দুর্ঘটনার কারণে গাড়ি চালকদের বিরুদ্ধে ৩০৪ ধারা প্রয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামল পরিবহণ শ্রমিক ও মালিকদের যৌথ কমিটি। সোমবার মঞ্চের প্রতিনিধিরা রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি’র মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেন। তাঁরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের কাছেও ওই ধারা বাতিলের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেবেন। এদিন যৌথ মঞ্চের পক্ষে হুমকি দেওয়া হয়েছে, দাবি মানা না হলে ১৯ মে’র পরে তারা একদিনের পরিবহণ ধর্মঘট করবেন। ওই দিন শিলিগুড়ি রামকিঙ্কর হলে একটি বৈঠকে সে ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
পথ দুর্ঘটনায় চালকদের বিরুদ্ধে কঠোরতর মামলা দায়ের করার প্রতিবাদ জানান তাঁরা। সংগঠনের পক্ষে প্রণব মানি বলেন, “গত তিন চার মাসের মধ্যে উত্তরবঙ্গে অন্তত ১৫ জন গাড়ি চালকের বিরুদ্ধে ৩০৪ ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে একজন প্রাইভেট গাড়ির চালকও আছেন। চালকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে গাড়ি চালানো ছেড়ে দিতে চাইছেন। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। সরকারকে এটা বুঝতে হবে। নাহলে আমরা ধর্মঘটে যাব।” ইতিমধ্যে তাঁরা তাদের দাবির সমর্থনে উত্তরবঙ্গ বেসরকারি যাত্রী ও পণ্যবাহী মালিক ও শ্রমিক সমন্বয় সমিতির নামে লিফলেট বিলির কাজ শুরু করেছেন। তারা অভিযোগ করেন, শিলিগুড়ি-জলপাইগুড়ি, দার্জিলিং সহ বিভিন্ন রাস্তা বেহাল হয়ে পড়েছে। যার ফলে দুর্ঘটনা বেশি ঘটছে।
এ দিন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন সহ উত্তরবঙ্গের ছয় জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন পরিবহণ ব্যবসায়ী ও শ্রমিকরা। গত ৭ মার্চ উত্তর দিনাজপুরের জেলার পরিবহণ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কলকাতায় গিয়ে ওই দফতরের মন্ত্রী মদন মিত্রকে স্মারকলিপি দেন। উত্তর দিনাজপুরের সংগঠনে পক্ষে অশোক চন্দ বলেন, “এবারে কোনও চালকের বিরুদ্ধে ৩০৪ ধারা প্রয়োগ করা হলে আমরা অনির্দিষ্টকালের জন্য বেসরকারি পরিবহণ ধর্মঘটে যাব। তা জেলা প্রশাসনের কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।” উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “গাড়ি মালিক ও চালকদের দাবি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।” |