টুকরো খবর
খড়্গপুরে বামেদের টানা কর্মসূচি
তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লাগাতার আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নিল বামেরা। রবিবার সন্ধ্যায় খড়্গপুরে বিদ্যাসাগর আবাসনে এক সভা থেকেই এই সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএম কাউন্সিলর অনিতবরণ মন্ডল, সিপিআইয়ের জেলা নেতা জ্যোতিলাল বন্দ্যোপাধ্যায়, সিপিএমের খড়্গপুর শহর জোনাল সম্পাদক মনোজ ধর প্রমুখ। আগামী ৪ জুন পুরসভার সামনে জমায়েত করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “ওই দিন আমরা পুরপ্রধানকে স্মারকলিপিও দেব। আমাদের দাবিগুলি জানাব। তৃণমূল পরিচালিত পুরসভা জনস্বার্থবিরোধী নীতি নিয়ে চলছে।” মহকুমা বামফ্রন্ট সূত্রে খবর, মে মাস জুড়ে ওয়ার্ডে-ওয়ার্ডে পথসভা, পদযাত্রা, অবস্থান কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে। রবিবার সন্ধ্যার ওই সভায় শহরের বামপন্থী কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সকলেই পুরবোর্ডের সমালোচনা করেন। অভিযোগ করেন, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শহরবাসীর উপর ‘বোঝা’ চাপছে। পুরসভা থেকে বিভিন্ন কাজের জন্য যে সব ফর্ম পাওয়া যায়, তার দামও বাড়ানো হয়েছে। এর ফলে শহরবাসী সমস্যায় পড়ছেন। খড়্গপুর পুরসভার বিরুদ্ধে আগেই সরব হয়েছিল কংগ্রেস। দলীয় কাউন্সিলরেরা পুরবোর্ডের উপর থেকে সমর্থনও প্রত্যাহার করেছেন। এ বার বামপন্থীরা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করায় শহরের রাজনৈতিক মহলেও নানা জল্পনা শুরু হয়েছে।

মরসুমের উষ্ণতম দিন
হাঁসফাঁস করা গরমে নাজেহাল জেলাবাসী। দুপুরে যেন রাস্তায় বেরোনোই যাচ্ছে না। গরম থেকে বাঁচতে মুখ-গলা কাপড় ঢেকেও তেমন সুবিধা হচ্ছে না। সোমবার মেদিনীপুরে সর্বোচ্চ তাপপাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে এপ্রিলের শেষ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াসে। তারপর থেকে তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ৭২ ঘণ্টা পর বৃষ্টি হতে পারে। মেদিনীপুর কলেজের এন সি রানা আকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের অধিকর্তা সত্যব্রত রায় বলেন, “চলতি মরসুমে সোমবারের তাপমাত্রাই ছিল সবচেয়ে বেশি। আগামী ৭২ ঘণ্টায় এমন পরিস্থিতিই থাকবে। তার পর বৃষ্টি হতে পারে।” এদিন বাতাসে আপেক্ষিক অর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ। সর্বনিম্ম ৩২ শতাংশ।

চুরির কিনারা, উদ্ধার হল ল্যাপটপ, ধৃত ২
এক দুষ্কৃতীর বাড়ি থেকে ৩টি চোরাই ল্যাপটপ উদ্ধার করল খড়্গপুর জিআরপি। ক’দিন আগে খড়্গপুর স্টেশন সংলগ্ন বোগদায় এক ব্যক্তির কাছে থাকে ল্যাপটপের যন্ত্রাংশ খোওয়া যায়। ওই ব্যক্তি ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। ঘটনার পর তিনি খড়্গপুর জিআরপিতে লিখিত অভিযোগ জানান। এর পরেই ঘটনার তদন্ত শুরু করে জিআরপি। শুরুতে রামু মান্ডি নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পরে তাঁকে জেরা করে শেখ আলাউদ্দিন নামে আরও এক ব্যক্তির নাম জানা যায়। আলাউদ্দিন দুষ্টচক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে খবর। বাড়ি খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ায়। তল্লাশির সময়ে পাঁচবেড়িয়ার বাড়ি থেকেই চুরি যাওয়া যন্ত্রাংশের সঙ্গেই ৩টি ল্যাপটপ উদ্ধার হয়। খড়্গপুর জিআরপি-র ওসি আশিস রায় বলেন, “উদ্ধার হওয়া ল্যাপটপগুলির কাগজপত্র ছিল না। তাই বাজেয়াপ্ত করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।”

ট্রেন থেকে পড়ে মৃত্যু
চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হল। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। রেল সূত্রে খবর, ডাউন ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস থেকে অসাবধানতাবশত পড়ে যান ওই যুবক। ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে বাঁকুড়া জিআরপি থেকে কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান। জিআরপি জানিয়েছে, মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ছাত্র নিখোঁজ
নিখোঁজ হয়েছে বিমল নন্দী নামে অষ্টম শ্রেণির এক ছাত্র। নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফায়েডের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। তার বাবা গোপাল নন্দী জানান, বুধবার সকালে টিউশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বিমল, তারপর আর ফেরেনি। পুলিশ জানিয়েছে, একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। তদন্ত শুরু হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.