‘প্লে ফর গ্রিন’ ম্যাচকে ‘প্লে ফর উইন’-এ রূপান্তরিত করতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরিবেশ রক্ষা প্রচারে বিজয় মাল্যর আইপিএল টিম প্রতি বছর টুর্নামেন্টে তাদের একটা ম্যাচ সবুজ জার্সি পরে খেলে। চিন্নাস্বামী স্টেডিয়ামে সচিনদের বিরুদ্ধেই আজ সেই ম্যাচ ছিল আরসিবি-র। ম্যাচের আগে এক পশলা ভারী বৃষ্টি, মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসে মাঠের বাতিস্তম্ভ নিভে যাওয়া-জনিত কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে শেষ হওয়া ম্যাচ ৫ উইকেটে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স। ১৯ রানের মধ্যে সচিন (এক বলে ০), গিবস (২) এবং রোহিত শর্মাকে (৫) ডাগআউটে ফিরিয়ে দিয়ে এবং একটা সময় মুম্বইকে ৫১-৫ করে দিয়েও গেইলরা ম্যাচ বের করতে পারলেন না। অম্বাতি রায়াডু (৫৪ বলে ৮১ নঃআঃ) এবং কায়রন পোলার্ডের (৩১ বলে ৫২ নঃআঃ) অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ৬৪ বলে ১২২ রানের অসাধারণ পার্টনারশিপের দাপটে মুম্বই দু’বল বাকি থাকতে ১৭২ রানের টার্গেটে পৌঁছে যায়। |
|
বেঙ্গালুরুর ২০ ওভারে ১৭১-৬ স্কোরের জবাবে মুম্বই ১৯.৪ ওভারে তোলে ১৭৩-৫। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সচিনরা আইপিএল ফাইভের প্লে-অফে পৌঁছনোর সরণিতে অনেকটা এগিয়ে গেল। গেইলরা (১৪ ম্যাচে ১৫ পয়েন্ট) বরং সমস্যায়। অথচ শেষ দু’ওভারে ৩৭ রান তুলে বেঙ্গালুরুর স্কোরকে জেতার জায়গায় পৌঁছে দিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল (৩০ বলে ৬৪ নঃআঃ)। যার মধ্যে ২০তম ওভারে মুনাফ পটেলকে ঠেঙিয়ে তোলেন ২৪ রান। গেইল (৬), কোহলি (৩), ডেভিলিয়ার্সের (১৪) ব্যর্থতাকে ঢেকে দিয়ে। কিন্তু তার দাম থাকল না।
|
আইপিএলে নাটক মাঠে, মাঠের বাইরেও
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
সোমবারের আইপিএল সব দিক থেকে মহানাটকীয় হয়ে থাকল। দিনের প্রথম ম্যাচে একেবারে হারের মুখে পড়া মুম্বই ইন্ডিয়ান্স দুর্দান্ত ভাবে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। অন্য ম্যাচে শেষ বলে ছয় মেরে জেতালেন ডোয়েন ব্র্যাভো। আবার একই দিনে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনল একটি টিভি চ্যানেল। আইপিএলে গড়াপেটা, ক্রিকেটারদের অতিরিক্ত ‘কালো’ টাকা পাওয়া এ সব নিয়ে নাকি তাদের ক্যামেরার সামনে মুখ খুলেছেন বেশ কয়েক জন ক্রিকেটার। চ্যানেলের এই অভিযোগের পর ভারতীয় বোর্ডের তরফে বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসন বলেছেন, “অভিযোগ প্রমাণ হলে আমরা কঠোর সিদ্ধান্ত নেব। আমরা চ্যানেলের কাছ থেকে ভিডিও টেপ চেয়ে পাঠিয়েছি। সেটা দেখার পর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে সাসপেন্ডও করা হতে পারে।” এ তো গেল মাঠের বাইরের নাটকের কথা। মাঠেও কম নাটক হয়নি। বেঙ্গালুরুতে ১৯ রানের মধ্যে সচিন (এক বলে ০), গিবস (২) এবং রোহিত শর্মাকে (৫) ফিরিয়েও গেইলরা শেষে পাঁচ উইকেটে হারলেন মুম্বইয়ের কাছে। অম্বাতি রায়াডু (৫৪ বলে ৮১ নঃআঃ) এবং কায়রন পোলার্ডের (৩১ বলে ৫২ নঃআঃ) ৬৪ বলে ১২২ রানের পার্টনারশিপের দাপটে মুম্বই দু’বল বাকি থাকতে ১৭২ রানের টার্গেটে পৌঁছে যায়। ম্যাচ শেষে আবার তীব্র কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রায়াডু এবং বেঙ্গালুরুর হর্শাল পটেল। |