেকে ২৬ মে মিলনমেলায় এক বছর পূর্তি উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করছে রাজ্য সরকার। গত এক বছরে নিজেদের অগ্রগতি ও সাফল্য তুলে ধরাই সরকারের এই প্রদর্শনীর উদ্দেশ্য। তার আগে রাজ্যপালের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক শিবির।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.