পুরভোটে নজরবন্দি হলদিয়া
ওয়ার্ড ৪
• রাজারামপুর, হাজরা, বাসুদেবপুর ও ভাগ্যবন্তপুরের কিছু এলাকা নিয়ে ওয়ার্ড
• ভোটার ৬৯৪৭
• বুথ ৮টি
• মহিলা সংরক্ষিত আসন।
মূল রাস্তা পিচ ও ঢালাইয়ের হলেও ভিতরের অধিকাংশ রাস্তা কাঁচা বা মোরামের।
টাইম কলের সুবিধা নেই। টিউবওয়েল থাকলেও গ্রীষ্মকালে সেগুলি প্রায়শই খারাপ হয়ে যায়।
অধিকাংশ এলাকায় পথবাতি নেই। সদ্য গিরিশ মোড় থেকে রাজারামপুর আশ্রম পর্যন্ত পথবাতি বসেছে।
বেহাল নিকাশি। পাকা নর্দমা নেই কোথাও। বৃষ্টি হলেই জলমগ্ন হয় এলাকা।
সাফাই হয় না নিয়মিত। মূল রাস্তাগুলিতে সপ্তাহে দু’দিন সাফাই হয় মাত্র।

৪ নম্বর ওয়ার্ডে সঙ্কীর্ণ ঢালাই রাস্তা।
নাগরিকের চোখে
পানীয় জল ও নিকাশির সমস্যায় জেরবার। পাকা রাস্তা চাই। ক্ষুদ্র ব্যবসায়ী।

কাউন্সিলর বলেন
পুরবোর্ডের বিরোধী আচরণ সত্ত্বেও মানুষের পাশে থেকে কাজ করেছি। তৃণমূল।

বিরোধী মত
পুরসভা অনুমোদন দেওয়া সত্ত্বেও উন্নয়নের কাজে গড়িমসি করেছে কাউন্সিলর। সিপিআই।

ওয়ার্ড ৫
• রামনগর, জগন্নাথচক, ভুঁইয়ারাচক, রঘুনাথচক নিয়ে ৫ নম্বর ওয়ার্ড
• ভোটার ৫৫৮২
• বুথ ৬টি
• মহিলা তফসিলি সংরক্ষিত আসন।
জগন্নাথচক ও পূর্ব রামনগরের কিছু এলাকায় এখনও মোরামের রাস্তা।
টাইম কলের সুবিধা নেই। টিউববওয়েল থাকলেও গরমে খারাপ হয়ে যায়। জলসঙ্কট চরমে ওঠে।
সম্প্রতি কিছু এলাকায় পথবাতি বসেছে। তবে, রামনগর ও রঘুনাথচক এখনও অন্ধকারে।
কলোনি এলাকায় নর্দমা রয়েছে। বাকি এলাকায় নিকাশির কোনও ব্যবস্থা নেই।
নিয়মিত সাফাই হয় রাস্তাঘাট। তা সত্ত্বেও জল জমে দূষণ ছড়ায়।

সংস্কারের অভাবে ৫ নম্বর ওয়ার্ডে মজে গিয়েছে খাল। ছবি: আরিফ ইকবাল খান।
নাগরিকের চোখে
সার্বিক উন্নয়ন বলে কিছু হয়নি। জল, রাস্তা-সহ নানা দাবি রয়েছে।
ব্যবসায়ী।

কাউন্সিলর বলেন
কাজ করেছি। পুরসভার বিমাতৃসুলভ আচরণের জন্য অসুবিধা হয়েছে।
তৃণমূল।

বিরোধী মত
বিপিএল তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে। উন্নয়নের কাজেও পক্ষপাতিত্ব করেছেন।
সিপিএম।

ওয়ার্ড ৬
• ঝিকুরখালি ও শালুকখালি এলাকা নিয়ে এই ওয়ার্ড
• এ বার মোট ভোটার ৩৩৯২
• বুথের সংখ্যা ৪
ভোটের মুখে কিছু এলাকায় রাস্তা ঢালাই হয়েছে। এখনও কিছু এলাকায় কাঁচা রাস্তা।
টাইমকলের সংযোগ আসেনি। টিউবওয়েল যথেষ্ট না থাকায় বহু দূর থেকে জল আনতে হয়।
অধিকাংশ এলাকাতেই পথবাতি নেই। অনেক জায়গায় আবার থাকলেও আলো জ্বলে না।
খাল থাকলেও সংস্কার হয় না। ঝিকুরখালি পূর্বপল্লিতে নিকাশি সমস্যা সবচেয়ে বেশি।
নিয়মিত সাফাই হয় না। জঞ্জালে ভরে গিয়েছে এলাকা। রুদ্ধ খালপথ।

হলদিয়ায় পুরভোটের প্রচার
নাগরিকের চোখে
গরিবদের কথা কেউ ভাবে না। রাস্তা ও পানীয় জল চাই।
গৃহবধূ।

কাউন্সিলর বলেন
বেশ কিছু কাজের অনুমোদন বাতিল হয়েছে। সাংসদ তহবিলের টাকায় কাজ করেছি।
তৃণমূল।

বিরোধী মত
সার্বিক উন্নয়ন হয়নি। এলাকাবাসীর অধিকাংশ চাহিদা পূরণ হয়নি।
সিপিএম।

তথ্য: দেবমাল্য বাগচি


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.