জেলার তিনটি স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলের কাছে হারলেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। নির্বাচনে অবশ্য কংগ্রেস-তৃণমূলেররেজাট হয়নি। দু’টি স্কুলে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল তারা। রবিবার নির্বাচন হয় পাড়া থানার উদয়পুর হাইস্কুল, ঝালদার জারগো হাইস্কুল এবং পুরুলিয়া ২ ব্লকের কুস্তাউর হাইস্কুলে। তিনটি স্কুলেরই পরিচালন সমিতি ছিল বামেদের দখলে। পাড়ার স্কুলে পৃথক ভাবে প্রার্থী দিয়েছিল কংগ্রেস ও তৃণমূল। সেখানে অভিভাবক প্রতিনিধিদের ছ’টি আসনের মধ্যে পাঁচটি পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি পেয়েছে সিপিআই। জারগো হাইস্কুলে কংগ্রেস পেয়েছে চারটি আসন। বাকি দু’টি পেয়েছে ফরওয়ার্ড ব্লক। এখানেও জোট হয়নি কংগ্রেস-তৃণমূলের। আর কুস্তাউর হাইস্কুলে ছ’টি আসনেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
|
কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম প্রশান্ত দুলে। সিমলাপাল থানা এলাকায় তাঁর বাড়ি। ধৃত যুবককে সোমবার খাতড়া আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হাজতে হয়। গত ৩০ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সিমলাপাল থানা এলাকার ওই কিশোরী। পরের দিন ওই কিশোরীর বাবা সিমলাপাল থানায় নিখোঁজ ডায়েরি করেন। গত ৫ মে তিনি প্রশান্ত দুলের বিরুদ্ধে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগও দায়ের করেন। পুলিশ জানায়, রবিবার দুপুরে সিমলাপাল এলাকা থেকে ওই যুবক এবং কিশোরীকে আটক করা হয়। পরে কিশোরীকে হোমে পাঠানো হয়েছে। যদিও ধৃতের পরিবারের দাবি, ওই কিশোরী প্রশান্তর সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে গিয়েছিল।
|
ইঁদপুর ব্লকের আড়ালডিহি হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ফের জয়ী হল সিপিএম। রবিবার ওই স্কুলে ভোট হয়। পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনের মধ্যে সিপিএম পায় ৫টি। তৃণমূল পায় ১ টি আসন। টানা ৩০ বছর ধরে ওই স্কুলের পরিচালন সমিতি সিপিএমের দখলে রয়েছে। এ বার অভিভাবক প্রতিনিধিদের ৬ টি আসনের জন্য সিপিএমের ৫ জন এবং তৃণমূলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
|
একটি বিড়ি কোম্পানির নামে অবৈধ ব্যবসা চলার অভিযোগ জানিয়ে সোমবার বিষ্ণুপুরে শ্রম দফতরে স্মারকলিপি দিল বিড়ি শ্রমিকদের একটি সংগঠন। সহ-শ্রম মহাধ্যক্ষ সুভাষ মুখোপাধ্যায় বলেন, “কোনও কারখানা বৈধ না অবৈধ তা দেখার দায়িত্ব জেলা প্রশাসনের। আন্দোলনকারীদের সেখানে অভিযোগ জানাতে বলেছি।” |