টুকরো খবর |
‘ইনস্পেকশন কার’-এর ধাক্কায় মৃত্যু, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
রেলের ‘ইনস্পেকশন কার’-এর ধাক্কায় এক যুবকের মৃত্যুতে সোমবার বেশ কয়েক ঘণ্টা শিয়ালদহ (দক্ষিণ) শাখার বেতবেড়িয়া ও তালদি স্টেশনের মধ্যে অবরোধ করে জনতা। ফলে, দুর্ভোগে পড়েন যাত্রীরা। রেল পুলিশ জানায়, মৃতের নাম জাহাঙ্গির গাইন (৩৫)। বাড়ি ক্যানিংয়ের বেলেগাছিতে। ঘুটিয়ারি শরিফ ও ক্যানিংয়ের মধ্যে নবনির্মিত ডবল লাইন ধরে হাঁটছিলেন জাহাঙ্গির। সেই লাইনেই আসছিল ‘ইনস্পেকশন কার’। দুর্ঘটনার পরে শিয়ালদহগামী একটি লোকাল ওই লাইনে এলে অবরোধকারীরা ট্রেনটি আটকান। তাঁদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে ‘ইনস্পেকশন কার’ চালানো হচ্ছিল। তার জেরেই দুর্ঘটনা। রাত ৮টা পর্যন্ত ট্রেনটিকে সেখানেই আটকে রাখা হয়। অবরোধকারীদের সঙ্গে রাত পর্যন্ত আলোচনা চলে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “ইনস্পেকশন কারের ধাক্কায় এক জনের মৃত্যুর কথা শুনেছি। ওই লাইনে যে পরীক্ষামূলক ভাবে ইনস্পেকশন কার চালানো হবে তা আগাম বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল।”
|
যুবককে গুলি, বিধায়কের ছেলে আটক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি করে এক ব্যক্তিকে জখম করার অভিযোগে ভাঙড়ের সিপিএম বিধায়ক বাদল জমাদারের ছেলে আনারুল জমাদারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে কাশীপুর থানা এলাকার সাতুলিয়া গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। আনারুল তখনই সরিফুল নামে এক যুবককে লক্ষ করে গুলি ছোড়ে বলে অভিযোগ। সরিফুলের হাতে গুলি লাগে। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে আর জি কর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম বলেন, “সরিফুল আমাদের সমর্থক। তাঁকে গুলি করায় স্থানীয় মানুষই আনারুলকে পুলিশের হাতে তুলে দেন।” সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, “সরিফুল গুলিতে জখম হয়েছেন ঠিকই। তবে আনারুলকে ফাঁসানো হয়েছে।” আনারুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
বৃদ্ধের দেহ উদ্ধার, খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • সাগর |
গলায় ফাঁস লাগানো অবস্থায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সাগরের চাঁপাতলা গ্রামে মাঠে একটি বাবলা গাছ থেকে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অসিত দাস (৬৪)। বাড়ি স্থানীয় মন্দিরতলা এলাকায়। তিনি সিপিএমের শাখা সম্পাদক ছিলেন। অসিতবাবুর ছেলে মৃণাল দাসের অভিযোগ, তাঁর বাবাকে শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশ কুরু এনে তদন্তের দাবিতে দেহ আটকে রাখে। পরে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন অসিতবাবু। এ দিন সকালে তাঁর গলায় গামছার ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
|
পাওয়ার টিলারে গলা কেটে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
মাঠে চাষের কাজে পাওয়ার টিলার চালাতে গিয়ে তার ফলায় গলা কেটে মৃত্যু হল এক চাষির। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুব্রত মণ্ডল (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ১০ টা নাগাদ বাড়ির কাছেই জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ করতে গিয়েছিলেন সুব্রতবাবু। পাওয়ার টিলার চালানোর সময় আচমকা সেটি পিছন দিকে চলতে শুরু করলে তার ধাক্কায় সুব্রতবাবু মাটিতে পড়ে যান। পাওয়ার চিলারের ফলায় তাঁর গলা কেটে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। দেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
|
বসিরহাটে দু’টি স্কুলে জয়ী সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
উত্তর ২৪ পরগনার বসিরহাটে দু’টি স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটকে হারিয়ে জয়ী হয়েছে সিপিএম। রবিবার স্বরূপনগরের তেপুল মির্জাপুরে নিমতলা বিকেপিটিটি হাইস্কুলে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন সিপিএম প্রার্থীরা। আগে এখানে কংগ্রেস-তৃণমূলের জোট থাকলেও এ বার নির্বাচনে আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল তারা। অন্যদিকে হাসনাবাদের বরুণহাট হাইস্কুলে ৬টি আসনের মধ্যে সিপিএম পেয়েছে ৮টি আসন। ২টি আসন পেয়েছেন তৃণমূলপ্রার্থীরা।
|
সংঘর্ষে মৃত্যু ঘোলায় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঘোলা থানা এলাকার বোর্ডঘর এলাকায় দু’দল দুষ্কৃতীর সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত ১১টা নাগাদ ওই সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয়। গোলমালের মূলে আছে এলাকা দখলের দৌড়। এ দিনের সংঘর্ষে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়। |
|