ইপিএল বিতর্কের রেশ ভারতেও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইংলিশ প্রিমিয়ার লিগের তীব্র বিতর্কের রেশ এসে পড়ল ভারতেও। এই মুহূর্তে ই পি এলের অন্যতম বিতর্কিত চরিত্র, ব্ল্যাকবার্ন রোভার্স কোচ স্টিভ কিন ভারতে আসছেন ক্লাবের মালিক ভেঙ্কিসদের সঙ্গে কথা বলতে। দল নেমে গিয়েছে। কিন্তু কিনকে সরাতে নারাজ ভেঙ্কিসরা। এ নিয়ে রোভার্স সমর্থকরা ক্ষিপ্ত। তার পরে সোমবার রোভার্সের প্রাক্তন কোচ স্যাম অ্যালারডাইসের বিরুদ্ধে কিনের অশ্লীল মন্তব্যের ভিডিও নিয়ে ইংল্যান্ডে তোলপাড় শুরু হয়েছে। অ্যালারডাইস মামলা করছেন কিনের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ভেঙ্কিস কর্তারা কিনকে রাখেন কি না দেখার। এ দিকে চেলসি ও জুভেন্তাসের সায়েন্টিফিক কনসালট্যান্ট ম্যাগনি মোর ভারতে আসছেন। তিরুবনন্তপুরমে স্ট্রেংথ ও কন্ডিশনিং নিয়ে এক অভূতপূর্ব সম্মেলন হচ্ছে। ভারতীয় দলের টিডি রব বান থেকে শুরু করে অনেকে আসছেন ওয়ার্কশপে অংশ নিতে। ২৪-২৬ মে তিরুবনন্তপুরমে এই ওয়ার্কশপ হচ্ছে সাইয়ের উদ্যোগে।
|
ডোপ পরীক্ষার ভয়ে পালিয়ে শাস্তির মুখে নামী অ্যাথলিট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডোপ পরীক্ষার ভয়ে ক্রমাগত পালানোর দায়ে সাসপেন্ড হওয়ার সামনে দেশের অন্যতম সেরা অ্যাথলিট মনজিৎ কাউর। অলিম্পিকের ঠিক আগে। এশিয়ান গেমসে জোড়া সোনা জয়ী মনজিৎ পাতিয়ালায় জাতীয় শিবিরে ছিলেন ফেডারেশন কাপের সময়। তিনি নামেননি অ্যাথলেটিক্স মিটে। কিন্তু ডোপিং এজেন্সির কর্তাদের সন্দেহ তাঁর দিকে। তাঁরা বলেন, খেলতে না নামলেও এই অ্যাথলিটকে মূত্র নমুনা দিতে হবে। শুনে নানা বাহানায় সরে পড়েন মনজিৎ। তার পরেও তাঁর খোঁজ করলে পাওয়া যায়নি। পরীক্ষার নোটিশও নেননি। ওয়াডার নিয়মে, নোটিশ পেয়েও কেউ ডোপ পরীক্ষা না করলে তাঁকে শাস্তি দেওয়া হতে পারে। আজ তাঁকে নোটিশ দিচ্ছে ওয়াডা। না এলে মনজিৎ ডোপ পরীক্ষা ছাড়াই সাসপেন্ড হতে পারেন।
|
ফার্গুসনের কাছে ক্ষমা চাইল ম্যান সিটি
নিজস্ব প্রতিবেদন |
মৃতদের জন্য যা লেখা হয়, তা অ্যালেক্স ফার্গুসনের জন্য লিখে শহর ঘোরায় তুমুল বিতর্কের মধ্যে পড়লেন কার্লোস তেভেজ। ম্যাঞ্চেস্টার সিটি কর্তাদের এর জন্য ক্ষমা চাইতে হল ফার্গুসনের কাছে। সোমবার ম্যান সিটির ফুটবলাররা গোটা শহর ঘুরছিলেন খোলা বাসে। সেই সময় খোলা বাসে হঠাৎ তেভেজের হাতে দেখা যায় একটা ব্যানার, ‘আর আই পি ফার্গি’। যার অর্থ ‘রেস্ট ইন পিস’। ওই ব্যানারটা তেভেজের হাতে কে দিল, কেউ বলতে পারছিল না। এ দিনই প্রিমিয়ার লিগের সেরা ম্যানেজার মনোনীত হয়েছেন ফার্গুসন, সেরা ফুটবলার তাঁর দলেরই রায়ান গিগস। ফার্গুসনের সঙ্গে তেভেজের ঝামেলা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময়। ঝামেলার জন্যই তেভেজ ক্লাব ছেড়েন। ফের এই ঘটনায় সম্পর্ক আরও তিক্ত হবে কোনও সন্দেহ নেই।
|
ক্রিকেটার তুলতে আসছেন পাটিল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে একেবারে তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তুলতে ’৮৩-র বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য সন্দীপ পাটিলকে নিয়ে আসছে সিএবি। আগামী ১৮ মে থেকে রাজ্যের ৬৪-টি মহকুমা থেকে ক্রিকেটার বাছাইয়ের কাজ শুরু। পাটিল প্রথম কয়েক দিন থাকবেন। পরে ফের আসার কথা। প্রথমে ১৫ দিনের একটি শিবির হবে। তার পর ক্রিকেটার বাছাইয়ের কাজ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। এই পর্বে এনসিএ-র অন্যান্য কোচদেরও আসার কথা। বাছাই ক্রিকেটারদের পাঠানো হবে এনসিএতে। পাশাপাশি জেলা ক্রিকেটের সঙ্গে যোগাযোগ উন্নত করতে সব জেলায় ই-যোগাযোগ ব্যবস্থা চালু করছে সিএবি।
|
আইন্দোভেনের কোচ ভারতের যুব দলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইন্দোভেনের অনূর্ধ্ব উনিশ কোচ রেমন্ড লিব্রেটস কোচ হতে চলেছেন ভারতের যুব দলের (অনূর্ধ্ব ২২)। সেই সঙ্গে দায়িত্ব নেবেন পৈলান অ্যারোজেরও। তবে ডাচ কোচ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এখন তিনি বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার কলকাতা আসছেন পৈলানের পরিকাঠামো দেখতে। সব পছন্দ হলে তবেই তিনি কোচিং করাবেন। |