মারা গেলেন কৃষ্ণনগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ শর্মা (৬৫)। গত ২৪ এপ্রিল কালীনগরের বাড়িতে তাঁর গায়ে আগুন লেগে যায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে কৃষ্ণনগরের একটি নার্সিংহোমে ভর্তি করেন বাড়ির লোক। পরে তাঁকে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে সেখানেই তিনি মারা যান। দিলীপবাবু কৃষ্ণনগর পুরসভায় ৪ বার কংগ্রেসের হয়ে ও এক বার তৃণমূলের কাউন্সিলর নির্বাচিত হন। গত বছর তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। তিনি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার রাতে তাঁর দেহ শহরে নিয়ে আসা হয়। পুরপ্রধান কংগ্রেসের অসীম সাহা বলেন, “তাঁর দেহ ঘিরে রাস্তায় মানুষের ভিড় তাঁর জনপ্রিয়তার পরিচয় দিয়েছে। উনি তৃণমূলে যোগ দিলেও আমরা তাঁকে সম্মান করি।” সম্প্রতি রামপুরহাটে একটি খুনের ঘটনায় দিলীপবাবুর ছেলে দেবানন্দ শর্মাকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
|
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নবদ্বীপের একটি মঠের এক সন্ন্যাসীর বিরুদ্ধে।
গৌরাঙ্গ দাস নামে সত্তরোর্ধ ওই সন্ন্যাসী নবদ্বীপের কোলেরডাঙা এলাকার একটি মঠে থাকেন। শনিবার বিকেলে পূর্বস্থলীর নিচুচাপাহাটি থেকে ওই কিশোরি এবং তার আরও দুই বান্ধবী মঠে বেড়াতে আসে। অভিযোগ, সন্ধ্যা নাগাদ মঠের ভেতরে ডেকে ওই কিশেরির উপর অত্যাচার শুরু করেন গৌরাঙ্গ দাস। কিছুক্ষণের মধ্যেই তার বান্ধবীরা ঘটনাস্থলে এসে পড়ে চিৎকার শুরু করে দেয়। তাদের চিৎকারে লোকজন জড়ো হয়ে গৌরাঙ্গ দাসকে হাতেনাতে ধরে ফেলে এবং শুরু হয় গণপিটুনি। গৌরাঙ্গ দাস বর্তমানে নবদ্বীপ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ওই কিশোরির দিদিমা ধীরা সাঁতরা রবিবার অভিযোগ দায়ের করেছেন গৌরাঙ্গ দাসের বিরুদ্ধে। তিনি বলেন, “নাতনি আমার কাছে থেকেই পড়াশোনা করে। শনিবার স্কুল ছুটির পরে মঠে বেড়াতে গিয়েছিল। তখনই ওই ঘটনা ঘটে। আমি ওই ব্যক্তির কঠোর শাস্তি চাই।” তবে গৌরাঙ্গ দাস বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিনা কারণে মারধরও করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
|
আদালত থেকে নিখোঁজ হয়ে গিয়েছে ইজ্জত শেখ নামে এক বিচারাধীন বন্দি। বাড়ি চাপড়ার বেতবেড়িয়া-পাখিপাড়া গ্রামে। শনিবার সন্ধ্যায় রানাঘাট মহকুমা আদালতের ঘটনা। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “এ দিন সন্ধ্যায় বন্দিদের জেলে নিয়ে যাওয়ার পর থেকে ইজ্জত শেখকে পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারও গাফিলতি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইজ্জত শেখ। এ দিন কৃষ্ণনগর জেল থেকে তাকে আদালতে হাজির করা হয়েছিল। সন্ধ্যায় আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান তিনি।
|
বিচারাধীন এক বন্দি পালানোর ঘটনায় রবিবার রাজকুমার মাইতি নামে তেহট্ট উপ-সংশোধনাগারের এক নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হল। বুধবার ভোরে হাফিজুল শেখ নামে বিচারাধীন এক বন্দী সংশোধনাগার থেকে পালিয়ে যায়। ঘটনার পরে দুই নিরাপত্তারক্ষীকে শো কজ করা হয়। তেহট্টের মহকুমাশাসক তথা উপ-সংশোধনাগারের সুপার অচিন্ত্যকুমার মণ্ডল বলেন, ‘‘গোটা ঘটনাটি আইজিকে (কারা) জানানো হয়েছিল। বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। তার ভিত্তিতেই এ দিন এক নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। পলাতক ওই বন্দির খোঁজে তল্লাশি চলছে।’’
|
অস্বাভাবিক মৃত্যু হয়েছে প্রভাতী দত্ত (৮০) নামে এক বৃদ্ধার। বাড়ি শান্তিপুরের মাতালগড়ে। রবিবার সকালে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন পড়শিরা। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার ভাইপো গোপাল দত্ত বলেন, “পড়শিরাই পিসির মৃতদেহ দেখতে পান।’’ তাঁর অভিযোগ, প্রভাতীদেবীর হাতের চুড়ি-আংটি পাওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, তদন্ত হচ্ছে।
|
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ছাত্রের। নাম টিপু সুলতান শেখ (১২)। বাড়ি তেহট্টের বারুইপাড়া গ্রামে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বারুইপাড়া বাজার এলাকায়। তাকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান ছাত্রটির মৃত্যু হয়েছে। |