টুকরো খবর
কীটনাশক ঢেলে মাছ মারার অভিযোগ
পুকুরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তুল্যাণ গ্রামে। সোমবার সেখানকার একটি পুকুরে প্রচুর মরা মাছ ভেসে ওঠে। পুলিশ-প্রশাসনে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট মাছচাষি। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তারকেশ্বরের কেশবচক পঞ্চায়েতের কেটেরা গ্রামের বাসিন্দা শ্রীমন্ত সাহা গত চৈত্র মাসে তুল্যাণ গ্রামের ঝাপানতলায় রাস্তার ধারে ‘রায়সিংহ’ নামের পুকুরটি লিজ নেন। পুকুরটির আয়তন প্রায় ১৫ কাঠা। মাসখানেক ধরে শ্রীমন্তবাবু তাতে মাছচাষ করছিলেন। গত সোমবার সকালে পুকুরটিতে অজস্র মাছ ভাসতে দেখা যায়। শ্রীমন্তবাবু বলেন, “একটি কীটনাশকের শিশি পুকুরে ভাসছিল। পুকুরে বিষপ্রয়োগ করেই হাজার হাজার মাছ মেরে ফেলা হয়েছে।” এ ব্যাপারে স্থানীয় এক ব্যক্তিকে সন্দেহ করছেন ওই মাছচাষি। তিনি বলেন, “তারকেশ্বরের একটি সার বিক্রির দোকানে খোঁজ নিয়ে জেনেছি, কয়েকদিন আগে তুল্যাণ গ্রামের এক ব্যক্তি ওই কীটনাশক কিনেছিলেন। ওই ব্যক্তি পুকুরটি লিজ নিয়ে সেখানে মাছচাষ করতেন। মনে হয়, তাঁকে না দিয়ে আমাকে লিজ দেওয়াতেই তিনি কীটনাশক ঢেলে পুকুর-ভর্তি মাছ মেরে ফেললেন।” সোমবারেই বিডিও সুমন মজুমদারের কাছে লিখিত অভিযোগ করেন ওই মাছচাষি। অভিযোগ দায়ের করা হয় তারকেশ্বর থানাতেও। বিডিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশকে।

গুজবের জেরে হামলা গোঘাটে
তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ নির্মাণের মাটির কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল এক দল গ্রামবাসীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের মিরগা-চাতরায়। ঠিকাদার সংস্থার তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়। দোষীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ মাটি বহনকারী একটি গাড়ির ধাক্কা লেগে নবনির্মিত রেলপথ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। রয়ে যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন কিছু গ্রামবাসী। কয়েকশো লোক লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় ঠিকাদার সংস্থার ক্যাম্পে। সেখানে তখন জনা ২০ শ্রমিক ছিলেন। ঠিকাদার সংস্থার এক গাড়িচালক-সহ ১০ জনকে বেধড়ক মারধর করা হয়। তিনটি ট্রাকে ভাঙচুর ও লুঠপাট হয়েছে বলেও অভিযোগ। শ্রমিকদের টাকা, মোবাইল ফোন লুঠ করে নিয়ে যায় হামলাকারীরা। কয়েকজন শ্রমিক ভয়ে পালান। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। ঠিকাদার সংস্থার তরফে হারাধন চট্টোপাধ্যায়ের অভিযোগ, “গুজব ছড়িয়ে হামলা হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছি।”

খায়রুল বাসারের স্মরণে অনুষ্ঠান
— নিজস্ব চিত্র।
প্রয়াত লেখক খায়রুল বাসারের স্মরণসভা হল বাগনানে। গত ৬ মে প্রথম স্মরণ অনুষ্ঠানটি হয় বাগনানের ‘বসুধৈব’ পত্রিকা দফতরে। ১৩ মে দ্বিতীয় দিনের অনুষ্ঠানটি হয় বাগনান হাইস্কুলে। দু’টি অনুষ্ঠানেই প্রয়াত লেখকের প্রতিকৃতিতে মালা দিয়ে তাঁকে স্মরণ করেন এলাকার বিশিষ্ট জনেরা। কবিতা পাঠ ও গানের মধ্যে দিয়েও তাঁকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন বাগনান কলেজের প্রাক্তন অধ্যক্ষ জগন্নাথ গোস্বামী, সুধীর চট্টোপাধ্যায়, শ্রীকান্ত পাল, সুনীল সেনগুপ্ত প্রমুখ।

দু’জন যুবকের মৃত্যু আরামবাগে
সোমবার রাতে দু’টি বিচ্ছিন্ন ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে আরামবাগে। পুলিশ জানায়, পুড়শুড়ার শ্যামপুরে পারিবারিক অশান্তির জেরে বিষপান করেন স্বপন মান্না (৩৫)। পরিবারের লোকজন তাঁকে ভর্তি করেন আরামবাগ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় ওই যুবকের। একই কারণে খানাকুলের ঘোষপুরে বিষ খেয়ে আত্মঘাতী হন সুদীপ সানা (২৪)। মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মারা যান তিনি। দু’টি দেহই ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

যুবকের মৃত্যু পুড়শুড়ার গ্রামে
মঙ্গলবার সকালে পুড়শুড়ার সোঁয়ালুক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এক যুবক। পুলিশ জানায়, শঙ্কর নন্দী (৩০) নামে ওই যুবক নিজের বাড়িতেই ইলেক্টিকের লাইন মেরামত করছিলেন। সে সময়ে দুর্ঘটনা ঘটে। আত্মীয়-পরিজনেরা তাঁকে নিয়ে যান আরামবাগ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

বৃদ্ধের মৃত্যু
সোমবার গোঘাটের হাজিপুরে গাড়ির ধাক্কায় জখম হন স্থানীয় কোটা-পাড়ার বাসিন্দা আলি মহম্মদ মল্লিক (৯০)। পুলিশ জানায়, মঙ্গলবার মারা গিয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.