গণপ্রহারে ট্রাকের খালাসির মৃত্যুর ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সজল বাউরি ও সুভাষ বাউরি। দুজনেই গঙ্গাজলঘাটির ভৈরবপুরের বাসিন্দা। রবিবার রাতেই গ্রামের একটি মাঠ থেকে পুলিশ তাঁদের গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভৈরবপুর গ্রামে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে, একটি হরিমন্দির রয়েছে। সেখানে শনিবার হরিনাম সংকীর্তন হচ্ছিল। কীর্তনের গান শুনতে স্থানীয় বাসিন্দারা হরিমন্দিরের চারপাশে জড়ো হয়েছিলেন। সেই ভিড় রাস্তা পর্যন্ত ছিল। রাত প্রায় ১১টা নাগাদ ট্রাকের ধাক্কায় স্থানীয় যুবক শুভজি সিংহের জখম হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম বাধে ভৈরবপুর গ্রামে। উত্তেজিত জনতার মারে প্রাণ যায় ওই ট্রাকের খালাসি তামিলনাড়ুর নামাক্কাল জেলার বাসিন্দা আন্ডি আপ্পা-র (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনতার মারে জখম হন ওই ট্রাকের চালক থাঙ্গা ভেল। ওই ট্রাকটি ভাড়ায় খাটাচ্ছিলেন বাঁকুড়ার পুরন্দরপুরের বাসিন্দা প্রদ্যুৎ সিংহ। তিনি ওই ঘটনায় গ্রামবাসীদের বিরুদ্ধে গণপ্রহারের অভিযোগ করেন। অন্য দিকে, আহত যুবকের পরিবার অভিযোগ করে ট্রাক চালকের বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাক চালককে রবিবার গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃত দুই যুবক-সহ ট্রাক চালককে বাঁকুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক ট্রাক চালককে জামিনে মুক্তি দিলেও খুনের ঘটনায় ধৃত দুই যুবককে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। |