ওয়ার্ড ৪ |
• রাজারামপুর, হাজরা, বাসুদেবপুর ও ভাগ্যবন্তপুরের কিছু এলাকা নিয়ে ওয়ার্ড
• ভোটার ৬৯৪৭
• বুথ ৮টি
• মহিলা সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
মূল রাস্তা পিচ ও ঢালাইয়ের হলেও ভিতরের অধিকাংশ রাস্তা কাঁচা বা মোরামের। |
জলের হাল |
টাইম কলের সুবিধা নেই। টিউবওয়েল থাকলেও গ্রীষ্মকালে সেগুলি প্রায়শই খারাপ হয়ে যায়। |
পথবাতি |
অধিকাংশ এলাকায় পথবাতি নেই। সদ্য গিরিশ মোড় থেকে রাজারামপুর আশ্রম পর্যন্ত পথবাতি বসেছে। |
নিকাশি |
বেহাল নিকাশি। পাকা নর্দমা নেই কোথাও। বৃষ্টি হলেই জলমগ্ন হয় এলাকা। |
সাফাই |
সাফাই হয় না নিয়মিত। মূল রাস্তাগুলিতে সপ্তাহে দু’দিন সাফাই হয় মাত্র। |
৪ নম্বর ওয়ার্ডে সঙ্কীর্ণ ঢালাই রাস্তা। |
নাগরিকের চোখে
পানীয় জল ও নিকাশির সমস্যায় জেরবার। পাকা রাস্তা চাই। -শেখ হাসানুর জামান, ক্ষুদ্র ব্যবসায়ী।
কাউন্সিলর বলেন
পুরবোর্ডের বিরোধী আচরণ সত্ত্বেও মানুষের পাশে থেকে কাজ করেছি।-অমলেন্দু বেরা, তৃণমূল।
বিরোধী মত
পুরসভা অনুমোদন দেওয়া সত্ত্বেও উন্নয়নের কাজে গড়িমসি করেছে কাউন্সিলর।-কণিকা সাউটিয়া, সিপিআই।
|
ওয়ার্ড ৫ |
• রামনগর, জগন্নাথচক, ভুঁইয়ারাচক, রঘুনাথচক নিয়ে ৫ নম্বর ওয়ার্ড
• ভোটার ৫৫৮২
• বুথ ৬টি
• মহিলা তফসিলি সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
জগন্নাথচক ও পূর্ব রামনগরের কিছু এলাকায় এখনও মোরামের রাস্তা। |
জলের হাল |
টাইম কলের সুবিধা নেই। টিউববওয়েল থাকলেও গরমে খারাপ হয়ে যায়। জলসঙ্কট চরমে ওঠে। |
পথবাতি |
সম্প্রতি কিছু এলাকায় পথবাতি বসেছে। তবে, রামনগর ও রঘুনাথচক এখনও অন্ধকারে। |
নিকাশি |
কলোনি এলাকায় নর্দমা রয়েছে। বাকি এলাকায় নিকাশির কোনও ব্যবস্থা নেই। |
সাফাই |
নিয়মিত সাফাই হয় রাস্তাঘাট। তা সত্ত্বেও জল জমে দূষণ ছড়ায়। |
সংস্কারের অভাবে ৫ নম্বর ওয়ার্ডে মজে গিয়েছে খাল। ছবি: আরিফ ইকবাল খান। |
নাগরিকের চোখে
সার্বিক উন্নয়ন বলে কিছু হয়নি। জল, রাস্তা-সহ নানা দাবি রয়েছে। -এমদাদুল ইসলাম, ব্যবসায়ী।
কাউন্সিলর বলেন
কাজ করেছি। পুরসভার বিমাতৃসুলভ আচরণের জন্য অসুবিধা হয়েছে। -সুধাংশু মণ্ডল, তৃণমূল।
বিরোধী মত
বিপিএল তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে। উন্নয়নের কাজেও পক্ষপাতিত্ব করেছেন। -মঞ্জু দাস, সিপিএম।
|
ওয়ার্ড ৬ |
• ঝিকুরখালি ও শালুকখালি এলাকা নিয়ে এই ওয়ার্ড
• এ বার মোট ভোটার ৩৩৯২
• বুথের সংখ্যা ৪ |
রাস্তা কেমন |
ভোটের মুখে কিছু এলাকায় রাস্তা ঢালাই হয়েছে। এখনও কিছু এলাকায় কাঁচা রাস্তা। |
জলের হাল |
টাইমকলের সংযোগ আসেনি। টিউবওয়েল যথেষ্ট না থাকায় বহু দূর থেকে জল আনতে হয়। |
পথবাতি |
অধিকাংশ এলাকাতেই পথবাতি নেই। অনেক জায়গায় আবার থাকলেও আলো জ্বলে না। |
নিকাশি |
খাল থাকলেও সংস্কার হয় না। ঝিকুরখালি পূর্বপল্লিতে নিকাশি সমস্যা সবচেয়ে বেশি। |
সাফাই |
নিয়মিত সাফাই হয় না। জঞ্জালে ভরে গিয়েছে এলাকা। রুদ্ধ খালপথ। |
হলদিয়ায় পুরভোটের প্রচার |
নাগরিকের চোখে
গরিবদের কথা কেউ ভাবে না। রাস্তা ও পানীয় জল চাই। -গীতা সর্দার, গৃহবধূ।
কাউন্সিলর বলেন
বেশ কিছু কাজের অনুমোদন বাতিল হয়েছে। সাংসদ তহবিলের টাকায় কাজ করেছি। -বিদ্যাবতী পাত্র, তৃণমূল।
বিরোধী মত
সার্বিক উন্নয়ন হয়নি। এলাকাবাসীর অধিকাংশ চাহিদা পূরণ হয়নি। -আবুল কালাম, সিপিএম।
|
তথ্য: দেবমাল্য বাগচি |