টুকরো খবর
স্বাস্থ্যকেন্দ্রের কাজ থমকে
দেড় বছর পরেও জয়গাঁয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ শেষ না ক্ষোভ দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, জয়গাঁয় সরকারি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা নেই। ২২ কিমি দূরে লতাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। অনেক সময় ভুটানে গিয়ে চিকিৎসা করাতে হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার আশ্বাস দিয়ে জানান, বাসিন্দাদের অসুবিধে জেনেই গোপীমোহন মাঠ লাগোয়া এলাকায় ১০ শয্যার স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ শুরু করা হয়েছে। ওই স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রথম পযার্য়ের ভবন নির্মাণের কাজ শেষের পথে। তিনি বলেন, “বিদ্যুদয়ন, জল সরবরাহ ও আবাসনের কাজ বাকি রয়েছে। সে জন্য স্বাস্থ্য দফতরের কাছে ৩৫ লক্ষ টাকা বরাদ্দের আবেদন করেছি। টাকা পেলে কাজ শুরু হবে।” স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের মধ্যে ওই স্বাস্থ্যকেন্দ্রের কাজ শেষ করার কথা ছিল। সেখানে ২৪ ঘন্টার জরুরি চিকিৎসা পরিষেবা, অ্যাম্বুলেন্স সহ দুজন চিকিৎসক রাখার পরিকল্পনা নেওয়া হয়। জেলা পরিষদের সভাধিপতি দীপ্তি দত্ত জানান, জয়গাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণের জন্য জেলা স্বাস্থ্য দফতর তাদের দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেন, “৪৮ লক্ষ ৮৪ হাজার টাকার প্রকল্পের কাজ আমরা প্রায় শেষ করে দিয়েছি।” ভারত ভুটান সীমান্ত শহর জয়গাঁও। সেখান থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে কালিচিনির লতাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রায় ৬০ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল। জয়গাওঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামাশংকর গুপ্তা বলেন, “জরুরি পরিষেবার দরকার হলে ভুটানের ফুন্টশেলিং শহরের হাসপাতালের উপর। এই অবস্থায়,স্বাস্থ্যকেন্দ্রের কাজ দ্রুত শেষ করলে এলাকার কয়েক হাজার মনুষ উপকৃত হবেন।” কালচিনি ব্লকের কিষাণ মজদুর কংগ্রেসের সভাপতি মহম্মদ আব্বাস দ্রুত স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবি করেছেন।

ডায়াবেটিস সচেতনতায়
দেশে ছ’কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসের শিকার। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানের চিকিৎসাকে নাগালে রাখতে গঠিত হয়েছে ‘কলকাতা ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট ফোরাম’। রবিবার ওই ফোরামের উদ্যোগে কলকাতায় ‘ডায়াবেটিস আপডেট ২০১২’-র উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী ইউরোপের বিভিন্ন শহর থেকেও ডায়াবেটিসের চিকিৎসকেরা সম্মেলনে যোগ দেন। চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ডায়াবেটিস-সচেতনতা কী ভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়। এ সম্পর্কে জনপ্রতিনিধিদের ভূমিকা আরও সক্রিয় হওয়া উচিত বলে মন্তব্য করেন অধিকাংশ চিকিৎসক।

স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন
রামনগর ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি রামনগর ২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রটি ১০ শয্যা থেকে ৩০ শয্যায় উন্নীত হয়। উদ্বোধনের পরে চন্দ্রিমাদেবী বলেন, “নতুন সরকার আসার পর রাজ্যের ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ হাসপাতালগুলিতে নবজাতকদের জন্য সিক নিউ-বর্ন কেয়ার ইউনিট গড়ে তোলা হয়েছে। এখন রাজ্যে শিশুমৃত্যুর হারও অনেকটাই কমেছে। প্রসূতিদের হাসপাতালমুখী করতে স্বাস্থ্য দফতর উদ্যোগী হয়েছে।” অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী বলেন, “গ্রামীণ হাসপাতালে যাতে সঠিক দামে ওষুধপত্র পাওয়া যায়, সেজন্য ‘মেডিসিন-স্টোর’ খোলার বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্বাস্থ্যমন্ত্রকও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে।” অনুষ্ঠানে ছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী, জেলার স্বাস্থ্য আধিকারিক সুকুমার দাস প্রমুখ।

ওন্দায় ডায়েরিয়া
ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে ওন্দার ভাটপুকুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে বাসিন্দাদের পেট খারাপ ও বমি শুরু হয়। ওন্দা ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ দেওঘরিয়া বলেন, “ডায়েরিয়ায় অসুস্থদের ছ’জনকে রামসাগর স্বাস্থ্যকেন্দ্রে ও দু’জনকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামে অসুস্থদের দেখতে চিকিৎসক দল পাঠানো হয়েছে।”

বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ ৮০ জন
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৩০ জন মহিলা-সহ ৮০ জন নিমন্ত্রিত। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার ছোট বালা গ্রামে। ৪০ জন অসুস্থ অবস্থায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে জেলার অন্য স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসাধীন রয়েছেন। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের সুপার গোপাল দে বলেন, “খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা॥’-চার জন বাদে সকলেই অসুস্থ হয়ে পড়েছি। এখনও অনেকেরই অবস্থা খারাপ।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.