টুকরো খবর
ফোনে আড়িপাতা কাণ্ডে এ বার অভিযুক্ত মার্ডক-ঘনিষ্ঠ রেবেকা
ফোনে আড়িপাতা কাণ্ডের পুলিশি তদন্ত প্রভাবিত করার দায়ে অভিযুক্ত করা হল রুপার্ট মার্ডকের ‘নিউজ ইন্টারন্যাশনাল’ সংস্থার প্রাক্তন চিফ এগ্জিকিউটিভ রেবেকা ব্রুকসকে। ৪৩ বছরের রেবেকা ছাড়াও তাঁর স্বামী চার্লি, রেবেকার সচিব, নিরাপত্তা অফিসার-সহ আরও কয়েক জনের বিরুদ্ধে আজ এই মামলায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি গোয়েন্দাদের কাছ থেকে তথ্য গোপন করা, লন্ডনে নিজেদের সদর দফতরের মহাফেজখানার নথি সরানোর ষড়যন্ত্র, এমনকী কাগজপত্র ও কম্পিউটার লুকিয়ে রাখার অভিযোগও আনা হয়েছে রেবেকার বিরুদ্ধে। ব্রুকস দম্পতি দোষী সাব্যস্ত হলে তাঁদের কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত, অধুনালুপ্ত যে ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ সংবাদপত্রের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ, রেবেকা সেটিরই প্রাক্তন সম্পাদক। ফোনে আড়ি পাতা মামলার তদন্তে সত্য গোপনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ওঠার পরে নতুন করে তদন্ত শুরু হয়। গত ১৩ মার্চ রেবেকাকে গ্রেফতারও করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড। তার পর এই প্রথম মামলাটিতে চার্জ গঠন হল। ফলে মার্ডক-সাম্রাজ্য ধাক্কা যেমন খেল, তেমনই অস্বস্তিতে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি ব্রুকস দম্পতির বন্ধু। তবে শুধু ক্যামেরন নন, তাঁর পূর্বসূরি গর্ডন ব্রাউনের পরিবারেরও ঘনিষ্ঠ রেবেকা। আজ অবশ্য চার্জ গঠনের বিরুদ্ধে সরব হয়েছেন ব্রুকস দম্পতি। চার্জ গঠনের সিদ্ধান্তকে ‘দুর্বল ও অন্যায্য’ বলেছেন তাঁরা।

ফ্রান্সের নয়া প্রেসিডেন্টের বিমানে বাজ
ওলাঁদ
বজ্রপাত হল নতুন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বিমানে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। মঙ্গলবার সকালেই প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ওলাঁদ। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বার্লিনে বিশেষ বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। যাত্রা শুরুর খানিক পরেই তাঁর বিমানে বজ্রপাত হয়। বিমানটি কোনও মতে রক্ষা পায়। বিমানচালক দ্রুত বিমানের মুখ ঘুরিয়ে ফিরে আসেন প্যারিসে। পরে অন্য বিমানে উড়ে যান ওলাঁদ। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, “বিমানটি ফিরিয়ে আনা হয় বজ্রপাতের কারণে। কারও কোনও ক্ষতি হয়নি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.